ট্রেডমার্কের ধারণা

একাদশ- দ্বাদশ শ্রেণি - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | - | NCTB BOOK

আরিয়ান টিভিতে একটা নতুন বিজ্ঞাপন দেখছে। সে প্রথম দিকে বুঝে উঠতে পারেনি এটা কিসের বিজ্ঞাপন। পরে বুঝলো বিজ্ঞাপনটি একটা মোবাইল ফোন কোম্পানির। কারণ তিনটা পাখা সম্বলিত একাধিক ছবি ভেসে আসলো । আর এতেই তার বুঝতে বাকি থাকলো না এটা গ্রামীণ ফোনের বিজ্ঞাপন । শুভ্র খেলতে ভালোবাসে । তার গায়ের গেঞ্জি, পায়ের কেস, মাথার টুপি-সর্বত্রই হকি খেলার ব্যাটের ন্যায় চিহ্ন । এটা নাইকি নামক নামকরা খেলার সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের লোগো বা প্রতীক। এই চিহ্নগুলোর সবই কোনো কোম্পানির পণ্যের মালিকানা নির্দেশ করে। যা ট্রেডমার্ক নামে গণ্য ।

চিত্র মোবাইল ফোন সেবা দানকারী
প্রতিষ্ঠান বাংলালিংকের লোগো

ট্রেডমার্ক হলো পণ্য বা ব্যবসায়ের এমন কোনো স্বতন্ত্রসূচক বৈশিষ্ট্য, চিহ্ন বা প্রতীক যা সকলের নিকট ব্যবসায় বা পণ্যকে সহজে পরিচিত করে তোলে এবং এর মালিকের তা ব্যবহারের একচ্ছত্র অধিকার নির্দেশ করে। মার্ক বলতে সাধারণত কোনো নিশানা, ছাপ বা চিহ্নকে বুঝায় । বাংলাদেশে প্রচলিত ২০০৯ সালের ট্রেডমার্ক আইনে মার্ক বলতে কোনো ডিভাইস (Device), ব্রান্ড (Brand), শিরোনাম (Heading), লেবেল (Label), টিকেট, নাম, স্বাক্ষর, শব্দ, প্রতীক, সংখ্যা, সংখ্যাযুক্ত উপাদান, রং এর সমন্বয় বা এগুলোর যে কোনোরূপ সমন্বয়কে বুঝায়। Bata, Lux-এগুলো নাম। মোবাইল ফোন অপারেটর বাংলা লিংকের ট্রেডমার্কে কয়েকটি রংয়ের সমন্বয় ঘটেছে।

ট্রেডমার্কের মূল বিষয় হলো অন্য পণ্য বা প্রতিষ্ঠান থেকে এর স্বাতন্ত্র্যতা বা ভিন্নতা। এই ভিন্নতা যদি দৃশ্যমান না হয় বা অন্যের পণ্য সম্পর্কে ভুল ধারণার সৃষ্টি করে অথবা এর উৎপত্তিস্থল বা অন্য কোনো বিষয় জনগণকে বিভ্রান্ত করে তবে তা ট্রেডমার্ক হিসেবে গণ্য হতে পারে না। কেউ যদি 'ঘড়ি' নাম দিয়ে ঘড়ি উৎপাদন
ও বিক্রয় করে তবে ঐ 'ঘড়ি' নাম স্বাতন্ত্র্যসূচক নয়। কারণ অনেকেই ঘড়ি উৎপাদন করছে। আমরা যেভাবে তরি-তরকারি, ফলমূল ইত্যাদি দেখে কিনি ঘড়িতো সেভাবে দেখে কেনা যায় না । ঘড়ির কোন ব্রান্ড বা ট্রেডমার্ক কোন ধরনের মান মেনে চলে ক্রেতা তা জানার চেষ্টা করে। CASIO, ROLEX, TITAN এভাবে ব্রান্ড নামে সে কেনে। একইভাবে কোনো পণ্যের নামের প্রতীক যদি FRANCE দেয়া হয় তবে সেটা ফ্রান্সের তৈরি মনে করে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে । তবে সাবানের বা ঘড়ির ব্রান্ড নাম যমুনা হলে সমস্যা নেই । 

ট্রেডমার্ক নিবন্ধন না করেও তা ব্যবহার করা যায়। ব্যবহারের পরেও এক পর্যায়ে তা নিবন্ধন করা চলে । তবে সমস্যা হলো অনিবন্ধিত ট্রেডমার্ক লঙ্ঘিত হলে আইনত তার প্রতিকার দাবি করা যায় না এবং কেউ একবার ঐ নাম নিবন্ধিত করলে তার প্রতিকার লাভ দুষ্কর হয়ে পড়ে। তাই ট্রেডমার্ক নিবন্ধন করাই উত্তম । এর নিবন্ধনও যথেষ্ট সহজ। প্রতিষ্ঠানটির প্রধান অফিস যেখানে অবস্থিত সেখানকার ট্রেডমার্ক নিবন্ধকের অফিসে প্রয়োজনীয় ফি সহ আবেদন করে এরূপ নিবন্ধন করা যায় । তবে এক্ষেত্রে ঐ নামে বা প্রতীকে পূর্বে কোনো নিবন্ধন নেয়া রয়েছে কি না তা আগেই নিবন্ধক অফিস থেকে জেনে নিতে হয়। ট্রেডমার্ক নিবন্ধনের মেয়াদসীমা আইন অনুযায়ী ৭ (সাত) বছর । তবে এরপর থেকে যথানিয়মে ফি দিয়ে তা নবায়ন করা যায়। এক্ষেত্রে নিবন্ধক একই সময়ে ফি নিয়ে ১০ (দশ) বছর পর্যন্ত ট্রেডমার্ক নবায়ন করতে পারেন। যা পরবর্তীতেও চালু থাকে। মধ্যযুগের শুরুতে সর্বপ্রথম রোমান রাজাগণ তাদের ব্যবহার্য তরবারির স্বকীয়তা রক্ষায় ট্রেডমার্কের ধারণার প্রয়োগ শুরু করেন বলে ইতিহাস থেকে জানা যায়। ফলে তাদেরকেই ট্রেডমার্কের প্রথম ব্যবহারকারী মনে করা হয়ে থাকে। অবশ্য ব্যবসায়ের ক্ষেত্রে এ ধারণার প্রয়োগ ঘটে শিল্প বিপ্লবকালে। ১৮৫৭ সালে সর্বপ্রথম ফ্রান্সে এ লক্ষ্যে আইন পাস হয়। যুক্তরাজ্যে আইন পাস হয় ১৮৬২ সালে। সর্বপ্রথম বৃটিশ আইনের অধীনে লোগো হিসেবে নিবন্ধন পায় Bass Brewery 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion