মা বললেন, “বল পারু তোর গালে ওটা কিসের দাগ?” পারু বলল, “কঞ্ঝির, নিচ দিয়ে আসতেই রাস্তায় আগ বাড়িয়ে থাকা এক কঞ্চিতে খোঁচা খেয়ে এমনটি হলো।” সিরু হাঁপ ছেড়ে বাঁচল। পারু অনেক সুন্দর করে বানিয়ে বানিয়ে কথা বলতে পারে।
উদ্দীপকের পারু ও ‘মমতাদি' গল্পের মমতাদির সাদৃশ্য হলো-
i. গালে মারের দাগে
ii. বানিয়ে কথা বলায়
iii. মায়ের কাছে জবাবদিহি করায়
নিচের কোনটি সঠিক?