or
Don't have an account? Register
চেকের মাধ্যমে বেতন প্রদান ৫০০ টাকা ভুলক্রমে নগদান বইয়ের ডেবিট দিকে ৫০ টাকা লেখা হয়েছে। এর ফলে নগদান বইয়ের উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণীর মধ্যে কত টাকা গরমিল হবে?
নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত ও ব্যাংক বিবরণীর জেরের মধ্যে পার্থক্যের কারণ হলো-
i. ইস্যুকৃত চেক ব্যাংকে যথাসময়ে উপস্থিত না হওয়া
ii. ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ও ধার্যকৃত চার্জ নগদান বহিতে না লেখা,
iii. আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় না হওয়া
নিচের কোনটি সঠিক?
৩০ জুন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকালে অন্তর্ভুক্ত হবে-
i . ২৭ জুন আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক ২৯ জুন আদায় হয়েছে
ii. পরিশোধের জন্য ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি
iii. আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত প্রাপ্য বিল ৩ জুলাই আদায় হয়েছে
ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ ৭৩ টাকা যা নগদান বইতে ৩৭ টাকা ডেবিট করা হয়েছে। এতে উভয় বহির জেরের মধ্যে কত টাকা গরমিল হবে?
জনাব রাসেল ২,০০০ টাকা চেক ইস্যু করেন কিন্তু এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি। এছাড়া ব্যাংক সুদ মঞ্জুর করে ৫০০ টাকা কিন্তু নগদান বইয়ে হিসাবভুক্ত হয়নি। এক্ষেত্রে নগদান বই ও পাস বইয়ের গরমিলের পরিমাণ কত?
আবির কোম্পানির নগদান বহি অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৩০,০০০ টাকা। ৮,০০০ টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। পাশ বহির ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ কত?
নগদান বই অনুযায়ী ব্যালেন্স ৩,০০০ টাকা, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি ১,০০০ টাকা, ব্যাংক কর্তৃক আদায়কৃত বিল ৫০০ টাকা। জমাকৃত কিন্তু অমর্যাদাকৃত চেক ২,০০০ টাকা হলে ব্যাংক বিবরণীর ব্যালেন্স কত?