ব্রিটেন

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
  • রাষ্ট্রীয় নামঃ United Kingdom of Great Britain & Northern Ireland
  • রাজধানীঃ লন্ডন
  • ভাষাঃ ইংরেজি
  • মুদ্রাঃ পাউন্ড স্টার্লিং

গ্রেট ব্রিটেনের রাজ্য- ৪টি

  1. ইংল্যান্ড - লন্ডন
  2. ওয়েলস - কার্ডিফ
  3. স্কটল্যান্ড - এডিনবার্গ
  4. উত্তর আয়ারল্যান্ড - বেলফাস্ট

ব্রিটেনের কিছু তথ্যঃ

  • United Kingdom of Great Britain & Northern Ireland.
  • ১৭০৭ সালে রানী অ্যানির রাজত্বকালে ইংল্যান্ড ও স্কটল্যান্ড একত্রিত হয়ে 'গ্রেট ব্রিটেন এ পরিণত হয়।
  • আয়ারল্যান্ড ১৬০৩ সালে ব্রিটেনের অঙ্গরাজ্য পরিণত হয়।
  • পৃথিবীর প্রথম স্থায়ী ব্রিটিশ কলোনী জেমস টাউন।
  • CITY of FLIM বলা হয় ব্রাডফোর্ড শহরকে।
  • CITY of LITERATURE বলা হয় এডিনবার্গ (যুক্তরাজ্য) শহরকে।
  • ভিক্টোরিয়া ক্রস- ব্রিটেনের সর্বোচ্চ জাতীয় খেতাব।
  • ইউনিয়ন জ্যাক বলা হয়- ব্রিটেনের পতাকাকে।
  • আধুনিক গণতন্ত্রের সূতিকাগার বলা হয়- ব্রিটেনকে।
  • যুক্তরাজ্যের প্রধান বস্ত্রশিল্প অঞ্চল- ল্যাঙ্কাশায়ার।
  • শিল্প বিপ্লব শুরু হয়েছিল প্রথম ব্রিটেনে (১৭৬০-১৮৪০) সালে ।
  • উপমহাদেশের নীল চাষের সূচনা হয়- শিল্প বিপ্লবের ফলে।
  • ব্রিটেনে শিল্প বিপ্লব শুরু হয় অষ্টাদশ শতাব্দীতে।
  • উপমহাদেশের কুটির শিল্প ধ্বংস হয় ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে ।
  • ব্রিটেনের গৌরবময় বিপ্লব হয়- ১৬৮৮ সালে।
  • ট্রাফালগার স্কয়ার ও রুশ হাউজ অবস্থিত- লন্ডনে ।
  • ব্রিটেনের প্রশাসনিক দপ্তরকে 'হোয়াইট হল' বলা হয়।
  • লন্ডনের একটি রাজপথের নাম- পলমল হল।
  • চান্সেলর অব এক্সচেকার ব্রিটেনের- অর্থমন্ত্রীর উপাধি ।
  • ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর উপাধি সেক্রেটারী অফ স্টেট ফরেন এন্ড কমনওয়েলথ অ্যাফেয়ার্স।
  • ১১নং ডাউনিং স্ট্রিট ব্রিটিশ অর্থমন্ত্রী একচেকার এর সরকারি বাসভবন।
  • গ্রেট ব্রিটেন ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড নিয়ে গঠিত।

ব্রিটেনের রাজা-রানী ও প্রধানমন্ত্রী

  • ইংল্যান্ডের প্রথম রাজা ছিলেন- আলফ্রেড দ্য গ্রেট
  • যুক্তরাজ্যের সর্বশেষ নারী সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন (৭০)- রানী দ্বিতীয় এলিজাবেথ।
  • পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময় রানীর পদ অলঙ্কৃত করেন- রানী ২য় এলিজাবেথ।
  • রানী দ্বিতীয় এলিজাবেথ (৯৬) মারা যান- ৮ সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দে।
  • যুক্তরাজ্যের বর্তমান সিংহাসনে অধিষ্ঠিত আছেন- রাজা ৩য় চার্লস।
  • ব্রিটেনের প্রথম তথা বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী- রবার্ট ওয়ালপোল।
  • ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম- বাকিংহাম প্যালেস।
  • ইউরোপের 'লৌহ মানবী নামে পরিচিত- মর্গারেট থ্যাচার।
  • মর্গারেট থ্যাচার ১১ বছর (১৯৭৯-৯০) পর্যন্ত ক্ষমতায় ছিলেন ।
  • মর্গারেট থ্যাচার কনজারবেটিভ পার্টি দলের প্রধানমন্ত্রী ছিলেন।
  • ১ম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন- হেনরী আসকুইথ ।
  • ২য় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন- উইনস্টন চার্চিল (ব্রিটেন)
  • ইংল্যান্ডের রাজা প্রথম চালর্সকে সর্বসমক্ষে মৃত্যুদন্ড দেওয়া হয় ।
  • বিশ্বের সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী- উইলিয়াম পিট ।
  • গ্রেট ব্রিটেনের কনিষ্ঠতম- রাজা ষষ্ঠ হেনরি।
  • ১০ নং ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন (১৭৩০ সাল থেকে)।
  • ১২ নং ডাইনিং স্ট্রিট ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন।
  • লেখক, সুবক্তা, সৈনিক ও রাষ্ট্রনায়ক হিসাবে বিখ্যাত- উনস্টাইন চার্চিল।
  • মিখাইল গর্ভাচেভ সম্বন্ধে মার্গারেট থ্যাচার উক্তি করেন যে, “এই লোকের সাথে আমরা কাজ করতে পারি।”

ম্যাগনাকার্টা

  • Magna Carta ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল।
  • রাজা জনের শাসনামলে ১২১৫ সালের ১৫ জুন স্বাক্ষরিত হয়।

গৌরবময় বিপ্লবের

  • ১৬৮৮ সালে গৌরবময় বিপ্লবের মাধ্যমে ব্রিটেনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
  • পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে যুক্তরাজ্যে।

শিল্প বিপ্লব

  • ১৭৬০ সালে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়।
  • Industrial খাতের বিকাশের মাধ্যমে এ বিপ্লবের সূচনা হয়।
  • শিল্প বিপ্লবের ফলে ভারতীয় উপমহাদেশের কুটির শিল্প ধ্বংস হয়।

ব্লাসফেমি

  • ব্লাসফেমি আইন যুক্তরাজ্যে প্রথম চালু হয়।
  • 'ব্লাসফেমি' শব্দের অর্থ ধর্মনিন্দা বা ঈশ্বর নিন্দা ।
  • ধর্ম বা ঈশ্বরের বিরুদ্ধে কথা বলার প্রতিরোধে এ আইন করা হয়।

ইউনিয়ন জ্যাক

  • যুক্তরাজ্যের জাতীয় পতাকাকে Union Jack বা Union Flag বলা হয়।

ভিক্টোরিয়া ক্রস

  • ভিক্টোরিয়া ক্রস ব্রিটেনের সর্বোচ্চ সামরিক খেতাব ।
  • কমনওয়েলথভুক্ত দেশসমূহের মধ্যে এ পদক প্রদান করা হয়।

নির্বাহী পদ

  • রানী দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান
  • সরকার প্রধান- প্রধানমন্ত্রী
  • ব্রিটেনের অর্থমন্ত্রীকে Chancellor of Ex-Chequer বলা হয়।
  • ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী পদবী Secretary of State for Foreign and Commonwealth

পার্লামেন্ট

  • আইনসভা দুই কক্ষবিশিষ্ট (Bi-Cameral) |
  • যথা- হাউজ অব লর্ডস (উচ্চ কক্ষ) এবং হাউজ অব কমনস (নিম্নকক্ষ)।
  • ব্রিটেনের পার্লামেন্ট ভবনের নাম The Westminster Palace.

ব্রেক্সিট

  • BREXIT বলতে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়ার নাম।
  • ব্রেক্সিট কার্যকর হয় ৩১ জানুয়ারি ২০২০ সালে।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

ওয়েস্ট মিনিস্টার আবে
হোয়াইট হল
মার্বেল চার্চ
বুশ হাউস

দ্বিতীয় এলিজাবেথ

common.please_contribute_to_add_content_into দ্বিতীয় এলিজাবেথ.
Content

ওয়েষ্ট মিনিষ্টার

common.please_contribute_to_add_content_into ওয়েষ্ট মিনিষ্টার.
Content

ব্রিটেনের সংবিধান ও পার্লামেন্ট

  • যুক্তরাজ্যে কোনো লিখিত সংবিধান নাই ।
  • যুক্তরাজ্যের বেশিরভাগ আইন প্রথার উপর গড়ে উঠেছে
  • যুক্তরাজ্যে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত।
  • 'ম্যাগনা কার্টা' হলো ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল ।
  • 'ম্যাগনা কার্টা' স্বাক্ষরিত হয় ১২১৫ সালে (রাজা জন কর্তৃক)

বৃটেনের শাসনতান্ত্রিক রীতিনীতির প্রবচন গুলো:-

  1. The King is dead, long live the king.
  2. The King never dies.
  3. The King reigns but does not rule.
  4. The King can do no wrong.

  • ব্রিটেনের পার্লামেন্টের নাম হচ্ছে- পার্লামেন্ট।
  • ব্রিটেনের পার্লামেন্টের অপর নাম- ওয়েস্ট মিনিস্টার আবে।
  • ব্রিটেনের পার্লামেন্ট হচ্ছে-দ্বি কক্ষ বিশিষ্ট।
  • ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম হচ্ছে- হাউজ অব লর্ডস।
  • ব্রিটেনের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম- হাউজ অব কমন্স।
  • ব্রিটেনের হাউস অব কমন্সের আসন- ৬৫০ টি।
  • ব্রিটেনের মহিলারা ভোটাধিকার পায় ১৯১৮ সালে।
common.content_added_by

ম্যাগনাকার্টা

ভিক্টোরিয়া ক্রস

common.please_contribute_to_add_content_into ভিক্টোরিয়া ক্রস.
Content

নির্বাহী পদ

common.please_contribute_to_add_content_into নির্বাহী পদ.
Content

Read more

টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion