গ্রন্থি (Gland)

- সাধারণ বিজ্ঞান জীব বিজ্ঞান | - | NCTB BOOK

গ্রন্হি (Gland)

গঠনগত ও কর্যগতভাবে বিশেষিত যে কোষ বা কোষগুচ্ছ দেহের বিভিন্ন জৈবনিক প্রক্রিয়া প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, তাকে গ্রন্হি এক ধরনের রূপান্তরিত আবরণী কলা বা টিস্যুক। গ্রন্হি দুই প্রকার। যথা-

 

ক) অন্তঃক্ষরা গ্রন্হি: পিটুইটারি, থাইরয়েড, থাইমাস, অ্যাড্রেনাল, শুক্রাশয়, ডিম্বাশয় ইত্যাদি অন্তঃক্ষরা গ্রন্হি। পিটুইটারি গ্রন্হিকে প্রভু গ্রন্হি বা গ্রন্হিরাজ বলা হয়। কারণ পিটুইটারি গ্রন্হি নিঃসৃত হরমোনের সংখ্যা বেশি এবং অন্যান্য গ্রন্হির ‍উপর এর প্রবাব বেশি।

 

খ) বহিক্ষরা গ্রন্হি: সিবেসিয়াস, সেরুমিনাস, স্তনগ্রন্হি, লালাগ্রন্হি, ল্যাক্রিমাল গ্রন্হি,যকৃত, অগ্ন্যাশয় ইত্যাদি। চোখের পানির উৎস ল্যাক্রিমাল গ্রন্হি।

 

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

অগ্ন্যাশয়
আন্ত্রিক গ্রন্থি
যকৃৎ
গ্যাস্ট্রিক গ্রন্থি
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion