ক্রিকেট-আন্তর্জাতিক

- সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK

ক্রিকেট হচ্ছে ব্যাট ও বলের একটি দলীয় খেলা যাতে এগারোজন খেলোয়াড়বিশিষ্ট দুইটি দল অংশ নেয়। এই খেলাটির উদ্ভব হয় ইংল্যান্ডে। পরবর্তীতে ব্রিটিশ উপনিবেশগুলোসহ অন্যান্য দেশগুলোতে এই খেলা ব্যাপকভাবে প্রভাব বিস্তার লাভ করে চলছে। বর্তমানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড আন্তর্জাতিক অঙ্গনে ৫ দিনের টেস্ট ক্রিকেট ম্যাচ খেলে থাকে। ২০০৫ সাল থেকে জিম্বাবুয়ে স্বেচ্ছায় টেস্ট ক্রিকেট থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে রেখে। ২০১১ সালে আবার খেলায় ফিরে আসে। ক্রিকেট খেলার জন্ম হয়- ইংল্যান্ডে।

 

জেনে নিই 

  • কেটের পিতৃভূমি হিসেবে পরিচিত- ইংল্যান্ড।
  • ক্রিকেটের নিয়ামাবলি রচনা ও প্রবর্তন করেন- মেলবোর্ন ক্লাব ।
  • ক্রিকেটের নিয়ামাবলি প্রথম বিধিবদ্ধ হয়- ১৭৭৪ সালে। ফুট বা ২০.১২ মিটার)।
  • ক্রিকেট পিচের দৈর্ঘ্য- ২২ গজ (৬৬ ক্রিকেট পিচের প্রস্থ- ১০ ফুট বা ৩.০৫ মিটার।
  • ক্রিকেট ব্যাট তৈরি করা হয় সাধারণত উইলো গাছের কাঠ থেকে।
  •  ক্রিকেট ব্যাটের দৈর্ঘ্য- ৩৮ ইঞ্চি বা ৯৬.৫ সেন্টিমিটার।
  • ক্রিকেট ব্যাটের প্রস্থ ৪.২৫ ইঞ্চি বা ১০.৮ সেন্টিমিটার।
  •  ক্রিকেট বলের ব্যাস- ২.৮-২.৭ ইঞ্চি বা ৭.১৩-৭.২৯ সেন্টিমিটার।
  • ক্রিকেট বলের পরিধি- ৮.৮-৯ ইঞ্চি বা ২২.৪-২২.৯ সেন্টিমিটার।
  • ক্রিকেট বলের ওজন প্রায় ১৬০-১৬৩ গ্রাম।
  •  মাটি থেকে স্টাম্পের উচ্চতা- ২৮ ইঞ্চি।
  • তিনটি স্টাম্পের মাথায় থাকে- ২টি বেল।
  • দুইটি দলে খেলোয়াড় থাকে- ২২ জন (১১ জন করে)। 
  • ক্রিকেট খেলা মাঠে পরিচালনার জন্য থাকেন- ২ জন আম্পায়ার।
  • Whitewash শব্দটি জড়িত- ক্রিকেট খেলার সাথে।
  • আবহাওয়াজনিত কারণে খেলা বিঘ্নিত হলে ফলাফল নির্ধারণ হয়- ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে।
  • ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি প্রথম প্রয়োগ করা হয়- ১৯৯৭ সালে ।

 

ক্রিকেটে ব্যাটসম্যান আউট হতে পারে- ১১ টি উপায়ে। (তথ্যসূত্র: ICC)

১. বোল্ড আউট 

২. ক্যাচ আউট

৩. এলবিডাব্লিউ আউট

৪. স্টাম্পড আউ

৫. হিট উইকেট আউট 

৬.  হিট দ্য বল টোয়াইস আউট

৭.  রান আউট

৮. হ্যান্ডেও না বল আউট

৯. টাইমড আউট

১০.  অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট

১১. রিটায়ার্ড আউট 

 

নো-বল (No ball) হলেও ব্যাটসম্যানকে আউট করা যায়- ৩টি উপায়ে

১ রান আউট

২. অবস্ট্রাকিং দ্য ফিল্ড আউট

 ৩. হিট দ্য বল টোয়াইস আউট

  • হ্যাটট্রিক- একজন বোলার ৩ জন ভিন্ন ব্যাটসম্যানকে পরপর ৩ বলে আউট করার স্বীকৃতি। 
  •  কোনো রান ছাড়াই বল সম্পন্ন হলে বলা হয়- ডট বল।

 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) 

  •  ICC - International Cricket Council.
  •  বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার নাম- ICC.
  • প্রতিষ্ঠাকালীন নাম- Imperial Cricket Conference.
  • প্রতিষ্ঠিত হয়- ১৫ জুন, ১৯০৯ সালে ইংল্যান্ডের লর্ডসে।
  • ICC'র সদর দপ্তর- দুবাই, সংযুক্ত আরব আমিরাত। 
  •  প্রতিষ্ঠাকালীন সদস্য- ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
  • ICC'র পূর্ণ সদস্য দেশ- ১২টি (সর্বশেষ- আফগানিস্তান: ২০১৭)।
  • বাংলাদেশ ICC'র- ১০তম পূর্ণ সদস্য; ১৯৯৯ সালে।

 

টেস্ট ক্রিকেট

  • টেস্ট ক্রিকেট খেলতে পারে- International Cricket Council-এর পূর্ণ সদস্য দেশ।
  • বর্তমানে টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা- ১২টি। 
  • সর্বশেষ ১২তম টেস্ট মর্যাদা পায়- আফগানিস্তান।
  • প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়- ১৮৭৭ সালে
  • টেস্ট ক্রিকেট অস্ট্রেলিয়ার মেলবোর্নে, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে।
  • টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ১৮৭৭ সালের ম্যাচে জয়ী হয়- অস্ট্রেলিয়া। 
  • অ্যাশেজ ক্রিকেটের বিশেষ ট্রফি, মূলত ১৮৮২ সাল থেকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার
  • মধ্যকার অনুষ্ঠিত টেস্ট সিরিজে বিজয়ী দলকে প্রদান করা হয়।

 

ওয়ানডে ক্রিকেট

  • ওয়ানডে বা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রতি দল ব্যাটিং করে- ৫০ ওভার করে
  • প্রথম ওয়ানডে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়- ৫ জানুয়ারি, ১৯৭১ সালে 
  • অস্ট্রেলিয়ার মেলবোর্নে, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে।
  • ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম ম্যাচে জয়ী হয়- অস্ট্রেলিয়া।

 

টি-টুয়েন্টি

  •  প্রথম টি২০ ম্যাচ অনুষ্ঠিত হয়- ২০০৫ সালে ইংল্যান্ডে।
  • টি২০'- ক্রিকেট খেলার সংক্ষিপ্ততম সংস্করণ হিসেবে বিবেচিত।
  • টি-২০ ম্যাচে প্রতিটি দল ব্যাটিং করে- ২০ ওভার।

 

ক্রিকেট বিশ্বকাপ

  •  বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়- ৪ বছর পর পর ।
  •  প্রথম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়- ৭-২১ জুন, ১৯৭৫ সালে ইংল্যান্ডের লর্ডসে।
  • প্রথম বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়- উইন্ডিজ।
  •  প্রথম বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করে- অস্ট্রেলিয়া ও উইন্ডিজ।
  • প্রথম বিশ্বকাপ ক্রিকেটে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন- ক্লাইভ লয়েড।
  • Umpire Decision Review System চালু হয় ২০১১ বিশ্বকাপ থেকে।
  •  ক্রিকেট জাতীয় খেলা- অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের।

 

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

  •  আইসিসি'র চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্বনাম ছিল- আইসিসি নকআউট টুর্নামেন্ট।
  •  ২০০২ সালে নাম পরিবর্তন করে রাখা হয়- আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। 
  • আইসিসি'র চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসর অনুষ্ঠিত হয়- ১৯৯৮ সালে ঢাকায়।
  • আইসিসি'র চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়- দক্ষিণ আফ্রিকা।
  • বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করে- ২০০২ সালে।

 

আইসিসি ওয়ার্ল্ড টি-২০

  •  প্রথম আইসিসি ওয়ার্ল্ড টি-২০ অনুষ্ঠিত হয়। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায়।
  • আইসিসি ওয়ার্ল্ড টি-২০ অনুষ্ঠিত হয়- ২ বছর পর পর।
  •  প্রথম আইসিসি ওয়ার্ল্ড টি-২০ চ্যাম্পিয়ন হয়- ভারত (রানার্সআপ পাকিস্তান)।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

ওভাল

টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion