কুণ্ডল সমাজকর্মে এম এ পাশ করার পর একটি এসিড সারভাইভাল কেন্দ্রে কাজ করে। এখানে তার মক্কেল রাইমাকে কাউন্সিলিং করছে। কেস হিস্ট্রির ২টি ঘটনা কুণ্ডল তার প্রতিবেশীকে বলেছে। প্রতিবেশী বিষয়টি তার এক বন্ধুকে বলে।
উক্ত নীতি লঙ্ঘন করায় রাইমার আচরণে যে পরিবর্তন হতে পারে তা হলো-
i. নিজের ওপর নিয়ন্ত্রণ হারানো
ii. তথ্য প্রকাশে অসম্মতি
iii. সমাজকর্মীর বিরুদ্ধে মনোভাব পোষণ
নিচের কোনটি সঠিক?