অপারেটিং সিস্টেমের প্রকারভেদ

- তথ্য প্রযুক্তি কম্পিউটার | - | NCTB BOOK

অপারেটিং সিস্টেমের শ্রেণীবিভাগ 

ক. ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম
১. এক্ষেত্রে একটির পর একটি ব্যবহারিক প্রােগ্রাম নির্বাহ করা হয় ।
২. ব্যবহারকারীর কোনাে বিরতি প্রয়ােজন হয় না।।

খ. রিয়েল টাইম অপারেটিং সিস্টেম
১. প্রােগ্রামের গুরুত্ব বিবেচনা করে প্রক্রিয়াকরণ করা হয়।
২. ব্যবহারকারী প্রশ্নোত্তরের মাধ্যমে কাজ করতে পারে।

গ. মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম
১, একাধিক প্রসেসর দ্বারা প্রসেসিং করানাে হয়।
২. সিপিইউ কখনাে অলস থাকে না।

ঘ. মাল্টি প্রােগ্রামিং অপারেটিং সিস্টেম
১. এ অপারেটিং সিস্টেম এক সাথে একাধিক প্রােগ্রাম চালাতে পারে।
২. এক্ষেত্রে ধাপ তিনটি- i. Ready, ii. Running, iii. Blocked.

ঙ. টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম
১. প্রসেসিং সময়কে বিভিন্ন প্রােগ্রাম এবং ব্যবহারকারীর মধ্যে ভাগ করে দেয়া হয়।
২. একাধিক ব্যবহারকারী এক সাথে কাজ করতে পারে।

চ. ভারচুয়াল স্টোরেজ অপারেটিং সিস্টেম
১. সহায়ক মেমােরির কিছু অংশকে প্রধান মেমােরি হিসেবে ব্যবহার করা হয়।
২. প্রধান মেমােরির স্বল্পতা দূরীকরণ ও সহায়তার জন্য ব্যবহৃত হয়।

ছ. ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম
১. একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাহায্যে একাধিক কম্পিউটারের সিস্টেম নিয়ন্ত্রণের মাধ্যমে কম্পিউটারের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এ সিস্টেম ব্যবহৃত হয়।

জ. অনলাইন অপারেটিং সিস্টেম

 

টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion