SAARC-সার্ক

- সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK

SAARC- South Asian Association for Regional Co-operation (সার্ক) হলো দক্ষিণ এশিয়ার আটটি দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংগঠন। জনসংখ্যার ভিত্তিতে এটি সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন। ১৯৮০ সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশীয় দেশসমূহের মধ্যে সহযোগিতামূলক বাণিজ গড়ার প্রস্তাব করেন। বাংলাদেশের এ প্রস্তাব গ্রহণ করে ১৯৮১ সালে ভারত, পাকিস্তান ও শ্রীলংকা প্রতিনিধিগণ। কলোম্বোতে মিলিত হয়। পরিশেষে, ১৯৮৩ সালে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত সম্মেলনে এশিয়ার ৭টি দেশ নিয়ে সার্ক প্রতিষ্ঠিত হয়।

 

প্রধান উদ্দেশ্য- ৫টি

  • মানব সম্পদ উন্নয়ন 
  • যোগাযোগ
  • কৃষি ও পল্লী উন্নয়ন
  • স্বাস্থ্য ও জনসংখ্যা কার্যক্রম
  • বিজ্ঞান প্রযুক্তি ও আবহাওয়াবিদ্যা

 

সার্কের সদস্য দেশ- ৮টি

  1. বাংলাদেশ
  2. ভারত
  3. মালদ্বীপ
  4. ভুটান
  5. পাকিস্তান
  6. শ্রীলংকা
  7. নেপাল
  8. আফগানিস্তান

 

জেনে নিই 

  •  প্রতিষ্ঠিত হয়- ১৯৮৫ সালে ঢাকায়।
  • প্রধান উদ্যোক্তা- প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বাংলাদেশ)।
  • সার্কের সদরদপ্তর অবস্থিত- কাঠমুন্ডু, নেপাল।
  • সর্বশেষ সদস্য আফগানিস্তান (২০০৭)। 
  • মহাসচিব নির্বাচিত হয় ৩ বছরের জন্য।
  • প্রথম চেয়ারম্যান- হোসাইন মোহাম্মদ এরশাদ (বাংলাদেশ)।
  • প্রথম মহাসচিব- আবুল আসান (বাংলাদেশ)।
  • প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়- ১৯৮৫ সালে ঢাকায়।
  • প্রথম নারী মহাসচিব- ফাতিমা দিয়ানা সাঈদ। 
  • সার্ক ঘোষিত মীনা দিবস- ৮ ডিসেম্বর।
  • সার্কভুক্ত যে দেশের আয়তন প্রায় বাংলাদেশের সমান- নেপাল।
  • সার্ক সম্মেলনে যা করা যায়না- দ্বিপাক্ষিক আলোচনা।
  • SAARC এর অন্তর্ভুক্ত স্থলবেষ্টিত রাষ্ট্র- ৩টি (নেপাল, আফগানিস্তান, ভুটান)। 
  • সার্কের সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- ২০১৪ সালে; নেপালে। 
  • সম্মেলন বন্ধ আছে ২০১৬ সাল থেকে।

 

সার্কের বিভিন্ন সংস্থা

সার্কের সংস্থা অবস্থান
আবহাওয়া কেন্দ্র বিশ্ববিদ্যালয়ঢাকা, বাংলাদেশ
বিশ্ববিদ্যালয় নয়াদিল্লি, ভারত
ডকুমেন্টেশন
সাংস্কৃতিক কেন্দ্র শ্রীলংকায়
সার্ক কৃষি বিষয়ক কেন্দ্রঢাকা, বাংলাদেশ
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র গুজরাট, ভারত
মানব উন্নয়ন কেন্দ্রইসলামাবাদ, পাকিস্তান
সার্ক তথ্য কেন্দ্র নেপালে
  
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

১৯৮৫ সনে
১৯৮৬ সনে
১৯৮৭ সনে
১৯৮৪ সনে
রাশা
মৃণাল হক
নিতুন কুন্ডু
হামিদুর রহমান
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion