The Noun

- English English Grammar | - | NCTB BOOK

Noun (বিশেষ্য)

যে word দ্বারা কোন কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই noun বলে । আম

যেমনঃ  Man, Girl, Kamal, Badal, Rahim, Riya,, Dhaka, Bangladesh, Kolkata, Delhi.

 

Jhon Seely তাঁর Oxford A-Z of Grammar & Punctuation বইতে লেখেন,

Nouns are words used to identify people, places, things, and ideas. 

Concrete Noun: যে Noun এর বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় তাকে Concrete Noun বলে। যেমন: boy, book ইত্যাদি।

Noun কে প্রধানত পাঁচ ভাগে ভাগ করা হয়। যথা-

  1. Proper Noun
  2. Common Noun
  3. Collective Noun
  4. Material Noun
  5. Abstract Noun
common.content_added_by
Content updated By

Proper Noun

1. Proper Noun : 

যেসকল noun দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বুঝায়, তাকে Proper Noun বলে। Proper Noun সবসময় Capital Letter দিয়ে শুরু হয়।

Example of proper noun: Bangladesh, Karim, Saturday, Dhaka, Tamim, The Padma, etc.

proper noun আরো কিছু সহজ উদহারণ দেখে নিন:

  1. দিনের নাম: Monday, Sunday, Saturday, etc
  2. স্থানের নাম: Canada, Cumilla, Dhaka, India, Japan, etc.
  3. ধর্মের নাম: Islam, Christian, Hinduism, Buddhism, etc.
  4. জাতির নাম: British, American, Greek, Indian, etc.
  5. প্রতিষ্ঠানের নাম: Oxford University, Dhaka University, Nike, Apple, Microsoft, etc.
  6. মানুষের নাম: Amir, Kabir, Shakil, Mustafizur, Muhammad, etc.
common.content_added_by
Content updated By

Common Noun

Common Noun: 

যে Noun দ্বারা একই শ্রেণির ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণীর সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।  

Example:

  • I like the story of Shakespeare. (Shakespeare নির্দিষ্ট একজন ব্যক্তির নাম)
  •  They cut the tree. ( এখানে tree শব্দটি দ্বারা সকল প্রকার গাছকে বুঝানো হয়েছে) 
  • The Padma is a big river.(এখানে river শব্দটি দ্বারা সকল নদীকে বুঝানো হয়েছে)
common.content_added_by
Content updated By

Collective Noun

3. Collective Noun:

যে Noun দ্বারা এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায়, তাকে Collective Noun বলা হয়।

Example of Collective noun:

A band of musicians

Our class took a trip to Sundarbans.

A convoy of trucks

A flock of birds 

Bangladeshi Army is doing a great job in UN mission.

Each team contains eleven players.

common.content_added_by
Content updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

an abstract noun
a common noun
a collective noun
a material noun
An abstract noun
a proper noun
a meterail noun
a collective noun

Material Noun

যেসব noun কোনো পদার্থের সমুদয় অংশকে এককভাবে বোঝায় এবং তার অন্তর্গত কোনো খণ্ড বা অংশকে বোঝায় না তাদেরকে Material Noun বলে। এগুলোকে গণনা করা যায় না, অন্য কোনোভাবে পরিমাপ করা যায়। যেমন— diamond, gold. iron, wheat, salt, flour, milk, tea, coffee, water etc.
 

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

Common noun
Abstract noun
Material noun
Proper noun
Common Noun
Abstract Noun
Material Noun
Proper Noun

Abstract Noun

যেসব noun অবস্থগত ধারণা বা গুণকে নির্দেশ করে, যাদের বাহ্যিক অস্তিত্ব নেই বা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় না অর্থাৎ যাদেরকে দেখা যায় না, যাদের গন্ধ নেয়া যায় না, যাদেরকে স্পর্শ করা যায় না বা যাদের স্বাদ নেয়া যায় না, কিন্তু শুধু কল্পনা দ্বারা বা অনুভব দ্বারা বোঝা যায়, তাদেরকে Abstract Noun বলে। যেমন- agency, childhood, fatherhood, friendship, girlhood, heroism, infancy, manhood, motherhood etc.

Abstract Noun চেনার উপায়: Noun-এর শেষে suffix যেমন— ness, ship, cy,age, hood, ty, tude, mony, ment ইত্যাদি থাকে।

common.content_added_and_updated_by

Countable Noun

যেসব noun-এর সংখ্যা গণনা করা যায়, তাদেরকে Countable Noun বলে। Countable Noun এর Plural হয়। যেমন-book, city, stars etc.

common.content_added_and_updated_by

Uncountable Noun

 যেসব noun-এর সংখ্যা গণনা করা যায় না, অন্য কোনো উপায়ে পরিমাপ করা গেলেও যেতে পারে তাদেরকে Uncountable Noun বলে। Uncountable Noun এর Plural হয় না।যেমন-plural-water, honesty, air, news, physics etc.
 

common.content_added_by

Compound noun

কতকগুলো noun-এর সাথে অন্যান্য noun বা অন্যান্য Parts of Speech যোগ হয়ে একটি noun বা noun phrase হিসেবে ব্যবহৃত হয়,এদেরকে Compound noun বলে। যেমন— 

Noun+Noun= headmaster,bathroom,classroom

Noun+Verb-ing= housekeeping,thanksgiving etc.

common.content_added_and_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

Comprehension
Holiday
Entertainment
Hair-brush
Headmaster
Information
Friday
Examination
Headmaster
information
Friday
Examination

The Determiner

যে সকল শব্দ কোনো noun এর পূর্বে বসে noun এর পরিমাণ, সংখ্যা, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা ইত্যাদি প্রকাশ করে, তাকে Determiner বা নির্দেশক শব্দ বলে।

 Determiner এর কোনো নির্দিষ্ট প্রকার নেই তবে, determiner কে তিনটি প্রধান ভাগ করা যেতে পারে:

Countable Determiners: A, An, One, Every, Both, Many, Those, These, Few, A few, The few, Very few, Fewer, Fewest, Many, Many of, A number of etc.

Uncountable Determiners: Little, A The little, Very little, Less, Least, Much, Much of,A bit, Amount of etc.

Mixed Determiners: All, Any, Some, Some of, More, Most, Most of, Rest of, A lot of, Lots of, None of, No, Possessive (your, his, her, their, its), A great deal of etc.

common.content_added_by

The Gender

ইংরেজি ভাষায় এমন কিছু সুনির্দিষ্ট শব্দ আছে যেগুলো দিয়ে শুধু পুরুষ বা নারীকে বুঝায় অথবা উভয়কে বুঝায় অথবা এদের কাউকে না বুঝিয়ে অন্য কোনো অচেতন পদার্থকে বুঝায়। এই শব্দ বা word গুলোকে Gender বলে। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো-

Gender প্রধানত চার প্রকার। যথা-

Masculine gender (পুং লিঙ্গ ): যে সকল noun বা pronoun দ্বারা পুরুষ বোঝায় অথবা যে সকল noun সম্পন্ন, তাকে masculine gender বলে।For example: Father, Brother, Rahim, Drone (মৌমাছি), Man, He etc.

Feminine gender (স্ত্রীলিঙ্গ): যে সকল noun বা pronoun দ্বারা স্ত্রী বোঝায় অথবা যে সকল noun স্ত্রী/মেয়ে/মহিলা সমগুণ সম্পন্ন, তাকে feminine gender বলে।

For example: Mother, Sister, Rita, Bee (মৌমাছি), Woman, She etc.

Common gender (উভয় লিঙ্গ): যে সকল noun বা pronoun দ্বারা বোঝা যায় না যে, সেকি স্ত্রী লিঙ্গ নাকি পুলিঙ্গ এমন noun বা pronoun কে common gender বলে।

For example: Baby- শিশু, Parent- বাবা/মা, Child-শিশু, Friend-বন্ধু, Infant (শিশু), Passenger- যাই, Relative- আয়, Student / ছাত্রী, Teacher- শিক্ষক, Guardian- অভিভাবক, Cousin চাচাতো ভাই বোন, Calf (বাছুর), Spouse etc.

Neuter gender (কীৰ লিঙ্গ): যে সকল noun/pronoun দ্বারা কোনো জজ বিষয়ক (non-living and lifeless things) বোঝায়, তাকে neuter gender বলে।

For example: Pen, Table Rock, Water, Milk, Stone, Computer, Mobile etc.

common.content_added_by

The Number

Number শব্দটি দ্বারা কোনো কিছুর সংখ্যাকে বুঝানো হয়। আর Grammar-এর ভাষায়, যে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে Number বলে। Number প্রধানত দুই প্রকার : (1) Singular Number এবং (2) Plural Number। 

Singular number-কে plural number-এ পরিণত করার জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। তবে সাধারণত কিছু word আছে যেগুলোর শেষে শুধু 's' যোগ করে plural করা যায়। যেমন— Book-books, Pen-pens, Boy boys, Cat-cats, Dog-dogs ইত্যাদি । 

1. যেসব Word-এর শেষে s, ss, sh, ch, x, z রয়েছে, তাদের শেষে 'es' যোগ করে plural করা যায়। তবে ch-এর উচ্চারণ যদি 'ক'-এর মতো হয়, তাহলে তার শেষে শুধু 's' যোগ করে plural করতে হয়। যেমন - Bus buses, Assasses, Dish dishes, Branch branches, Stomach (স্টমাক) stomachs, Monarch (মনাক) – monarchs, Fox foxes, Fez-fezes ইত্যাদি।

2. Singular noun-এর শেষে f বা fe থাকলে plural করার সময় f বা fe -এর পরিবর্তে ves যোগ করে plural করতে হয়। যেমন—

Singular        Plural
Calf-বাছুর   Calves
Half- অর্ধেক Halves
Thief- চোরThieves

3. কিন্তু Noun এর শেষে if it eel of fযাগ করে plural করতে হয়। 

SingularPlural
Gull- উপসাগরGulfs
BeliefBeliefs

4. যেসব word-এর শেষে থাকে এবং o-এর পূর্বে একটি consonant থাকে, সে সকল word- এর শেষে es যোগ করে plural করা হয় আর -এর পূর্বে vowel থাকলে শুধু s যোগ করে plural করতে হয়।যেমন -Mango-mangoes, Zero-zeroes, Hero-heroes ইত্যাদি।

5.  তবে, কিছু Noun-এর শেষে -এবং o-এর পূর্বে একটি consonant থাকলেও শুধু s যোগ করে plural করতে হয়। যেমন— Singular

SingularPlural
CantoCantos
Piano Pianos
DynamoDynamos

6.যেসব Singular noun-এর শেষে y এবং y-এর পূর্বে consonant রয়েছে, সেসব ক্ষেত্রে y-এর পরিবর্তে । এবং শেষে es যোগ করে plural করতে হয়। যেমন-Army - Armies, Country - Countries 

7.কিন্তু y এর পূর্বে Consonant না থেকে যদি vowel থাকে, তাহলে শুধু যোগ করে plural করতে হয়। যেমন— Toy -Toys, Monkey - Monkeys

8.কতগুলো noun-এর মাঝের vowel পরিবর্তন করে plural করতে হয়। যেমন—Foot - Feet,Tooth - Teeth,Woman – Women

9.আবার, কিছু word-এর মাঝের consonant এবং vowel পরিবর্তন করে singular থেকে plural করা হয়। যেমন— Louse (উকুন)-lice, Mouse mice, অপারে Dormouse (ইঁদুর বা কাটবিড়ালির মতো এক প্রকার ছোট প্রাণী)- dormice ইত্যাদি।

10.কিছু Noun-এর শেষে en, ren, ne যোগ করে plural করতে হয়। যেমন— Brother-brethren (brothers), Child-children, Ox-oxen, Cow-kine (cows).

11.Singular number এর শেষে (um থাকলে plural করার সময় um-এর পরিবর্তে বসবে। কখনো কখনো Singular number এর সঙ্গে ও যোগ করে plural করা হয় । তবে প্রশ্নপত্রে দুটিই থাকলে প্রথমটি গ্রহণ করতে হবে। যেমন—
 

 Singular Plural
AddendumAddenda
AgendumAgenda
AquariumAquaria/Aquariums
DatumData
CurriculumCurricula

12.Singular number-এর শেষে is থাকলে plural করার সময় is এর পরিবর্তে es আসবে। যেমন—Analysis (বিশ্লেষণ)-Analyses, Axis (অক্ষ)-Axes.

13.Singular-এর শেষে us থাকলে plural করার সময় us এর স্থলে i হবে অথবা us এর পর es করতে হবে।যেমন-Alumnus-Alumni,Focus-Foci/Focuses,Genius-Genii.

14.Singular number এর শেষে a থাকলে এর সাথে s অথবা e অথবা ta যোগ করে plural করতে হয়।যেমন-Alumna-Alumnae, Dogma-Dogmas.

15. কিছু Noun শব্দ রয়েছে যেগুলো সর্বদাই Singular হিসেবে ব্যবহৃত হয়, যেমন— advice, alphabet, bread, furniture, information, knowledge, poetry, Scenery ইত্যাদি।

16. Aircraft, brace, barracks, cops, dice, deer, dozen, gallows, grouse, headquarters, horsepower, hundred, innings, means, menes, offspring ineries, score, intone, salmon, species, sheep, swine, thousand, million billion, trillion, works (factory) ইত্যাদি শব্দের singular plural from একই। তবে dozen, hundred, score, thousand এর পূর্বে some, many থাকলে অথবা এদের পরে of থাকলে s যুক্ত হয়ে plural হয়ে থাকে। যেমন— Some dozens, many dozens কিন্তু এদের plural + of দ্বারা অনেক পরিমাণ বোঝায়। যেমন— hundreds of times (শত শত বার), thousands of people (হাজার হাজার লোক) ইত্যাদি ।

17. Ethics, mathematics, news, physics, politics noun গুলো দেখতে plural হলেও এগুলো singular হিসেবে ব্যবহৃত হয়।

18.কতগুলো Compound Noun-এর প্রধান অংশের সাথে 's' যোগ করে plural করতে হয়। যেমন—

SingularPlural
Brother-in-lawBrothers-in-law
Court-martialCourt-martials
Step-brotherStep-brothers

19.সংখ্যা, প্রতীক বা বর্ণের শেষে apostrophe ('s) যোগ করে plural number-এ রূপান্তর করা যায়। যেমন— B.A's, i's ইত্যাদি।

common.content_added_and_updated_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion