আন্তর্জাতিক সংগঠন

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
common.please_contribute_to_add_content_into আন্তর্জাতিক সংগঠন.
Content

জাতিপুঞ্জ ও জাতিসংঘ

common.please_contribute_to_add_content_into জাতিপুঞ্জ ও জাতিসংঘ.
Content

জাতিসংঘ

১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ গঠিত হয়। জাতিসংঘ রাতারাতি প্রতিষ্ঠিত হয়নি। ১১ টি সম্মেলনের মধ্য দিয়ে। জাতিসংঘ প্রতিষ্ঠিত জাতিসংঘের পাঁচটি সদস্য (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চান) এর বিশেষ ক্ষমতা (Veto Power) রয়েছে, যে ক্ষমতার বলে এই পাঁচ সদস্যের যে কেউ জাতিসংঘের যেকোন সিদ্ধান্তকে নাকচ করে দিতে পারে।

 

জেনে নিই 

  •  জাতিসংঘ হলো বিশ্বের স্বাধীন দেশসমূহের সর্বোচ্চ- আন্তর্জাতিক সংঘ।
  •  জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত- ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
  • জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় অবস্থিত জেনেভায় (সুইজারল্যান্ড)।
  •  জাতিসংঘ গঠন সংক্রান্ত আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়- ১৪ আগস্ট ১৯৪১।
  • জাতিসংঘ সনদ কার্যকরী হয় ২৪ অক্টোবর ১৯৪৫ সালে ৫১টি সদস্য রাষ্ট্র নিয়ে।
  • জাতিসংঘের নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট (১ জানুয়ারি ১৯৪২)।
  •  ১৯৪৫ সালে ৫১তম দেশ হিসেবে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে- পোল্যান্ড ।
  •  জাতিসংঘের আয়ের উৎস সদস্য দেশসমূহের চাঁদা, বাজেট ঘোষিত হয় -দু'বছরে একবার।
  •  জাতিসংঘের সর্বশেষ ১৯৩ তম সদস্য দেশ দক্ষিণ সুদান।
  •  প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয় ২৪ অক্টোবর।
  •  জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি-(ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
  • জাতিসংঘ সনদের রচয়িতা- আর্কিবেন্ড ম্যাকলিস (Archibald Macleish)
  • জাতিসংঘের পতাকা হালকা নীল রঙের মাঝে একটি সাদা বৃত্ত এবং বৃত্তের মাঝখানে প্রতীক ।
  • প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়- ১৯৭৫ সালে মেক্সিকো সিটিতে 1 
  • জাতিসংঘের সদস্য নয় যেসব দেশ তাইওয়ান, ভ্যাটিকান, কসোভো এবং ফিলিস্তিন।
  • জাতিসংঘ বিশ্ববিদ্যালয়- টোকিও, জাপানে অন্যদিকে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোস্টারিকাতে।
common.content_added_by
Content updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

নিরাপত্তা পরিষদ

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য- ৫টি

১. যুক্তরাষ্ট্র

২. যুক্তরাজ্য

৩. ফ্রান্স

৪. রাশিয়া

৫. চীন 

 

জেনে নিই 

  • তাইওয়ান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ছিল, ১৯৭১ সালে তাদের স্থলাভিষিক্ত করা হয় চানকে।
  • জাতিসংঘের অস্থায়ী সদস্য- ১০টি। 
  • অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য ।
  • নিরাপত্তা পরিষদে সর্বোচ্চবার অস্থায়ী সদস্য (১১ বার) নির্বাচিত হয়েছে জাপান ও ব্রাজিল 
  •  জাতিসংঘ স্থায়ী সদস্যগণ ভেটো ক্ষমতা সম্পন্ন।
  • Veto ল্যাটিন ভাষার শব্দ যার অর্থ "আমি এটা মানি না” ।

 

common.content_added_by

সাধারণ পরিষদ

জাতিসংঘের আলাপ-আলোচনার মূল সভা সাধারণ পরিষদ। প্রতিবছর সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। অধিবেশনে প্রতিটি দেশ সর্বোচ্চ প্রতিনিধি পাঠাতে পারে ৫ জন। সাধারণ পরিষদের যে পাঁচটি আঞ্চলিক এলাকা থেকে পালাক্রমে নির্বাচিত হন সেগুলো হলো এশিয়া, আফ্রিকা, পূর্ব ইউরোপ, ল্যাটিন আমেরিকা এবং পশ্চিম ও অন্যান্য দেশ।

 

নারী সভাপতি ও ন্যায়পাল

জাতিসংঘ সাধারণ পরিষদে দায়িত্ব পালনকারী নারী সভাপতি তিন জন ।

  •  ভারতের বিজয়লক্ষ্মী পণ্ডিত (১৯৫৩)
  •  লাইবেরিয়ার অ্যাজি বুক (১৯৬৯)
  • বাহরাইনের সায়খা হায়া বিনতে রশিদ আল খলিফা (২০০৬) 
  •  প্রথম নারী ন্যায়পাল প্যাট্রিসিয়া ডুরাই (জ্যামাইকা)।
     
common.content_added_and_updated_by

অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

common.please_contribute_to_add_content_into অর্থনৈতিক ও সামাজিক পরিষদ.
Content

অছি পরিষদ

common.please_contribute_to_add_content_into অছি পরিষদ.
Content

আন্তর্জাতিক বিচারালয়

common.please_contribute_to_add_content_into আন্তর্জাতিক বিচারালয়.
Content

জাতিসংঘ ভবন

  • আটলান্টিক মহাসাগর সাগরের তীরে অবস্থিত। 
  • জাতিসংঘ ভবন অবস্থিত- নিউইয়র্কের ম্যানহাটান শহরে অবস্থিত।
  • জাতিসংঘ মূলভবনে কার্যক্রম শুরু হয় ১৯৫২ সালে থেকে।
  • বর্তমান জাতিসংঘ ভবনের জমি দান করেন- রকফেলার।
  • জাতিসংঘ ভবনের প্রধান স্থপতি- অস্কার নাইমিয়ার (ব্রাজিল)।
  • জাতিসংঘে আঞ্চলিক দপ্তর আছে তিনটি- নাইরোবি (কেনিয়া), জেনেভা (সুইজারল্যান্ড), ভিয়েনা (অস্ট্রিয়া)

 

common.content_added_by

G-4 nations

  •  গঠিত হয়- ২০০৫ সালে।
  • সদস্য- জাপান, জার্মানি, ব্রাজিল ও ইন্ডিয়া।
  • উদ্দেশ্য- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যপদ পেতে আগ্রহী
common.content_added_by

জাতিসংঘের সদস্য

  • বর্তমান সদস্য রয়েছে- ১৯৩ টি রাষ্ট্র। 
  •  প্রতিষ্ঠাকালীন সদস্য- ৫১ টি ।
  •  ৫১ তম সদস্য রাষ্ট্র হিসেবে স্বাক্ষর করে- পোলান্ড।
  • ১৯৩ তম সদস্যপদ গ্রহন করে দক্ষিণ সুদান (২০১১)।
  •  ১৩৬ তম সদস্য দেশ হিসাবে বাংলাদেশ জাতিসংঘের তালিকাভূক্ত হয়।
  •  ২৯ তম অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে।
  • ২৯ তম অধিবেশনে বাংলাদেশের সাথে গ্রানাডা ও গিনি বিসাউ সদস্যপদ লাভ করে।
  • আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর সদস্যপদ লাভ করে 
  • ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর শেখ মুজিবুর রহমান সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ প্রদান করেন ।
common.content_added_by

শান্তিরক্ষী মিশন ও বাংলাদেশ

  • জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী গঠিত হয়- ১৯৪৮ সালে ।
  • জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে- ১৯৮৮ সালে।
  •  জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশনের নাম- UN Truce Supervision Organization.
  • জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথম নারী শান্তিরক্ষী গ্রহণ হয় ২০০৭ সালে, লাইবেরিয়ায়।
  • আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়- ২৯ মে। 
  •  জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত- কোস্টারিকায়।
  •  প্রথম জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে- ১৯৮৮ সালে।
  • UNIIMOG শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ প্রথম বাহিনী পাঠায় (ইরাক-ইরান) সংঘাত নিরসনে ।
  • বাংলাদেশ প্রথম শান্তি রক্ষা কার্যক্রমে মহিলা সৈন্য পাঠায় তিমুরে ১৯৯৯ সালে।
  • বাংলাদেশ পুলিশ বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেয়- ১৯৮৯ সালে।
  • বাংলাদেশ নৌ-বিমান বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেয়- ১৯৯৩সালে। 
  •  জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের এশীয় কার্যালয় অবস্থিত- ঢাকায় ।
common.content_added_by

মানবাধিকার ঘোষনাপত্র

মানবাধিকার সনদ (Universal Declaration of Human Rights) একটি ঘোষণাপত্র। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর পারিসে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারন পরিষদে এই ঘোষণা প্রদান করা হয়। প্রত্যেক মানুষের মানবাধিকার নিশ্চিতই এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

  • জাতিসংঘের মানবাধিকার চুক্তিটি হয়- ১৯৪৮ সালে। 
  •  চুক্তির অন্যতম কারণ- আরব-ইসরাইলের প্রথম যুদ্ধ (১৯৪৮)।
  • সার্বজনীন মানবাধিকার ঘোষণা হয়- ১০ ডিসেম্বর, ১৯৪৮ সালে ।
  • বিশ্ব মানবাধিকার দিবস- ১০ ডিসেম্বর।
  •  জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। 
  •  বিশ্বের সবচেয়ে বড় লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা- Amnesty International
  • Amnesty International প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে।
  •  বর্তমান বিশ্বের আলোচিত মানবাধিকার সংস্থা- Human Rights Watch (নিউইয়র্ক)
common.content_added_by

জাতিসংঘে বাংলাদেশ

  • সদস্যপদ লাভের জন্য আবেদন করে- ১৯৭২ সালে, ২ বছর যাবৎ পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ছিল ।
  • সদস্যপদ লাভ করে- ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর। 
  • যে অধিবেশনে সদস্য পদ লাভ করে- ২৯ তম অধিবেশনে ১৩৬তম সদস্যপদ লাভ করে ।
  • বাংলাদেশের সাথে যে দুটি দেশ সদস্যপদ লাভ করে- গ্রানাডা ও গিনি বিসাউ ।
  • জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি- এস. এ. করিম।
  • প্রথম নারী স্থায়ী প্রতিনিধি ছিলেন- ইসমত জাহান ।
  • জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি- রাবাব ফাতেমা।
  • CEDAW কমিটির প্রথম বাংলাদেশি সদস্য ছিলেন- সালমা খান ।
  • বাংলাদেশের পক্ষে সাধারণ পরিষদে সভাপতিত্ব করেন- হুমায়ূন রশীদ চৌধুরী (১৯৮৬ সালে)
  • বাংলাদেশ UNGA-এর অধিবেশনে ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করে- ১৯৮৬ সালে।
  • বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়- ২ বার; প্রথমবার (১৯৭৯-১৯৮০) সাল, দ্বিতীয়বার (২০০০-২০০১) সাল।
  • ২৯ তম অধিবেশনে শেখ মুজিবুর রহমান সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন- ১৯৭৪ সালে।
  • ফারাক্কা বিষয় প্রথম উত্থাপিত হয়- ১৯৭৬ সালে (৩১ তম অধিবেশনে)।
  •  উপমহাদেশ থেকে এ পর্যন্ত জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হন- হুমায়ুন রশীদ চৌধুরী, বিজয়লক্ষ্মী পন্ডিত ও স্যার জাফরুল্লাহ।
common.content_added_by

জাতিসংঘের চাঁদার পরিমান

  • একটি দেশ সর্বোচ্চ চাঁদা দিতে পারে স্বীয় বাজেটের ২৫%
  • সর্বোচ্চ চাঁদা দেয় যুক্তরাষ্ট্র, তাদের মোট বাজেটের ২২% 
  • বাংলাদেশ প্রদান করে মোট বাজেটেরে- ০.০১%

 

common.content_added_by

জাতিসংঘ প্রতিষ্ঠার সম্মেলন

জাতিসংঘ প্রতিষ্ঠার ১১ টি সম্মেলন

সম্মেলন

বিশেষত্ব

লন্ডন ঘোষণা (১৯৪১)

  •  জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ।
  •  লন্ডনের জেমস প্রাসাদে ঘোষণা করা হয়।
  • ঘোষণা করে ইউরোপের ৯টি দেশের প্রবাসী সরকার।

আটলান্টিক সনদ (১৯৪১)

  • জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম চুক্তি ও উদ্যোগ।
  • স্বাক্ষর করে- ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
  • এই সনদ স্বাক্ষরিত হয় 'প্রিন্সেস অব ওয়েলস' নামক ব্রিটিশ রণতরীতে।

ওয়াশিংটন ডিসি সম্মেলন (১৯৪২)

  • আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট জাতিসংঘের নামকরণ করেন
  • মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল, সোভিয়েত প্রতিনিধি লিটভিন এবং চীনের টি ভি মুগ্ধ জাতিসংঘ ঘোষনার দলিলে স্বাক্ষর করেন।

কাসাব্লাঙ্কা সম্মেলন (১৯৪২)

  • মরক্কোর অন্যতম শহর কাসাব্লাঙ্কা 
  • আফ্রিকার একমাত্র সম্মেলন।
  •  নাৎসিদের বিনা শর্তে আত্মসমর্পণে বাধ্য করাই এর মূল উদ্দেশ্য ছিল।

তেহরান সম্মেলন (১৯৪৩)

  •  ইরানের রাজধানী তেহেরানে অনুষ্ঠিত হয়।
  •  বিশ্বের সকল দেশকে সদস্য হওয়ার আহ্বান জানানো হয়।

মস্কো সম্মেলন (১৯৪৩)

  • সাবেক সোভিয়েত ইউনিয়ন ও বর্তমান রাশিয়ার রাজধানী মস্কো।
  •  Big-5 রাষ্ট্রের প্রধানরা মস্কোতে একত্রিত হন।
  •  ৭ দফা "Moscow Declaration" ঘোষনা করা হয়।

ভার্জিনিয়া সম্মেলন (১৯৪৩)

  • ভার্জিনিয়া আমেরিকার একটি অঙ্গরাজ্য।
  • বিশ্ব খাদ্য সংকট নিরসনে FAO গঠিত হয় ।

ব্রিটন উডস সম্মেলন (১৯৪৪)

  • IMF, IBRD & GATT (WTO) গঠনের সিদ্ধান্ত গ্রহণ।
  • ডলারকে আন্তর্জাতিক মুদ্রা ঘোষণা ।

ডাম্বারটন সম্মেলন (১৯৪৪)

  • নিরাপত্তা পরিষদ গঠন এবং ৫টি স্থায়ী সদস্য নির্ধারণ।
  • ১৯৪২ সালের United Nations Declaration টি UNO এ রূপান্তরিত।
  • নিরাপত্তা পরিষদ ও ECOSOC গঠনের সিদ্ধান্ত হয়।

ইয়ান্টা সম্মেলন (১৯৪৫)

  •  ইয়াল্টা শহর অবস্থিত – ইউক্রেনে।
  • ৫টি স্থায়ী দেশকে 'Veto' ক্ষমতা প্রদান ।
  •  Note: Veto ল্যাটিন শব্দ এর অর্থ "আমি ইহা মানি না ।

 

সানফ্রান্সিসকো সম্মেলন (১৯৪৫)

  •  জাতিসংঘ সনদ (১৯টি অধ্যায়) স্বাক্ষরিত হয় ২৬ জুন, ১৯৪৫ সালে।
  • সনদে স্বাক্ষর করেন সম্মেলনে উপস্থিত ৫০টি রাষ্ট্র।
  • পরবর্তীতে ১৫ অক্টোবর ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
  • ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে জাতিসংঘ সনদ কার্যকর করা হয়
  •  ২৪ অক্টোবরকে জাতিসংঘ দিবস বলা হয়।

 

 

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

জাতিসংঘের ভাষা

জাতিসংঘের ভাষা

১. ইংরেজি 

২. রুশ

৩. ফরাসি

৪. চাইনিজ

৫. স্প্যানিশ

৬. আরবি

  • জাতিসংঘের মোট ভাষা - ৬টি
  • কার্যকরী ভাষা- ২টি (ইংরেজি ও ফরাসি) 
  • জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষার প্রস্তাব করা হয় - বাংলাকে।

 

common.content_added_and_updated_by

জাতিসংঘের বিশেষায়িত সংস্থা

common.please_contribute_to_add_content_into জাতিসংঘের বিশেষায়িত সংস্থা.
Content

ব্রিটন উডস সম্মেলন

ব্রিটন উডস চুক্তিটি ১৯৪৪ সালের জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রিটন উভসে অনুষ্ঠিত জাতিসংঘের মুদ্রা ও আর্থিক সম্মেলনে সম্পাদিত হয়। ব্রিটন উডস চুক্তি একটি নতুন পদ্ধতি প্রতিষ্ঠা করেছিল যন্ত্র মাধ্যমে স্বর্ণকে সর্বজনীন মান হিসাবে ব্যবহার করে একটি নির্দিষ্ট মুদ্রা বিনিময় হার তৈরি করা যায়।

  • ব্রিটন উডস সম্মেলনটি হয়- ১৯৪৪ সালে। 
  • সদর দপ্তর ওয়াশিংটন ডি. সি (যুক্তরাষ্ট্র)।
  •  সদস্যপদ প্রত্যাহারকারী একমাত্র দেশ কিউবা।
  • যে সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়- ব্রিটন উত্স সম্মেলনের মাধ্যমে।
  • ব্রিটন উডস ইনস্টিটিউশন বলতে বুঝায়- ২ টি প্রতিষ্ঠানকে যথা: WB (IBRD) + IMF
common.content_added_by

বিশ্বব্যাংক গ্রুপ

  • প্রতিষ্ঠিত হয় ১৯৪৪ সালে।
  •  বিশ্বব্যাংক গ্রুপকে বলা হয়- Five Institutions, One Group.
  • ৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে বিশ্বব্যাংক গ্রুপ গঠিত :

IBRD (1944)

IFC (1956)

IDA (1960)

ICSID (1966)

MIGA (1988)

common.content_added_and_updated_by

জাতিপুঞ্জ

Great War বা মহাযুদ্ধের পরে বিশ্ব নেতারা একটি সার্বজনীন সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। এভাবেই ১৯২০ সালে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের ১৪ দফার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় জাতিপুঞ্জ। যুদ্ধ বিরতিসহ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই জাতিপুঞ্জ প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে জাতিপুঞ্জ তার লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে জাতিপুঞ্জ আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় ১৯৪৬ সালে।

 

জেনে নিই 

  • জাতিপুঞ্জের সদর দপ্তর ছিল - জেনেভা (সুইজারল্যান্ড) ।
  • জাতিপুঞ্জের চুক্তিপত্র গৃহীত হয়- ২৮ জুন, ১৯১৯ সালে। 
  • জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়- ১০ জানুয়ারি, ১৯২০ সালে।
  •  প্রতিষ্ঠার উদ্দেশ্য- প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা।
  • জাতিপুঞ্জ গঠনের উদ্দেশ্যে সম্মেলন হয়- ফ্রান্সের ভার্সাই নগরীতে।
  •  ১৪ দফা উত্থাপন করেন- উড্রো উইলসন।
  •  জাতিপুঞ্জ যে চুক্তির অন্তর্ভুক্ত ছিল ১৪ দফা।
  •  জাতিপুঞ্জের মূল সংস্থা ছিল- তিনটি যথা: সাধারণ সভা, দপ্তর ও পরিষদ। 
  •  যুক্তরাষ্ট্রের ২৮তম প্রেসিডেন্ট উড্রো উইলসন ছিলেন জাতিপুঞ্জের প্রস্তাবক ।
  •  লীগ অব নেশনস এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল- ৪২টি দেশ।
  • জাতিপুঞ্জের উদ্যোক্তা হয়েও সদস্য ছিল না- যুক্তরাষ্ট্র।
  •  লীগ অব নেশনস আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়- ১৯৪৬ সালের ২০ এপ্রিল।
common.content_added_by

জাতিসংঘের বিভিন্ন সংস্থা

সনদ অনুযায়ী জাতিসংঘের ছয়টি মূল অঙ্গ সংগঠন রয়েছে।

১. সাধারণ পরিষদ (General Assembly)

২. নিরাপত্তা পরিষদ (Security Council)

৩. অছি পরিষদ (Trusteeship Council)

৪.. আন্তর্জাতিক আদালত (ICJ)

৫. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)

৬. সচিবালয় (Secretariat )

 

জাতিসংঘের মূল সংস্থা ৬ টি

সাধারণ পরিষদ

  • প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার অধিবেশন শুরু হয়।
  • ১ বছরের জন্য একজন সভাপতি নির্বাচিত হয়।
  • বাংলাদেশ সভাপতিত্ব করে ১ বার, ১৯৮৬ সালে, ৪১তম অধিবেশনে।
  • জাতিসংঘের সর্বশেষ ৭৭তম অধিবেশন অনুষ্ঠিত হয়- ২০২২ সালে।

কাজ- নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচন, মহাসচিব নিয়োগ, নতুন সদস্য গ্রহণ, বাজেট দেন। কোন রাষ্ট্রকে বহিষ্কার করা।

নিরাপত্তা পরিষদ

  • প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল- ১১টি, বর্তমানে- ১৫ টি।
  • ৫ টি স্থায়ী, ১০ টি অস্থায়ী।
  • অস্থায়ী রাষ্ট্রগুলোর মেয়াদ ২ বছর।
  • বাংলাদেশ অস্থায়ী রাষ্ট্র ছিল ২ বার (১৯৭৯-৮০ ও ২০০০-০১) 

কাজ- আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তি, বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা 

অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

  • সদস্য ৫৪ টি দেশ।
  •  প্রতি বছর এক-তৃতীয়াংশ নতুন আসে এবং এক-তৃতীয়াংশ অবসরে যায়।
  •  অর্থাৎ প্রতি গ্রুপে থাকে ১৮ টি দেশ। 
  • আঞ্চলিক কমিশন ৫ টি যথাঃ

১. ECA Economic Commission of Africa. (আদ্দিস আবাবা, ইথিওপিয়া)

২. ECE Economic Commission of Europe. (জেনেভা, সুইজারল্যান্ড)। 

৩. ECLAC Economic Commission for Latin America and the Caribbean. (সান্টিয়াগো, চিলি)।

৪. ESCAP-Economic and Social Commission for Asia and the Pacific. (ব্যাংকক, থাইল্যান্ড)।

৫. ESCWA- Economic and Social Commission for Western Asia, (বৈরুত, লেবানন)।

কাজ- ভবনযাত্রার মান উন্নয়ন, বেকার সমস্যা সমাধান শিক্ষা প্রान ও বাহ বিভিন্ন তল্যাণমূলক কাজ |

অছি পরিষদ 

  • বর্তমানে কার্যক্রম স্থগিত।
  • নতুন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্যপদ দিতে সুপারিশ করা।
  • ১৯৯৪ সালে পালাউ এর স্বাধীনতার মধ্য দিয়ে কার্যক্রম স্থগিত হয় 

কাজ- অনুন্নত অঞ্চলের তত্ত্বাবধান, অন্তর্ভূক্ত অঞ্চলের উন্নতি ও অধিবাসীদের স্বাধীনতা। 

সচিবালয়

  • মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
  • প্রধান হলেন মহাসচিব।
  • বর্তমানে ৯ম মহাসচিব পর্তুগালের- এস্তনিও গুতেরেস।

কাজ- মহাসচিব ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে গঠিত, প্রধান থাকেন মহাসচিব যিনি ৫ বছরের জন্য নির্বাচিত হন।

আন্তর্জাতিক বিচারালয়

  • অবস্থান নেদারল্যান্ডের হেগ শহরে।
  • বিচারক ১৫ জন।
  • বিচারকের মেয়াদ ৯ বছর।
  • সভাপতির মেয়াদ ৩ বছর।

কাজ- এই আদালতে কোন ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায় না। কিন্তু আন্তর্জাতিক বিরোধের ক্ষেত্রে জাতিসংঘের যে কোন সদস্য রাষ্ট্র অন্য সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারবে।

 

common.content_added_by

United Nations Conference on Trade and Development (UNCTAD)

  • UNCTAD- United Nations Conference on Trade and Development.
  • সদর দপ্তর জেনেভা (সুইজারল্যান্ড)।
  • বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে - UNCTAD
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

ইউএনডিপি (UNDP)

  • UNDP- United Nations Development Programme.
  • দপ্তর- নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)। 
  • সূচকের নাম Human Development Index.
  • স্টোরকিপার MDG, SDG.
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

নিরাপদ পানি ও শৌচ ব্যবস্থা
নারী-পুরুষ সমতা
জনসংখ্যা নিয়ন্ত্রণ
প্রাথমিক শিক্ষা

FAO- Food and Agriculture Organization

  • FAO- Food and Agricultural Organization. 
  •  প্রতিষ্ঠিত হয়- ১৯৪৫ সালে।
  •  সদর দপ্তর- রোম (ইতালি)।
  •  FAO এর সদস্য নয় ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

রোম
কুইবেক
সিডনি
কোপেন হেগেন

UNWTO- World Tourism Organization

common.please_contribute_to_add_content_into UNWTO- World Tourism Organization.
Content

WIPO-World intellectual Property Organization

  • WIPO - World Intellectual Property Organization. 
  •  জাতিসংঘের মেধা সংরক্ষণ সংস্থা - WIPO.
  • সদর দপ্তর- জেনেভা (সুইজারল্যান্ড)
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

জ্যারেন টাং (সিঙ্গাপুর)
কামিল ইদ্রিস (সুদান )
লি জিমিং (চীন)
ফ্রান্সিস গুরি (অস্ট্রোলিয়া)
World Intellectual Property Organization
World Industrial Protection Organization
Water and Industrial Protection Organization
World International Property Organization .
World Industrial Pollution free Organization

UNHCR-United Nations High Commissioner for Refugees

  • UNHCR - United Nations High Commissions for Refugees,
  • জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ।
  • সদর দপ্তর- জেনেভা (সুইজারল্যান্ড)।
  • শান্তিতে নোবেল পুরস্কার পায় ২ বার (১৯৫৪ ও ১৯৮১ সালে) ।

 

common.content_added_by

IBRD - International Bank of reconstruction and development

  • প্রতিষ্ঠিত হয়- ১৯৪৪ সালে।
  • IBRD কার্যক্রম শুরু করে- ১৯৪৬ সালে।
  • বিশ্ব ব্যাংক বলতে মূলত বুঝায় = IBRD কে
  • উদ্দেশ্য- এটি মধ্যম আয়ের দেশ ও দরিদ্র দেশগুলোকে ঋণ ও আর্থিক সহায়তা দেয়। 

 

common.content_added_by

IFC- International Finance Corporation

  • প্রতিষ্ঠিত হয়- ১৯৫৬
  • উদ্দেশ্য- উন্নয়নশীল দেশের টেকসই উন্নয়নে বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করে।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

Indian Film Corporatin
Indian Forest Corporation
International Finance Corportion
International Food Company

ICSID - International center for settlement of Investment Disputes

  • প্রতিষ্ঠিত হয়- ১৯৬৬
  • উদ্দেশ্য- সরকার এবং বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি করতে কাজ করে।
common.content_added_by

IFAD

  • IFAD- International Fund for Agricultural Development.
  • সদর দপ্তর রোম (ইতালি)।
common.content_added_by

LAEA

common.please_contribute_to_add_content_into LAEA.
Content

UPU

  • UPU- Universal Postal Union.
  •  সদর দপ্তর- বার্ন (সুইজারল্যান্ড)।
  • প্রতিষ্ঠিত হয়- ১৮৭৪ সালে।
common.content_added_by

UNIDO

  • UNIDO- United Nations Industrial Development Organization
  • জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা - UNIDO. 
  •  সদর দপ্তর- ভিয়েনা (অস্ট্রিয়া)।

 

common.content_added_by

UNEP

  • UNEP- United Nations Environment Programme 
  •  জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ।
  • প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে স্টকহোম সামিটের মাধ্যমে। 
  •  সদর দপ্তর- নাইরোবি (কেনিয়া) ।

 

common.content_added_by

ICAO

  •  ICAO - International Civil Aviation Organization. 
  •  বিশ্ব বেসামরিক বিমান সংস্থা
  •  সদর দপ্তর মন্ট্রিল, কানাডা।
common.content_added_by

UNFPA

  • UNFPA- United Nations Fund for Population Activities.
  • জাতিসংঘের জনসংখ্য তহবিল।
  •  সদর দপ্তর- নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)
common.content_added_by

G-8

common.please_contribute_to_add_content_into G-8.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

চীন
মালয়েশিয়া
রাশিয়া
সিঙ্গাপুর
জার্মানি
অস্ট্রেলিয়া
রাশিয়া
ফ্রান্স

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল

  • TI-এর পূর্ণরূপ Transparency International.
  •  সদর দপ্তর- বার্লিন, জার্মানি।
  • TI হলো দুর্নীতিবিরোধী একটি বেসরকারি আন্তর্জাতিক সংস্থা। 
  • প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে ।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

ব্রাসেলস (বেলজিয়াম)
বার্লিন (জার্মানি)
জেনেভা (সুইওজারল্যান্ড)
লন্ডন (যুক্তরাজ্য)

Freedom House

common.please_contribute_to_add_content_into Freedom House.
Content

SAARC-সার্ক

SAARC- South Asian Association for Regional Co-operation (সার্ক) হলো দক্ষিণ এশিয়ার আটটি দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংগঠন। জনসংখ্যার ভিত্তিতে এটি সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন। ১৯৮০ সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশীয় দেশসমূহের মধ্যে সহযোগিতামূলক বাণিজ গড়ার প্রস্তাব করেন। বাংলাদেশের এ প্রস্তাব গ্রহণ করে ১৯৮১ সালে ভারত, পাকিস্তান ও শ্রীলংকা প্রতিনিধিগণ। কলোম্বোতে মিলিত হয়। পরিশেষে, ১৯৮৩ সালে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত সম্মেলনে এশিয়ার ৭টি দেশ নিয়ে সার্ক প্রতিষ্ঠিত হয়।

 

প্রধান উদ্দেশ্য- ৫টি

  • মানব সম্পদ উন্নয়ন 
  • যোগাযোগ
  • কৃষি ও পল্লী উন্নয়ন
  • স্বাস্থ্য ও জনসংখ্যা কার্যক্রম
  • বিজ্ঞান প্রযুক্তি ও আবহাওয়াবিদ্যা

 

সার্কের সদস্য দেশ- ৮টি

  1. বাংলাদেশ
  2. ভারত
  3. মালদ্বীপ
  4. ভুটান
  5. পাকিস্তান
  6. শ্রীলংকা
  7. নেপাল
  8. আফগানিস্তান

 

জেনে নিই 

  •  প্রতিষ্ঠিত হয়- ১৯৮৫ সালে ঢাকায়।
  • প্রধান উদ্যোক্তা- প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বাংলাদেশ)।
  • সার্কের সদরদপ্তর অবস্থিত- কাঠমুন্ডু, নেপাল।
  • সর্বশেষ সদস্য আফগানিস্তান (২০০৭)। 
  • মহাসচিব নির্বাচিত হয় ৩ বছরের জন্য।
  • প্রথম চেয়ারম্যান- হোসাইন মোহাম্মদ এরশাদ (বাংলাদেশ)।
  • প্রথম মহাসচিব- আবুল আসান (বাংলাদেশ)।
  • প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়- ১৯৮৫ সালে ঢাকায়।
  • প্রথম নারী মহাসচিব- ফাতিমা দিয়ানা সাঈদ। 
  • সার্ক ঘোষিত মীনা দিবস- ৮ ডিসেম্বর।
  • সার্কভুক্ত যে দেশের আয়তন প্রায় বাংলাদেশের সমান- নেপাল।
  • সার্ক সম্মেলনে যা করা যায়না- দ্বিপাক্ষিক আলোচনা।
  • SAARC এর অন্তর্ভুক্ত স্থলবেষ্টিত রাষ্ট্র- ৩টি (নেপাল, আফগানিস্তান, ভুটান)। 
  • সার্কের সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- ২০১৪ সালে; নেপালে। 
  • সম্মেলন বন্ধ আছে ২০১৬ সাল থেকে।

 

সার্কের বিভিন্ন সংস্থা

সার্কের সংস্থা অবস্থান
আবহাওয়া কেন্দ্র বিশ্ববিদ্যালয়ঢাকা, বাংলাদেশ
বিশ্ববিদ্যালয় নয়াদিল্লি, ভারত
ডকুমেন্টেশন
সাংস্কৃতিক কেন্দ্র শ্রীলংকায়
সার্ক কৃষি বিষয়ক কেন্দ্রঢাকা, বাংলাদেশ
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র গুজরাট, ভারত
মানব উন্নয়ন কেন্দ্রইসলামাবাদ, পাকিস্তান
সার্ক তথ্য কেন্দ্র নেপালে
  
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

তথ্য অধিদপ্তর
প্রেস কাউন্সিল
পিআইবি
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর

NAM-Non Aligned Movement

প্রতিষ্ঠার প্রেক্ষাপটঃ  বান্দুং সম্মেলন না যুদ্ধকালে পুঁজিবাদী দেশসমূহ NATO জোটে আর সমাজতান্তি Warsaw Pact গড়ে তোলে যা পৃথিবীতে দুই মেরুকরণ করে। ঠিক তখনই ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ার বারে ২৯টি দেশের প্রতিনিধি একটি সম্মেলনে মিলিত হয়ে একটি জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তোলার NAM, যা তৃতীয় বিশ্বের মুখপাত্র হয়ে কাজ করে।

 

জেনে নিই 

  •  পরিচয়ঃ স্নায়ু যুদ্ধকালীন জোট নিরপেক্ষ আন্দোলন
  •  Non-Aligned Movement- NAM
  •  সদস্য: ১২০টি দেশ ।
  • সদর দপ্তর: নাই [ অনানুষ্ঠানিক- জাকার্তা |
  • প্রথম সম্মেলন: বেলগ্রেডে, ১৯৬১ সালে।
  •  প্রতিষ্ঠা: ১৯৬১ সালে যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে
  • সর্বশেষ সদস্য ফিজি ও আজারবাইজান।
  • পর্যবেক্ষকঃ ১৭টি দেশ ১০টি সংস্থা।
  •  বাংলাদেশ সদস্যপদ লাভ ১৯৭৩ সালে আলজিয়ার্সে অনুষ্ঠিত ন্যামের ৪র্থ সম্মেলনে সদস্য হয় বাংলাদেশ।


উদ্যোক্তাঃ 

  • মার্শাল টিটো (যুগোপ্রোভিয়া)
  • ড. আহমেদ সুকর্ণ (ইন্দোনেশিয়া) 
  •  জওহর লাল নেহরু (ভারত)
  • জামাল আবদেল নাসের (মিশর)
  • কাউমি নজুমা (ঘানা) 
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

AUKUS

common.please_contribute_to_add_content_into AUKUS.
Content

BRICS

ব্রিকস (BRICS) হলো ব্রাজিল (Brazil), রাশিয়া (Russia), ভারত (India), চীন (China) (South Africa) এ ৫টি দেশের ইংরেজি আদ্যক্ষর নিয়ে গঠিত সংস্থা।

  •  গঠিত হয় ১৬ মে ২০০৮।
  •  পূর্ব নাম ব্রিক (BRIC) |
  •  BRICS refers to the following states Brazil, Russia, India, China & South Africa 
  •  New Development Bank (NDB) প্রতিষ্ঠিত হয়- ২০১৫ সালে।
  •  সদর দপ্তর- সাংহাই, চীন।
common.content_added_and_updated_by

# বহুনির্বাচনী প্রশ্ন

An acronym for Brazil, India, China and South Africa
An acronym for Bangladesh, Russia, Indoneshia, China, Singapore
An acronym for Brazil, Russia, India, China, South Africa
An acronym for Brazil, Russia, India, China and Singapore.

USMCA

  • USMCA-এর পূর্ণরূপ — United States, Mexico and Canada Agreement 
  •  USMCA কার্যকর হয় ১ জুলাই ২০২০।
  •  NAFTA-এর স্থলাভিষিক্ত সংস্থা – USMCA

 

common.content_added_by

হিউম্যান রাইটস ওয়াচ (Human Rights Watch)

  •  যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা
  •  সদর দপ্তর নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
  •  প্রতিষ্ঠা- ১৯৭৮ সালে।

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion