Skill

এসকিউএল কি এবং কেন শিখবেন? (What is SQL & Why Learn?)

Database Tutorials - SQL এসকিউএল ব্যাসিক (SQL Basic) |

এসকিউএল - SQL : রিলেশনাল ডেটাবেজ(Relational Database)-কে এক্সেস করার জন্য SQL একটি স্ট্যান্ডার্ড ভাষা।


সুতরাং MySQL, SQL Server, Access, Oracle, Sybase, DB2 ইত্যাদি রিলেশনাল ডেটাবেজ সিস্টেমকে এক্সেস করার জন্য SQL হলো একটি স্টান্ডার্ড ভাষা।

আমাদের এই এসকিউএল টিউটোরিয়ালটিতে SQL এর একেবারে ব্যাসিক থেকে এডভ্যান্স টপিক্স-সমূহও যোগ করেছি। ফলে এই টিউটোরিয়াল শেষে এডভ্যান্স SQL বুঝার জন্য আপনাকে প্রস্তুত করে তুলবে।


উদাহরণ

kt_satt_skill_example_id=1341

রিলেশনাল ডেটাবেজ(Relational Database) এ তথ্য জমা(store), পুনরুদ্ধার(retrive) এবং পরিচালনার(manipulating) জন্য SQL একটি স্টান্ডার্ড ভাষা।


এসকিউএল কি?(What is SQL? )

এসকিউএল(SQL) হলো স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ(Structured Query Language) যা রিলেশনাল ডেটাবেজে সঞ্চিত ডেটা সংরক্ষণ, পুনরুদ্ধার এবং পরিচালনার জন্য ব্যবহৃত একটি স্টান্ডার্ড ভাষা।

MySQL, SQL Server, Access, Oracle, Sybase ইত্যাদি রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম-সমূহ(RDBMS) SQL কে স্টান্ডার্ড ভাষা হিসাবে ব্যবহার করে।

  • SQL এর পূর্ণরূপঃ Structured Query Language ।
  • SQL এর মাধ্যমে আপনি রিলেশনাল ডেটাবেজে এক্সেস করতে পারবেন।
  • SQL একটি ANSI(American National Standards Institute) স্ট্যান্ডার্ড।

SQL কি কি করতে পারে?

  • SQL ইউজারকে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম থেকে ডেটা এক্সেস করতে অনুমতি দেয়।
  • SQL ডেটাবেজে কুয়েরি সম্পাদন করতে পারে।
  • SQL নতুন ডেটাবেজ তৈরি করতে পারে।
  • SQL ডেটাবেজে নতুন টেবিল তৈরি করতে পারে।
  • SQL ডেটাবেজ থেকে তথ্য পুনরূদ্ধার করতে পারে।
  • SQL ডেটাবেজে তথ্য সংরক্ষন করতে পারে।
  • SQL ডেটাবেজে তথ্য হালনাগাদ করতে পারে।
  • SQL ডেটাবেজ থেকে তথ্য মুছে ফেলতে পারে।
  • SQL ডেটাবেজের মধ্যে তথ্য সংরক্ষণ পদ্ধতি তৈরি করতে পারে।
  • SQL ডেটাবেজের ভিউ(view) তৈরি করতে পারে।
  • SQL ডেটাবেজে টেবিল, কার্যপ্রনালী এবং ভিউ এর উপর পারমিশন সেট করতে পারে।
  • SQL ডেটাবেজে যে কোন কার্য-সম্পাদন করতে পারে।

SQL একটি স্ট্যান্ডার্ড

SQL ভাষা ANSI(American National Standards Institute) স্ট্যান্ডার্ড হওয়া সত্ত্বেও এর কিছু ভিন্ন ভার্সনও রয়েছে।

যাইহোক, ANSI স্ট্যান্ডার্ড মেনে চলার জন্য SQL এর সকল ভার্সন-ই প্রধান প্রধান কমান্ড-সমূহ যেমন- CREATE, SELECT, UPDATE, DELETE, INSERT, WHERE ইত্যাদি সাপোর্ট করে।


ওয়েব সাইটে SQL এর ব্যবহার

ডেটাবেজ থেকে তথ্য দেখাবে এমন একটি ওয়েব-সাইট তৈরী করতে যা প্রয়োজন হবেঃ

  • একটি RDBMS ডেটাবেজ প্রোগ্রাম। যেমন- MS Access, SQL Server, MySQL ইত্যাদি।
  • একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ভাষা। যেমন- PHP অথবা ASP
  • ডেটাবেজ থেকে যে কোনো তথ্য পেতে আপনাকে SQL(Sql) ব্যবহার করতে হবে।
  • এছাড়া ডায়নামিকভাবে তথ্য এক্সেস করতে চাইলে SQL এর সাথে Ajax অথবা Jquery-ও ব্যবহার করতে পারেন।

RDBMS

RDBMS এর পূর্ণরূপঃ Relational Database Management System.

RDBMS হলো SQL এর ভিত্তি এবং সকল মর্ডান ডেটাবেজ সিস্টেমেরও ভিত্তি। যেমন- MS SQL Server, IBM DB2, Oracle, MySQL এবং Microsoft Access।

তথ্য-সমূহ RDBMS ডেটাবেজ এর অবজেক্টে সংরক্ষিত থাকে, আমাদের কাছে এই অবজেক্টগুলো টেবিল নামে পরিচিত। একটি টেবিল সম্মন্ধযুক্ত কিছু তথ্যের(data) সংগ্রহ যা কলাম(field) এবং সারি(tuple/record) নিয়ে গঠিত। আমাদের সকল তথ্য ডেটাবেজের এই কলাম এবং সারির মধ্যেই সংরক্ষিত হয়/থাকে।

 

এসকিউএল টিউটোরিয়াল লিস্ট


এসকিউএল ব্যাসিক টিউটোরিয়াল

হোম-Home সিনটেক্স-Syntax ডেটাবেস তৈরী-Create DB টেবিল তৈরী-Create Table ড্রপ-Drop সিলেক্ট-Select ইনসার্ট ইন্টু-Insert Into এসকিউএল-Where এসকিউএল-And এবং Or আপডেট-Update ডিলিট-Delete লাইক-Like সিলেক্ট টপ-Select Top অর্ডার বাই-Order By গ্রুপ বাই-Group By ডিস্টিংক্ট-Distinct সিলেক্ট ইন্টু-Select Into ইনসার্ট ইন্টু সিলেক্ট-Insert Into Select এসকিউএল-Not Null ইউনিক-Unique ডিফল্ট-Default চেক-Check প্রাইমারি কি-Primary Key ফরেন কি-Foreign Key এসকিউএল-In এসকিউএল-Between এসকিউএল-Auto Increment

 

এসকিউএল ডাটাবেস টিউটোরিয়াল

কনস্ট্রেইন্ট-Constraints এসকিউএল-Joins এসকিউএল-Inner Join এসকিউএল-Left Join এসকিউএল-Right Join এসকিউএল-Full Join এসকিউএল-Union এসকিউএল-Null Values এসকিউএল-Null Functions এসকিউএল-Aliases এসকিউএল-Create Index এসকিউএল-Alter এসকিউএল-Views এসকিউএল-Having এসকিউএল-Wildcards এসকিউএল-Dates এসকিউএল-Data Types

 

এসকিউএল ফাংশন টিউটোরিয়াল

এসকিউএল-Functions এসকিউএল-Avg() এসকিউএল-Count() এসকিউএল-First() এসকিউএল-Last() এসকিউএল-Max() এসকিউএল-Min() এসকিউএল-Sum() এসকিউএল-Ucase() এসকিউএল-Lcase() এসকিউএল-Mid() এসকিউএল-Len() এসকিউএল-Round() এসকিউএল-Now() এসকিউএল-Format()

 

অ্যাডভান্স এসকিউএল টিউটোরিয়াল

এসকিউএল-অস্থায়ী(Temporary) টেবিল এসকিউএল-Injection এসকিউএল-Hosting

common.content_added_and_updated_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion