মতিন সাহেব একজন সরকারি কর্মচারী। তিনি চাকরি করেন সচিবালয়ে। বেতন তার অল্প কিন্তু অর্থবিত্তের অভাব নেই। তিনি একজন উচ্চশিক্ষিত মানুষ হলেও উৎকোচ নিতে তার কোনো দ্বিধা হয়। না। শিক্ষার প্রয়োজনের দিকটি তিনি গ্রহণ করেছেন। কিন্তু অপ্রয়োজনের দিকটি তার মধ্যে শিকড় বসাতে পারেনি।
মতিন সাহেব উচ্চশিক্ষিত হয়েও অর্থসাধনাকেই জীবনসাধনা মনে করেছেন, 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধ অনুসারে-
i. ভুল শিক্ষার জন্য
ii. বিশৃঙ্খল জীবসত্তার জন্য
iii. ভবিষ্যতের কথা চিন্তা করে
নিচের কোনটি সঠিক ?