ল্যাপটপ-Laptop

- তথ্য প্রযুক্তি কম্পিউটার | - | NCTB BOOK

ল্যাপটপ কম্পিউটার (LaptopComputer): ক্ষুদ্রাকৃতির কম্পিউটার, যেটি আকারে খুবই ছোট। অর্থাৎ এ ধরনের কম্পিউটার সাধারণত কোলের ওপর রেখে প্রয়োজনীয় কার্যাবলী সম্পাদন করা যায়। ১৯৮১ সালে এপসম কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে।
 

ল্যাপটপ এর বৈশিষ্ট্য:
১. এটি ডেস্কটপ পিসির চেয়ে অনেক বেশি বিদ্যুৎসাশ্রয়ী।
২. লোড শেডিংয়ের সময় ডেস্কটপ চালাতে হলে ইউপিএস ব্যবহার করা হয় এবং তার ব্যাকআপ দেওয়ার ক্ষমতা ১৫-৩০ মিনিট হয়ে থাকে। কিন্তু ল্যাপটপের সাথে ব্যাটারী। সংযুক্ত থাকে বিধায় এটাকে ২-৫ ঘন্টা চালানো যায়।।
ল্যাপটপ ডেস্কটপ পিসির চেয়ে আকারে অনেক ছোট ও হালকা। ল্যাপটপ কম্পিউটার। দেখতে অনেকটা ছোট ব্রিফকেসের মত। এটি সহজে বহনযোগ্য।
৪. এতে মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহার করা হয়।
৫. এতে বিল্টইন ওয়েবক্যাম আছে যা দ্বারা ইন্টারনেট এ ভিডিও চ্যাট করা যায়।


ল্যাপটপ ব্যবহারের অসুবিধা:

  • ডেস্কটপের সমান ক্ষমতার ল্যাপটপের দাম অনেক বেশি।
  • ল্যাপটপের ঘুচরা যন্ত্রাংশ পাওয়া অনেক কষ্টকর এবং তার দামও অনেক বেশি।
  • ল্যাপটপের ক্ষমতা ডেস্কটপ কম্পিউটারের চেয়ে কম হয়ে থাকে।

# বহুনির্বাচনী প্রশ্ন

পর্বতারোহন সামগ্রী
বাদ্যযন্ত্র
ছোট কুকুর
ছোট কম্পিউটার
Small Dog
Mountain climbing tools
Musical Instrument
Small Computer
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion