নেপোলিয়ানের যুদ্ধ

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
  • ট্রাফালগারের যুদ্ধ (১৮০৫), লিপজিগের যুদ্ধ (১৮১৩), ওয়াটার লু যুদ্ধ (১৮১৫)
  • ফরাসি বিপ্লবের শিশু/বরপুত্র বলা হয়- নেপোলিয়নকে।
  • নেপোলিয়ান ফ্রান্সের সম্রাট নিযুক্ত হন ১৮০৪ সালে।
  • ওয়াটার লু যুদ্ধ সংঘটিত হয় ১৮১৫ সালে।
  • ওয়াটার লু নামক স্থানটি অবস্থিত বেলজিয়ামের একটি গ্রামে।
  • ওয়াটার লু যুদ্ধ নেপোলিয়ন ও ডিউক অব ওয়েলিংটন এর মধ্যে সংঘটিত হয়।
  • ওয়াটার লু যুদ্ধে জয়ী হয় ডিউক অব ওয়েলিংটন।
  • ফ্রান্স ও ইংল্যান্ডকে সংযোগকারী সমুদ্র তলদেশ দিয়ে নির্মিত টানেলটির দৈর্ঘ্য ৫০কি.মি.। ১৮১৫ সালে ওয়াটার লু যুদ্ধে ব্রিটেনের কাছে পরাজয়ের পরে নির্বাসিত অবস্থায় ১৮২১ সালে সেন্ট হেলেনা দ্বীপে( দক্ষিণ আটলান্টিক মহাসাগর) মারা যান।
common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion