জাতীয় সংসদ

- সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী | - | NCTB BOOK

জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা। এককক্ষ বিশিষ্ট এ আইনসভার সদস্য সংখ্যা ৩৫০; যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। সংরক্ষিত আসনের নারী সদস্যগণ নির্বাচিত হন ৩০০ সংসদ সদস্যের ভোটে (পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে) নির্বাচিত হন। সংসদের মেয়াদকাল পাঁচ বছর।

জেনে নিই

  • বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদ।
  • সংসদের মোট আসন- ৩৫০ টি হলেও নির্বাচিত আসন- ৩০০ টি।
  • সংসদের সংরক্ষিত নারী আসন- ৫০ টি।
  • সংসদের ১নং আসন- পঞ্চগড়।
  • সংসদের ৩০০ নং আসন- বান্দরবান
  • সবচেয়ে কম মেয়াদকাল ছিল- ৬ষ্ঠ সংসদে।
  • সংসদে কাস্টিং ভোট- স্পীকারের নিজের ভোট।
  • সংসদে হুইপের কাজ- দলীয় শৃংখলা রক্ষা করা।
  • ফ্লোর ক্রসিং- সংসদে অন্য দলে যোগদান বা নিজ দলের বিপক্ষে ভোটদান।
  • রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি প্রতিটিতে ১টি করে জাতীয় সংসদের আসন বিদ্যমান।
  • জাতীয় সংসদে এ পর্যন্ত বিদেশী রাষ্ট্রপ্রধান ভাষণ দেন- ২ জন ।

যুগোশ্লোভিয়ার সাবেক প্রেসিডেন্ট মার্শাল যোশেফ টিটো (১৯৭৪)

ভারতের সাবেক প্রেসিডেন্ট ভি ভি গিরি (১৯৭৪)

  • দক্ষিণ এশিয়ার অন্যতম স্থাপত্যশৈলী ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন ।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

স্পিকার
মাননীয় প্রধানমন্ত্রী
বিরোধীদলীয় নেত্রী
মহামান্য রাষ্ট্রপতি

ভারতের রাষ্ট্রপ্রধান

যুগোশ্লাভিয়ার রাষ্ট্রপ্রধান

শ্রীলংকার রাষ্ট্রপ্রধান

ভুটানের রাষ্ট্রপ্রধান

সংসদে রাষ্ট্রপতির ক্ষমতা

  • প্রজাতন্ত্রের সকল ক্ষমতা তার নামে প্রযুক্ত হয় এবং তিনি দায়মুক্ত থাকেন ।
  • প্রয়োজনে অধ্যাদেশ (Ordinace) জারি করেন।
  • জাতীয় সংসদের অধিবেশন আহবান, মূলতবি, স্থগিত ও সংসদ ভেঙ্গে দেয়া এখতিয়ার রাখেন।
  • সংসদ কর্তৃক গৃহীত বিলে সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করতে হয়।
common.content_added_by

সংসদে প্রধানমন্ত্রীর ক্ষমতা

  • সরকার প্রধান ও নির্বাহী ক্ষমতার মালিক।
  • প্রধানমন্ত্রী জাতীয় সংসদের নেতা।
  • জাতীয় সংসদের সর্বাত্মক বিধি অনুযায়ী শৃংখলা রক্ষা করা এবং দলীয় ভাবমূর্তি অক্ষুন্ন রাখা প্রধানমন্ত্রীর একান্ত কর্তব্য।
common.content_added_by

স্পিকার

  • জাতীয় সংসদ বা আইনসভার সভাপতি।
  • নিয়মিত অধিবেশন বিল উত্থাপন ও আলোচনার সুযোগ করে দেন।
  • প্রয়োজনে কাস্টিং ভোট প্রদান করার ক্ষমতা রয়েছে।
  • সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির সভাপতি ।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

ড. রায়হানা খাতুন
ড. শিরীন শারমিন চৌধুরী
ডা. দীপু মনি
বেগম রওশন এরশাদ
এ্র্যাডভোকেট সাহারা খাতুন
শিরীন শারমিন চৌধুরী
ডা. দীপু মনি
বেগম রওশন এরশাদ
মোহাম্মদ উল্লাহ
আব্দুল মালেক উকিল
সামসুল হুদা চৌধুরী
শাহ আব্দুল হামিদ
শিরিন শারমিন চৌধুরী
সেলিনা হায়াত আইভী
সেলিনা রহমান
দিপু মনি

ডেপুটি স্পিকার

  • স্পীকারকে অধিবেশন পরিচালনায় সহযোগিতা করা।
  • স্পীকারের অনুপস্থিতিতে জাতীয় সংসদের সভাপতিত্ব করা।
  • সংসদীয় স্থায়ী লাইব্রেরী কমিটির সভাপতি।
common.content_added_by

হুইপ

  • হুইপ অর্থ সচেতক ।
  • তিনি সংসদীয় বিধি অনুযায়ী দলীয় শৃঙ্খলা রক্ষা করেন।
common.content_added_by

সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি

বাংলাদেশের আইনবিভাগ, শাসনবিভাগ ও বিচারবিভাগের সকল শাখার আনুষ্ঠানিক প্রধান এবং বাংলাদেশের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক (কমান্ডার ইন চিফ)। রাষ্ট্রপতির দণ্ডিত ব্যক্তির দণ্ডাদেশ স্থগিত, হ্রাস বা দণ্ডিতকে ক্ষমা করার অধিকার রয়েছে। বর্তমানে রাষ্ট্রপতি জাতীয় সংসদ কর্তৃক নির্বাচিত হয়ে থাকেন। ১৯৯১ খ্রিষ্টাব্দে সংসদীয় গণতন্ত্র চালু হওয়ার পূর্বে রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হতেন। রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ পাঁচ বছর।

জেনে নিই

  • বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি- এ্যাডভোকেট আব্দুল হামিদ (২০ তম)।
  • সদীয় পদ্ধতিতে রাষ্ট্রপ্রধান- রাষ্ট্রপতি।
  • রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালিত হয়- রাষ্ট্রপতির নামে।
  • সংসদ অধিবেশনের আহবান করেন- রাষ্ট্রপতি ।
  • রাষ্ট্রপতি হতে বয়স লাগবে কমপক্ষে ৩৫ বছর।
  • সংসদ অধিবেশন আহ্বান ও মূলতবী ঘোষণা করেন রাষ্ট্রপতি।
  • রাষ্টপতির শপথ বাক্য পাঠ করান স্পীকার।
  • বাংলাদেশের রাষ্ট্রীয় কার্যক্রম কার নামে পরিচালিত হয় - রাষ্ট্রপতির নামে।
  • রাষ্ট্রপতি পদত্যাগ পত্র পেশ করবেন- স্পিকার বরাবর।
  • অধ্যাদেশ জারি করতে পারেন- রাষ্ট্রপতি।
  • রাষ্ট্রপতির অনুপস্থিতে দায়িত্ব পালন করবেন- স্পিকার।
  • আদালতের কোন এখতিয়ার নেই- রাষ্ট্রপতির উপর।
  • রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়- অভিশংসন (Impeachment) এর মাধ্যমে।
  • অধ্যাদেশ হলো- বিশেষ আইন, রাষ্ট্রপতি নিজে যে আইন জারি করেন।
  • বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান।
  • বাংলাদেশের প্রথম সংবিধানিক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী।
  • জনগণের সরাসরি ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি - ৩ জন
  • জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি হন- জিয়াউর রহমান।
common.content_added_by

সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী

  • সংসদীয় সরকার ব্যবস্থায় সরকার প্রধান প্রধানমন্ত্রী।
  • সরকারের নির্বাহী বিভাগের মধ্যমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
  • মন্ত্রী পরিষদের প্রধান প্রধানমন্ত্রী।
  • মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
  • জাতীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী।
  • বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী।
  • জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন- রাষ্ট্রপতি [৫৬(৩) অনুচ্ছেদ]।
  • বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ।
  • বাংলাদেশের প্রথম সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান।
  • বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
  • প্রধানমন্ত্রীর কার্যালয়ের অবস্থান - তেজগাঁও, ঢাকা।
  • প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম- গণভবন (শের-ই-বাংলা নগর)।
common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion