শাওন সদরঘাট থেকে সদ্যযোগে বরিশাল যাচ্ছে। পথিমধ্যে একটি লোক তার পকেট থেকে মানিব্যাগটি উটিয়ে নেয় এবং কিছুক্ষণ পরজনতার হাতে ধরা পড়লে শাওন জানতে পারে খাবারের অভাবে সে এ কাজ করেছে। সে লোকটিকে ক্ষমা করে দেয়।
শাওনের চরিত্রে আমরা কোন গুণের প্রতিফলন দেখতে পাই?