রাফিকে ৭টি অবিন্যস্ত সাফল্যাঙ্ক থেকে সবচেয়ে সহজ ও অধিক গ্রহণযোগ্য কেন্দ্রমুখী অংক প্রয়োগ করে কেন্দ্রের মান বের করতে নির্দেশ দেন শিক্ষক। অন্যদিকে সজীবকে এমন পরিমাপ প্রয়োগ করতে বলেন যার নিচে সাফল্যাঙ্কসমূহের অর্ধেক পড়ে।
সজীবের পরিমাপে লক্ষণীয়-
i. সবচেয়ে অধিক ব্যবহৃত হয়
ii. ছোট ও বড় সাফল্যাঙ্ক দ্বারা প্রভাবিত নয়
iii. বন্টনের বৈশিষ্ট্য ভালোমত নির্দেশ করে
নিচের কোনটি সঠিক?