বেলফোর ঘোষণা

- সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK

বেলফোর ঘোষণা (তারিখ ২ নভেম্বর ১৯১৭) হল ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের একজন নেতা ব্যারন রথচাইল্ডের কাছে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোরের লেখা একটি চিঠি। জায়নিস্ট ফেডারেশন অব গ্রেট ব্রিটেন এন্ড আয়ারল্যান্ড নামক সংগঠনের কাছে পাঠানোর জন্য চিঠিটি তাকে দেয়া হয়। সেটাই ইতিহাসে বেলফোরের ঘোষ নামে পরিচিত।

  • ইহুদিরা ফিলিস্তিনে মাতৃভূমি গঠনের অধিকার লাভ করে বেলফোর ঘোষণার ফলে।
  • বেলফোর ঘোষণা করা হয়- ১৯১৭ সালে।
  • ‘ইহুদিদের চক্রান্তে ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি হারায়- ১৯৪৮ সালে।
  • পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র- ইসরাইল।

 

 

  • ইহুদী বিজ্ঞানী চাইম ওয়াইজম্যানের 'এসিটোন বিস্ফোরক আবিষ্কার করে বৃটিশদের পরাজয় হাত থেকে রক্ষা করে ।
  • তার পুরস্কার স্বরূপ চাইম ওয়াইজম্যানকে ১৯১৭ সালে লন্ডনে এক সংবর্ধনা দেয়া হয় সেখানে ওয়াইজম্যান প্যালেস্টাইনে ঈশ্বরের প্রমিজ (promised land) অনুযায়ী ইহুদী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবী উত্থাপন করেন।
  • তাকে খুশি করতেই তৎকালীন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর ইহুদী নেতা রথচাইল্ডকে প্যালেস্টাইনে একটি ইহুদী রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণের জন্য পত্র লিখেন যা ইতিহাসে বেলফোর ঘোষণা নামে পরিচিত। 
  •  বৃটিশ লাইব্রেরিতে পত্রটি সংরক্ষিত আছে 
  • বেলফোর ঘোষণার ৩১ বছর পর ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
common.content_added_and_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

জাতিপুঞ্জ সৃষ্টি করা
অটোমানদের জায়গা দখল করা
ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন
জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion