রাকিবের হঠাৎ পেটের উপরিভাগে ব্যথা শুরু হলো। ২/৩ ঘণ্টা পর নাভির ডানপাশে ব্যথা সরে গেল এবং ব্যথা অনেক তীব্র আকার ধারণ করল। তার বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার যত দ্রুত সম্ভব অপারেশন করে বৃহদন্ত্রের একটি অংশ কেটে ফেলতে হবে বলে জানালেন ।
ডাক্তার রাকিবের দেহের কোন অঙ্গটি কেটে ফেলার কথা বললেন?