মিয়ানমার

- সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK

তৎকালীন বার্মা ভারতের স্বাধীনতার প্রায় এক বছর পর ১৯৪৮ | সালের ৪ঠা জানুয়ারি স্বাধীনতা লাভ করে। তৎকালীন বার্মার গণতান্ত্রিক সরকারের উৎখাতের পর ১৯৮৯ সালে সেখানক সামরিক সরকার বার্মার নতুন নামকরণ করে "মিয়ানমার" এবং প্রধান শহর ও তৎকালীন রাজধানী রেঙ্গুনের নতুন নামকরণ করে। "ইয়াঙ্গুন"। ১৯৮২ সালে সামরিক সরকার রোহিঙ্গা জনগোষ্ঠীর | নাগরিকত্ব বাতিল করে। ২১ অক্টোবর ২০১০ থেকে দেশটির | জাতীয় সঙ্গীত ও নতুন জাতীয় পতাকা প্রবর্তন করা হয়।

  • রাষ্ট্রীয় নামঃ The Republic of The Union of Myanmar
  • রাজধানীঃ নেপিডো
  • ভাষাঃ কিয়াট
  • মুদ্রাঃ বার্মিজ

জেনে নিই

  • মায়ানমার স্বাধীনতা লাভ করে- ১৯৪৮ সালে; ব্রিটিশদের থেকে।
  • মিয়ানমারের সাথে সীমান্ত রয়েছে- ৫টি রাষ্ট্রের (বাংলাদেশ, চীন, থাইল্যান্ড, ভারত এবং লাওস)।
  • ২য় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২-১৯৪৫ অবধি জাপানের অধীনে ছিল বার্মা।
  • মায়ানমারের জাতির জনক অং সান। বার্মার নাম ১৯৮৯ সালে মায়ানমার রূপান্তরিত হয়।
  • মায়ানমারের প্রাচীন নাম- ব্রহ্মদেশ। প্যাগোডার দেশ বলা হয়- মায়ানমারকে ।
  • বৌদ্ধ ভিক্ষু আন্দোলনের নাম- ‘জাফরানি বিপ্লব’
  • মায়ানমারের আইনসভা- দ্বিকক্ষবিশিষ্ট।
  • মায়ানমারের প্রবেশদ্বার বলা হয়- ইয়াঙ্গুনকে।
  • ২০০৭ সালে বৌদ্ধভিক্ষুদের আন্দোলনের নাম- জাফরান বিপ্লব।
  • এন. এল. ডি কোন দেশের সরকারী দল- মায়ানমার।
  • সাম্প্রতি মিয়ানমারে জান্তা সরকার মিন অং হ্লাইং ক্ষমতা গ্রহন করে ।
  • মায়ানমার সামরিক বাহিনী তাতমাডও নামে পরিচিত।
  • নাসাকা মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী কে বলা হয়- লুনথিন।
  • BGP (Border Guard Police)- মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম।
  • ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (১৯৮৮) প্রেসিডেন্ট- অং সান সুচি।
  • স্বাধীনতার জন্য 'কারেন বিদ্রোহীরা' মায়ানমারে যুদ্ধরত।
  • মংডু যে দুই দেশের সীমান্ত এলাকা- বাংলাদেশ ও মায়ানমার
  • ১৯৯১ সালে শান্তিতে নোবেল বিজয়ী অং সার সুচি আটক ছিলেন ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেন কারাগার।
  • মিয়ানমার বিপ্লবী সংগঠন বা গ্রুপ- গডস্ আর্মি ও কারেন। ‘মা বা খা' মিয়ানমার কট্টর বৌদ্ধদের সংগঠন।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion