বিখ্যাত দ্বীপ

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK

কর্সিকা দ্বীপ

  • ভূমধ্যসাগরের একটি দ্বীপ।
  • ১৭৬৯ সালে ফ্রান্স সম্রাট নেপোলিয়ন এখানে জন্মগ্রহণ করেন।

 

সেন্ট এলবা দ্বীপ

  • ভূমধ্যসাগরের একটি দ্বীপ।
  • ১৮১৪ সালে নেপোলিয়নকে প্রথমবারের মত নির্বাসন দেওয়া হয়।

 

মিন্দানাও দ্বীপ

  • পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত। 
  • ফিলিপাইনের অধীনস্ত মুসলিম অধ্যুষিত দ্বীপ।

 

আবু মুসা দ্বীপ

  • পারস্য উপসাগরে অবস্থিত।
  • ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ।
  • ইরানের মালিকানায় রয়েছে।

 

প্যারাসেলস দ্বীপ

  • দক্ষিণ চীন সাগরে অবস্থিত।
  • চীন ও তাইওয়ান এর মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ।

 

সেন্ট হেলেনা দ্বীপ

  • আটলান্টিক মহাসাগরে অবস্থিত বৃটিশ কলোনী। 
  • নেপোলিয়ানকে ২য় বার এখানে নির্বাসন দেওয়া হয় এবং মৃত্যু বরণ করেন।

 

শাত-ইল-আরব

  • পারস্য সাগরে অবস্থিত।
  • ইরাক ও ইরানের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল ।

 

হাওয়াই দ্বীপ

  • প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের অধীন।
  • এখানে সাবেক মার্কিন নৌ-ঘাঁটি ছিল যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান আক্রমণ করেছিল।

 

গুয়াম দ্বীপ

  • প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
  • অন্যতম শক্তিশালী মার্কিন নৌ-ঘাঁটি।

 

গ্রিনল্যান্ড দ্বীপ

  • উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
  • গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ।
  • ডেনমার্ক এর মালিকানায় আছে।

 

জাপান

  • হনসু, কিউসু, শিকোকু, হোক্কাইডো জাপানের প্রধান দ্বীপ ।
  • এই চারটি দ্বীপের সমষ্টিই জাপান।

 

ওকিনাওয়া দ্বীপ

  • জাপান সাগরে অবস্থিত।
  • পানের মালিকানায় থাকলেও এখানে মার্কিন নৌ ঘাঁটি রয়েছে।

 

কুড়িল দ্বীপপুঞ্জ

  • জাপান সাগরে অবস্থিত।
  •  রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া জাপানের থেকে দখল করে।

 

স্প্রাটলি দ্বীপপুঞ্জ

  • দক্ষিণ চীন সাগরে অবস্থিত।
  • চীনের অধীনস্ত বর্তমানে।
  • এই দ্বীপটি নিয়ে চীন ও ভিয়েতনামের মধ্যে বিরোধ রয়েছে।

 

ফকল্যান্ড দ্বীপ

  • দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
  • ১৯৮২ সালে আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে এ দ্বীপ নিয়ে যুদ্ধ হয়।
  • এর অপর নাম মালভিনাস। বর্তমানে ব্রিটেনের মালিকানায় রয়েছে।

 

শাখালিন দ্বীপ

  • প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
  • রাশিয়ার মালিকানায় এখানে রাশিয়ার নৌ-ঘাঁটি রয়েছে।
  • রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ।

 

সিসিলি দ্বীপ

  • ভূমধ্যসাগরে অবস্থিত ইতালির মালিকানা বর্তমানে।
  •  বিজ্ঞানী আর্কিমিডিসের স্মৃতি বিজড়িত স্থান।

 

সুবিক বে

  • প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
  • ১৯৯২ সালে যুক্তরাষ্ট্র ফিলিপাইনের কাছে হস্তান্তর করে।

 

গুয়ানতানামো বে

  • আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
  • কিউবার মালিকানায় থাকলেও এখানে মার্কিন নৌ ঘাঁটি রয়েছে।

 

সেনকাকু দ্বীপ

  • চীন ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ।
  • চীনে এটি পরিচিত 'দিয়াওয়ার্ড' নামে।

 

লায়লা/পেরিজিল

  • মরক্কোর মূল ভূখণ্ডে অবস্থিত। 
  • মরক্কো ও স্পেনের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ।

 

common.content_added_and_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

বঙ্গোপসাগর
প্রশান্ত মহাসাগর
জাপান সাগর
ভারত মহাসাগর
জাঞ্জিবারকে
কিউবাকে
দক্ষিণ
বাহরাইনকে

নিকোবর

  • বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ।
  • জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি দখল করেছিলো।
  •  বর্তমানে এটি ভারতের কেন্দ্রশাসিত।

 

common.content_added_by

জাভা দ্বীপ

  • ভারত মহাসাগরে অবস্থিত ইন্দোনেশিয়ার একটি দ্বীপ।
  • সাবেক রাজধানী জাকার্তা এই দ্বীপে অবস্থিত।
common.content_added_by

মান্না দ্বীপ

  • ভারত মহাসাগরে অবস্থিত।
  • শ্রীলঙ্কার অধীভুক্ত মুসলমান অধ্যুষিত অঞ্চল ।
common.content_added_by

দিয়াগো গর্সিয়া

ভারত মহাসাগরে বৃটেনের অধীনে চ্যাগোজ দ্বীপপুঞ্জের একটি দ্বীপ। মার্কিন যুক্তরাষ্ট্র এখানে সামরিক ঘাঁটি নির্মাণ করেছে। মরিশাস এই দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করে আসছে।

common.content_added_by

আবু মুসা দ্বীপ

common.please_contribute_to_add_content_into আবু মুসা দ্বীপ.
Content

সেন্ট হেলেনা দ্বীপ

  • আটলান্টিক মহাসাগরে অবস্থিত বৃটিশ কলোনী। 
  • নেপোলিয়ানকে ২য় বার এখানে নির্বাসন দেওয়া হয় এবং মৃত্যু বরণ করেন।

 

common.content_added_by

শাত ইল আরব

common.please_contribute_to_add_content_into শাত ইল আরব.
Content

গুয়াম দ্বীপ

  • প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
  • অন্যতম শক্তিশালী মার্কিন নৌ-ঘাঁটি।

 

common.content_added_by

গ্রিনল্যান্ড দ্বীপ

  • উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
  • গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ।
  • ডেনমার্ক এর মালিকানায় আছে।

 

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

ফকল্যান্ড দ্বীপ

  • দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
  • ১৯৮২ সালে আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে এ দ্বীপ নিয়ে যুদ্ধ হয়।
  • এর অপর নাম মালভিনাস। বর্তমানে ব্রিটেনের মালিকানায় রয়েছে।

 

common.content_added_by

গুয়ানতানামো বে

common.please_contribute_to_add_content_into গুয়ানতানামো বে.
Content

জিনজিয়াং

common.please_contribute_to_add_content_into জিনজিয়াং.
Content

দিয়াগো গার্সিয়া

  • ভারত মহাসাগরে অবস্থিত।
  • বৃটেনের মালিকানায় থাকলেও এখানে মার্কিন নৌ ঘাঁটি রয়েছে।
common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion