HTML এলিমেন্টকে আরও আকর্ষণীয় করে উপস্থাপন করার জন্য আপনি এটির চারপাশে বর্ডার ব্যবহার করতে পারেন।
আর বর্ডারকে আরও আকর্ষণীয় করে তুলার জন্য বর্ডার-ইমেজ ব্যবহার করতে পারেন। সিএসএস(৩) border-image
প্রোপার্টির মাধ্যমে আপনি এই কাজটি খুব সহজেই করতে পারবেন।
border-image
প্রোপার্টিসিএসএস(৩) border-image
প্রোপার্টির মাধ্যমে আপনি একটি এলিমেন্টের চারপাশে বর্ডার হিসেবে ইমেজ ব্যবহার করতে পারেন।
বর্ডার ইমেজ প্রোপার্টির ৩টি অংশ থাকেঃ
উদাহরণ হিসেবে আমরা নিম্নের "border_image.jpg" ইমেজটি ব্যবহার করে বর্ডার তৈরি করবোঃ
ইমেজটির চারটি কর্ণার উক্ত বডারের চার কর্ণারে অবস্থান নিবে এবং ইমেজের মাঝের অংশটি নির্দেশিত উপায়ে বর্ডারের মাঝখানের অংশে রিপিট বা প্রসারিত হবে।
নোটঃ কোনো এলিমেন্টে border-image
প্রোপার্টি ব্যবহার করতে হলে, প্রথমে ঐ এলিমেন্টে border
প্রোপার্টি সেট করতে হবে।
kt_satt_skill_example_id=1327
নিচের উদাহরণে ছবির মাঝের অংশকে প্রসারিত করে বর্ডার তৈরি করা দেখানো হলোঃ
kt_satt_skill_example_id=1328
নোটঃ border-image
প্রোপার্টিটি border-image-source
, border-image-slice
, border-image-width
, border-image-outset
এবং border-image-repeat
প্রোপার্টি গুলো একত্রে সেট করার জন্য একটি সংক্ষিপ্ত প্রোপার্টি।
স্লাইস ভ্যালু সম্পূর্ণ বর্ডারকেই পরিবর্তন করে দিতে পারে। নিম্নে বিভিন্ন ধরনের স্লাইস ভ্যালুর ব্যবহার দেখানো হলোঃ
kt_satt_skill_example_id=1330
border-image
প্রোপার্টির ভ্যালু হিসেবে linear-gradient()
ব্যবহার করে এইচটিএমএল এলিমেন্টে গ্রাডিয়েন্ট বর্ডার সেট করা যায়।
kt_satt_skill_example_id=1334
Read more