অসংখ্য মানুষ পিঁপড়ার মতো ছুটছিল। মাথায় স্যুটকেস, বগলে কাপড়ের গাঁটরি। হাতে হারিকেন, কোমরে বাচ্চা। চোখে মুখে এক অস্থির আতঙ্ক। সহসা কে যেন বলল, ওদিকে যাবেন না মিলিটারি। নৌকায় করে লোকজন সব ওপারে পালাচ্ছিল। মিলিটারি ওদের ওপর গুলি করেছে। নদীতে অনেক লাশ পড়ে আছে।
উদ্দীপকের যে বিষয়টি 'একাত্তরের দিনগুলি' রচনায় উপস্থিত-
i. পাকিস্তানি সেনারা অনেক মানুষ হত্যা করেছে
ii. একজন লোকের হঠাৎ নিষেধাজ্ঞা
iii. বুড়িগঙ্গায় অগণিত লাশ
নিচের কোনটি সঠিক?