লেজার (LASER)

- তথ্য প্রযুক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | - | NCTB BOOK

লেজার (Laser) হলো "Light Amplification by Stimulated Emission of Radiation" এর সংক্ষিপ্ত রূপ। এটি একটি উচ্চ শক্তিশালী তরঙ্গবেগ সম্পন্ন তড়িৎ উৎস যা উচ্চ আবেদনসমূহে ব্যবহৃত হয়।

লেজার রশ্মির ব্যবহার

  • নিখুঁত জরিপ কাজে লেজার রশ্মি ব্যবহার করা হয়। 
  • লেজার রশ্মির সাহায্যে পৃথিবী এবং চাদের দূরত্ব সঠিকভাবে নির্ণয় সম্ভব হয়েছে।
  • অতি সূক্ষ্ম ঝালাইয়ের কাজে এবং কঠিন বস্তুতে সুক্ষ্ম ছিদ্র করার কাজে লেজার রশ্মি ব্যবহার করা হয়।
  • টেলিভিশনে লেজার রশ্মি ব্যবহৃত হয়।
  • বর্ণালী মাপন যন্ত্রে লেজার রশ্মি ব্যবহৃত হয়।
  • শল্য চিকিত্সকরা চক্ষু ও চিকিৎসার কাজে লেজার রশ্মি ব্যবহার করেন ।
  • জীবকোষ ও ক্রোমােজমের ওপর কোন সূক্ষ্ম গবেষণামূলক কাজে লেজার রশ্মি ব্যবহৃত হয়।
  • রকেট এবং কৃত্রিম উপগ্রহ নিয়ন্ত্রণে লেজার রশ্মি ব্যবহৃত হয়।
  • লাইব্রেরীতে বই-এর বার কোড পাঠ এবং এবং দোকানে জিনিসপত্রের মূল্যের বার কোড
  • পাঠের কাজে লেজার রশ্মি ব্যবহৃত হয় ।
  • লেজার রশ্মি পানি কর্তৃক শােষিত হয় না। তাই পানির নিচে যােগাযােগ রক্ষার কাজে
  • লেজার রশ্মি ব্যবহৃত হয়।
  • ভিডিও ডিস্কসহ অন্যান্য ডিস্ক তৈরি ও পাঠের কাজে লেজার রশ্মি 
  • ব্যবহার করা হয়।
  • দুরবীক্ষণ যন্ত্রে লেজার যন্ত্র ব্যবহার করে চাঁদে আলােক রশ্মি প্রেরণ করা যেতে
  • পারে। ঐতিহাসিক এ্যাপেলা-১১, চাদে অবতরণের সময় Kape Kennedy space
  • স্টেশন থেকে এই প্রক্রিয়া ব্যবহার করা হয়েছিল।
common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion