গীতিকবিতার মধ্যে কবিহৃদয়ের বিশেষ কোনো অনুভূতি সংগীত মাধুর্য সহকারে রূপায়িত হয়ে ওঠে। কবির ব্যক্তিগত অনুভূতি এর উপজীব, সংগীতের ব্যঞ্জনা নিয়ে তার প্রকাশ। যে শ্রেণির কবিতায় কি হৃদয়ের অনুভূতি বা একান্ত ব্যক্তিগত বাসনা কামনা ও আনন্দ-বেদনা প্রাণের অন্তস্থল থেকে আবেগকম্পিত সুরে অখণ্ড ভাবমূর্তিতে আত্মপ্রকাশ করে তাকেই গীতিকবিতা বলে। বৈষ্ণব পদাবলি এর উৎকৃষ্ট উদাহরণ।
উদ্দীপক ও 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধের গীতিকবিতায় প্রকাশ পায় -
i. কবিহৃদয়ের অনুভূতি
ii. সমাজের সমস্যা
iii. পৃথিবীর সমস্যা
নিচের কোনটি সঠিক?