ফার্ম মেশিনারি শপে কাজ করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। অন্যথায়, বিভিন্ন প্রকার দুর্ঘটনা ঘটতে পারে। যেমন-
১. ঢিলা পোশাক পরে কাজ করতে গিয়ে ইঞ্জিন বা মেশিনের ঘুর্ণায়মান অংশের সাথে আটকে শিক্ষ মারাত্মকভাবে আহত হতে পারে। এমনকি মৃত্যুও হতে পারে ।
২. ফার্ম মেশিনারি শপে ধাতব দ্রব্যাদি কাটাকাটির সময় কর্তিত ধাতব টুকরা ছিটকে বেশ অনেক দূর পর্যন্ত যেতে পারে । এসব ধাতব টুকরা ছিটকে এসে লাগলে শিক্ষার্থীর চোখ নষ্ট হয়ে যেতে পারে ।
৩. ফার্ম বা মেশিনে শপে খালি পায়ে বা হালকা চপ্পল অথবা পাতলা ক্যানভাস জুতা পরিধান করে থাকলে ওয়ার্কশপের মেঝেতে পড়ে থাকা তীক্ষ্ণ ধাতব টুকরা পায়ের তলায় পড়ে পাতলা জুতা ভেদ করে পায়ে বিশ্বে যেতে পারে ।
৪. ধারালো ধাতব পাত, টুকরা, বিশেষ করে হাতল ছাড়া ফাইল ব্যবহার করা উচিত নয়। এতে ধারালো ফাইলের ট্যাং হাতে বিধে যেতে পারে ।
৫. ফার্ম মেশিনারি শপের মেঝেতে তেল, ইঞ্জিন অয়েল, গ্রিজ ইত্যাদি তৈলাক্ত পদার্থ পড়ে থাকলে যে কেউ সেখানে পা পিছলে পড়ে গিয়ে আহত হতে পারে।
৬. লোহার যে কোনো ধাতবদত্ত, টুকরা বা যন্ত্রাংশ মেঝেতে পড়ে থাকলে হাঁটতে গিয়ে যে কেউ এগুলোর সাথে। হোঁচট খেয়ে পড়ে যেতে পারে এবং তাতে মারাত্মক আহত হতে পারে।
৭. বৈদ্যুতিক সংযোগ ঢিলা থাকার কারণে অথবা খোলা তারে স্পর্শ লেগে ইলেকট্রিক শক্ লাগতে পারে ।
৮. ওয়ার্কশপে পেট্রোল, ডিজেল, স্পিরিট ইত্যাদি দাহ্য পদার্থ থাকা অবস্থায় ওয়ার্কশপের ভেতরে ধূমপান করার কারণে অনেক সময় আগুন লেগে যেতে পারে। এতে জীবন এবং সম্পদ উভয়ের ওপর বিপদ নেমে আসতে পারে।
৯. ফার্মশপের মেঝে থেকে ভারি যন্ত্র বা যন্ত্রাংশ খুব বেশি ভারি হলে তা পড়ে গিয়ে পায়ে যখম হতে পারে এবং যন্ত্রাংশ নষ্ট হয়ে যেতে পারে।
১০. চলন্ত অবস্থায় কোনো যন্ত্র বা মেশিন পরিষ্কার করতে গেলে ঘূর্ণায়মান যন্ত্রের সাথে হাত বা শরীর যখম হতে পারে। তাই প্রতিটি কারিগরের উচিৎ ফার্মপপ বা কারখানায় কাজ করার সময় মেশিন ও যন্ত্রপাতির অবস্থান ও তার কার্যকারিতা সঠিক আছে কিনা তা প্রথমে যাচাই করে নেয়া।
Read more