ফার্ম শপ ও মেশিনারিসরে পরিষ্কার পরিকল্পতার ( Importance of Cleanliness Farm shop and machinery) (২.৫)

এসএসসি(ভোকেশনাল) - ফার্ম মেশিনারি-১ প্রথম পত্র (নবম শ্রেণি) | - | NCTB BOOK

ওয়ার্কশপে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ, এর সাথে ওরাকলগে কর্মরত কর্মীর নিরাপত্তা, ওয়ার্কশপের নিরাপত্তা ও মেশিনের নিরাপত্তা নির্ভরশীল। পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু বিষয় নিম্নে উল্লেখ করা হলো:
ক) পরিষ্কার পোশাক পরিধান করে ওয়ার্কশপে কাজ করতে হবে। 
গ) হাতের নখ ও মাথার চুল ছোট রাখতে হবে। 
গ) যন্ত্রপাতি ও মেশিন পরিষ্কার রাখতে হবে।
ঘ) প্রতিটি হ্যান্ড টুলস কাজ শেষে ভালোভাবে পরিষ্কার করে যথাস্থানে সংরক্ষণ কতে হবে। 
ঙ) কোনো জায়গায়, টুল বা মেটাল পিস যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা উচিৎ নয়। নির্দিষ্ট স্থানে এগুলো ভালোভাবে গুছিয়ে রাখতে হবে। 
চ) খালি হাতে কোনো টুলস পরিষ্কার করা ঠিক নয়। এতে দুর্ঘটনা ঘটতে পারে। এর জন্য নির্ধারিত পরিষ্কার ন্যাকড়া, জুট বা ব্রাস দিয়ে পরিষ্কার করতে হবে । 
ছ) ড্রিলিং বা কাটিং চিপস্ কোনো সময় খালি হাতে পরিষ্কার করা উচিত নয়। নির্ধারিত ব্রাস দিয়ে এখনো পরিষ্কার করতে হবে 
জ) যে সব টুলস তেল দিয়ে পরিষ্কার করা হয় তাতে তেল দিয়ে সংরক্ষণ করতে হবে। 
ঝ) গুয়ার্কশপের মেঝে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ।

common.content_added_and_updated_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion