পাশ্চাত্য আদর্শানুসারে মহাকাব্য বলতে বারা খান বোঝায়। সর্গ সংখ্যা সম্পর্কে কোনো সীমাবদ্ধতা হতে নেই, তার এক দেই তা রচিত হবে। নায়ক দেবতা না হলেও অসাধারণ ক্ষমতাশালী এবং মহৎ গুণসম্পন্ন বীর হতে হবে। বাংলা সাহিত্যের ইতিহাসে মহাকাব্যের ধারার সূত্রপাত করেন মাইকে মধুসূদন দত্ত।
উদ্দীপকের সঙ্গে 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধের সাদৃশ্য কোথায়?