or
Don't have an account? Register
বিবিচিনি স্টোর এর সমাপনী মূলধন ছিল ৩,০০,০০০ টাকা যা প্রারম্ভিক মূলধনের চেয়ে ৫০,০০০ টাকা কম। চলতি বছরে বিক্রয়ের পরিমাণ ছিল ২,৮০,০০০ টাকা এবং বিক্রীত পণ্যের ব্যয়ের ওপর মুনাফার হার ছিল ২৫%।
উক্ত বছরের মোট লাভ কত টাকা?
মোট বিজ্ঞাপনের ৫৫% বিলম্বিত করলে কত টাকা পরিচালন ব্যয় হিসেবে বসবে?
মোট বিজ্ঞাপনের ২৫% অবলোপন করলে কত টাকা পরিচালন ব্যয় হিসেবে বসবে?
ব্যবসায়ের মূলধন হ্রাস পাওয়ার কারণ-
i. চলতি বছরে পরিচালন ব্যয় বৃদ্ধি পাওয়া
ii. চলতি বছরে নিট ক্ষতি হওয়া
iii. চলতি বছরে বিক্রয় বৃদ্ধি পাওয়া
নিচের কোনটি সঠিক?
জেরিন এন্টারপ্রাইজ-এর হিসাব বছর শেষে বকেয়া বেতনের পরিমাণ ছিল ২,০০০ টাকা, যা সমন্বয় করা হলে-
i. মোট মুনাফার পরিমাণ কমবে
ii. নিট মুনাফার পরিমাণ কমবে
iii. মোট বেতন ৫,০০০ টাকা হবে
জেরিন এন্টারপ্রাইজ-এর বিক্রীত পণ্যের ব্যয়ের পরিমাণ কত টাকা?
যদি বিমা সেলামি ৩০,০০০ টাকা ২০২০ সালের খরচ হিসেবে দেখানো হয়, তবে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে-
i. নিট আয় ২২,৫০০ টাকা হ্রাস পাবে
ii. মোট সম্পদ ২৬.২৫০ টাকা হ্রাস পাবে
iii. মালিকানাস্বত্ব ২৬.২৫০ টাকা হ্রাস পাবে