সাংবিধানিক অন্যান্য সংস্থা

- সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী | - | NCTB BOOK
common.please_contribute_to_add_content_into সাংবিধানিক অন্যান্য সংস্থা.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

স্বায়ত্তশাসিত সংস্থা
কপোরেট সংস্থা
সাংবিধানিক সংস্থা
আধা -স্বায়ত্তশাসিত সংস্থা

স্বাধীন বিচার বিভাগ

  • নির্বাহী বিভাগ হতে আলাদা করে স্বাধীন বিচার বিভাগ পৃথক প্রক্রিয়া করা হয় ১ নভেম্বর, ২০০৭ সালে
  • প্রধান বিচারপতির পরামর্শক্রমে অন্যান্য বিচারপতিদের নিয়োগ প্রদান করেন- মহামান্য রাষ্ট্রপতি।
  • সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের বয়সসীমা ৬৭ বছর।
  • বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম- সুপ্রিম কোর্ট।
  • সুপ্রিম কোর্টের স্থায়ী আসন- ১টি, ঢাকায়।
  • সুপ্রিম কোর্টের ২টি বিভাগ- হাইকোর্ট ও আপীল বিভাগ।
  • কোর্ট অব রেকর্ড বলা হয়- সুপ্রিম কোর্টকে।
  • জেলা জজ হলেন- জেলা আদালতের প্রধান বিচারক।

পারিবারিক আদালতের অধিক্ষেত্রগুলো-

  • দেনমোহরানা, ভরণ-পোষণ
  • দাম্পত্য অধিকার পুনরুদ্ধার
  • বিবাহ বিচ্ছেদ
  • অভিভাবকত্ব ও শিশুদের তত্ত্বাবধান সংক্রান্ত মামলা।
common.content_added_by

সরকারি কর্ম কমিশন - Bangladesh public service commission

  • BPSC-Bangladesh Public Service Commission
  • সরকারি কর্ম কমিশন একটি- সাংবিধানিক স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান ।
  • সরকারি কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান- সোহরাব হোসাইন (১৩ তম)।
  • PSC প্রধানকে নিয়োগদান করেন- রাষ্ট্রপতি।
  • সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদে কর্ম কমিশনের কথা বলা আছে।
  • কমিশনের সদস্যগণের পদমর্যাদা- সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমান।।
  • প্রথম চেয়ারম্যান ছিলেন- ড. এ. কিউ. এম. বজলুল করিম।
  • সাবেক পূর্ব পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়- ১৯৪৭।
  • উপমহাদেশে প্রথম সরকারি কর্মকমিশন প্রতিষ্ঠিত হয়- ১৯২৬ সালে।
  • বাংলাদেশ সরকারি কর্মকমিশন অবস্থিত- পুরাতন বিমান বন্দর, তেজগাঁও
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয়
সংস্কৃতি মন্ত্রণালয়
ধর্ম মন্ত্রণালয়

দুর্নীতি দমন কমিশন

  • দুর্নীতি দমন কমিশন আইন জাতীয় সংসদে পাস হয়- ২০০৪ সালে।
  • কার্যালয়- ঢাকার সেগুনবাগিচা।
  • দুর্নীতি দমন কমিশনকে সংক্ষেপে দুদক বলা হয়।
  • দুর্নীতি দমন কমিশন গঠিত হয়- দুর্নীতি দমন ব্যুরো এর পরিবর্তে।
  • সদস্যদের পদমর্যাদা- হাইকোর্টের বিচারপতির সমান।
  • স্বাধীন দুর্নীতি দমন কমিশন এর অধীন প্রথম মামলা হয়- বরিশালে।
  • একজন চেয়ারম্যান ও দুইজন কমিশনার নিয়ে দুদক কমিশন গঠিত হয়।
  • দুর্নীতি দমন কমিশন এর প্রথম চেয়াম্যান- বিচারপতি সুলতান হোসেন খান।
  • বর্তমান চেয়ারম্যান- মঈনউদ্দিন আব্দুল্লাহ (৭ম)।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

স্বাধীন ও নিরপেক্ষ
সাংবিধানিক
স্বায়ত্তশাসিত
সরকারি
স্পিকার
মাননীয় প্রধানমন্ত্রী
মহামান্য রাষ্ট্রপতি
দুদক চেয়ারম্যান

নির্বাচন কমিশন

  • নির্বাচন কমিশন গঠিত হয়- ১৯৭২ সালে।
  • কাজ- নির্বাচন পরিচালনা। মেয়াদ- ৫ বছর।
  • সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয়- ১১৮ নং অনুচ্ছেদ।
  • নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র, নিরপেক্ষ ও সাংবিধানিক প্রতিষ্ঠান।
  • প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেন- রাষ্ট্রপতি ।
  • জাতীয় পরিচয়পত্রের মেয়াদ- ১৫ বছর।
  • বাংলাদেশের নির্বাচনী আচরন বিধিমালা প্রণীত হয়- ১৯৯৬ সালে।
  • দেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন- বিচারপতি এম ইদ্রিস
  • ছবিসহ ভোটার তালিকা বা জাতীয় পরিচয়পত্র তৈরী কর্মসূচির নাম ছিল- অপারেশন নবযাত্রা।

ভোটার তালিকাভুক্ত হওয়ার শর্তাবলী:

  • বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
  • প্রয়োজন মোতাবেক অপ্রকৃতিস্থ নয় বলে আদালত কর্তৃক ঘোষিত হতে হবে।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

প্রধানমন্ত্রী
সার্চ কমিটি
রাষ্ট্রপতি
প্রধান বিচারপতি
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion