ইনপুট হলাে বাইরে থেকে কোনাে ডেটা বা তথ্য প্রক্রিয়াকরণের জন্য কম্পিউটারের অভ্যন্তরে প্রবেশ করানাে। কম্পিউটারের যেসব যন্ত্রাংশের মাধ্যমে এতে বিভিন্ন ধরনের ডেটা এন্ট্রি করা হয়, সেসব যন্ত্রাংশকে ইনপুট ডিভাইস বা গ্ৰহণমুখ যন্ত্রাংশ বলে। কীবাের্ড ও মাউস হলাে সবচেয়ে বেশি ব্যবহৃত ইনপুট ডিভাইস। ইনপুট দিয়ে কম্পিউটার সমস্যা সমাধানের কাজের নির্দেশ প্রদান করা হয় এবং নির্দেশ পালনের জন্য প্রয়ােজনীয় ডেটা দেয়া হয়। এ ইউনিটে বিশেষ মাধ্যম থেকে ডেটা ও প্রােগ্রাম গ্রহণ করে বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তরের পর কম্পিউটারের মেমােরিতে সংরক্ষণ করা হয়।
উদাহরণ: কয়েকটি ইনপুট ডিভাইসের উদাহরণ নিচে দেয়া হলাে :
১. কী-বাের্ড
২. মাউস
৩. স্ক্যানার
৪. ভয়েস ডেটা এন্ট্রি পদ্ধতি
৫. ভিজুয়াল ডিসপ্লে ইউনিট
৬. ওসিআর (OCR) বা অপটিক্যাল বা আলােকীয় বর্ণ রিডার
৭. ওএমআর (Optical Mark Reader)
৮. বারকোড রিডার।
৯. পাঞ্চ কার্ড রিডার
১০.পেপার টেপ রিডার
১১. চুম্বক কাল বর্ণ রিডার
১২. চুম্বক টেপ ড্রাইভ
১৩.হার্ড ডিস্ক ড্রাইভ
১৪. ফ্লপি ডিস্ক ড্রাইভ
১৫.ডিজিটাল ক্যামেরা ইত্যাদি।
ইনপুটের কাজঃ বিভিন্ন প্রয়ােজনীয় ডেটা ও নির্দেশ গ্রহণ করাই ইনপুটের কাজ।
OMR
OCR
MICR
Scanner