গুরুত্বপূর্ণ সংস্থা বা প্রতিষ্ঠান

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী | - | NCTB BOOK

আলোচিত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কয়ার

  • বাংলাদেশ স্কয়ার- লাইবেরিয়া
  • তাস্কিম স্কয়ার- ইস্তাম্বুল, তুরস্ক
  • ইউনিভার্সিটি স্কয়ার- সানা, ইয়েমেন
  • তিয়েনমেন স্কয়ার- বেইজিং, চীন
  •  গ্রীন স্কয়ার- ত্রিপলী, লিবিয়া
  • রেড স্কয়ার- রাশিয়া
  • ডেমোক্রেসি স্কয়ার কম্বোডিয়া
  • তাহরির স্কয়ার- কায়রো, মিশর
  • আজাদি স্কয়ার- তেহরান, ইরান
  • পার্ল স্কয়ার- বাহরাইন
  • স্বাধীনতা স্কয়ার- কিয়েভ ইউক্রেন
  •  ট্রাফাগাল- লন্ডন, ইংল্যান্ড
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

জাতীয় রাজস্ব বাের্ড
সুপ্রিম জুডিশিয়াল কমিশন
মানবাধিকার কমিশন
জুডিশিয়াল সার্ভিস কমিশন
নির্বাচন কমিশন
একটি বার্তা সংস্থা
একটি গেরিলা সংগঠন
একটি গোয়েন্দা সংস্থা
একটি সামরিক জোট

এশিয়াটিক সোসাইটি

  • বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি (Bangladesh Asiatic Society)
  • ১৭৮৪ সালে স্যার উইলিয়াম জোন্স কলকাতার ফোর্ট উইলিয়ামে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।
  • পাকিস্তান এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় ১৯৫২ সালে ।
  • স্বাধীনতার পর ১৯৭২ সালে এর নামকরণ করা হয় বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
  • উদ্দেশ্য- উন্নততর গবেষণা, মানুষ ও প্রকৃতি সম্বন্ধে গভীর জ্ঞান ইত্যাদি অনুসন্ধান।
  • ২০০৩ সালে বাংলাপিডিয়া নামে ১০ খণ্ডের একটি এনসাইক্লোপিডিয়া বের করে।
  • বাংলাপিডিয়া এর প্রধান সম্পাদক- অধ্যাপক সিরাজুল ইসলাম।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

SEC-Bangladesh Securities and Exchange Commission

common.please_contribute_to_add_content_into SEC-Bangladesh Securities and Exchange Commission.
Content

United Nations Organization-UNO

common.please_contribute_to_add_content_into United Nations Organization-UNO.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

বাংলা একাডেমি- Bangla academy

common.please_contribute_to_add_content_into বাংলা একাডেমি- Bangla academy.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

অধ্যাপক সিদ্দিকা মাহমুদা
অধ্যাপক আবদুল্লাহ আবু দায়ীদ
কথাসাহিত্যিক সেলিনা হোসেন
কেউই না

পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)

common.please_contribute_to_add_content_into পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড).
Content

বাংলাপিডিয়া

common.please_contribute_to_add_content_into বাংলাপিডিয়া.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

বাংলা একাডেমি
ঢাকা বিশ্ববিদ্যালয়
শিল্পকলা একাডেমি
এশিয়াটিক সোসাইটি
সাহিত্য একাডেমি
পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি
বাংলা একাডেমি
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি

উদীচী

  • বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী (সংক্ষেপে উদীচী) হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন।
  • ১৯৬৮ সালে বিপ্লবী কথাশিল্পী সত্যেন সেন উদীচী গঠন করেন।
  • জন্মলগ্ন থেকে উদীচী অধিকার, স্বাধীনতা ও সাম্যের সমাজ নির্মাণে সংগ্রাম করে আসছে।
  • ১৯৬৮, ১৯৬৯, ১৯৭০ এবং ১৯৭১ সালে বাঙালির সার্বিক মুক্তির চেতনাকে ধারণ করে গড়ে উঠা সাংস্কৃি সংগ্রাম।
common.content_added_by

বাংলাদেশ শিল্পকলা একাডেমি

  • ১৯৭৪ সালে বাংলাদেশের জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র 'বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয়।
  • ঢাকার সেগুনবাগিচায় এর প্রধান কার্যালয় অবস্থিত ।
  • সংস্কৃতি মন্ত্রলায়ের অধীনে এর কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।
common.content_added_by

বাংলাদেশ শিশু একাডেমি

  • ১৯৭৬ সালে শিশুদের সাংস্কৃতিক প্রচার, উন্নয়ন এবং পৃষ্ঠপোষকতার জন্য প্রতিষ্ঠিত হয় 'বাংলাদেশ শিশু একাডেমি'।
  • শিশু একাডেমি প্রাঙ্গনে দুরন্ত নামক ভাস্কর্য রয়েছে।
  • এটি মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে।
common.content_added_by

বিশ্ব সাহিত্য কেন্দ্র

  • আবদুল্লাহ আবু সায়ীদের উদ্যোগে ১৯৭৮ সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়।
  • মূল লক্ষ্য- কিশোর এবং যুব সমাজকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা।
  • এই সংগঠনের মূল কৌশল গ্রন্থ পাঠের মাধ্যমে তরুণদের সঠিক পথে পরিচালিত করা।
  • এর মূল কার্যালয় ঢাকার বাংলা মটর এলাকায় অবস্থিত। তবে দেশব্যাপী এর শাখা আছে।
common.content_added_by

বাংলাদেশ জাতীয় আর্কাইভ

  • উদ্দেশ্য- সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ দলিলপত্র সংগ্রহ ও তত্ত্বাবধানের জন্য।
  • ১৯৭৩ সালে দেশে জাতীয় আর্কাইভ প্রতিষ্ঠিত হয়।
  • জাতীয় আর্কাইভের নিজস্ব ভবন ঢাকার আগারগাঁওতে ।
common.content_added_by

বেঙ্গল ফাউন্ডেশন

  • বেঙ্গল ফাউন্ডেশন ২০০০ সালে ঢাকার ধানমণ্ডিতে প্রতিষ্ঠা করেন আবুল খায়ের।
  • বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস বা বেঙ্গল শিল্পালয় কাজ করে পেশাদার শিল্পী নিয়ে ।
  • গ্রুপ থিয়েটার ফেডারেশন বাংলাদেশের পেশাদারি নাট্য সংগঠনগুলোর একটি ফোরাম।
  • বাংলাদেশের নাটকের দল গুলোর মধ্যে- থিয়েটার, আরণ্যক, ঢাকা থিয়েটার, নাট্যকেন্দ্র প্রধান ।
common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion