ইউরোপ মহাদেশের বিখ্যাত স্থান

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
  • প্যারিস - সীন নদীর তীরে অবস্থিত। ফ্রান্সের রাজধানী এবং মনোরম শহর। এখানে মোটরগাড়ি নির্মাণ কারখানা এবং কাগজ ও চিনির কল রয়েছে।
  • এলিসি প্রাসাদ - এলিসি প্রাসাদ ফ্রান্সে অবস্থিত। এটি ফরাসী প্রেসিডেন্টের সরকারী বাসভবন।
  • ইন্ডিয়া হাউস - এটি ইংল্যান্ডে অবস্থিত।
  • জুরিখ - সুইজারল্যান্ডের বৃহত্তম শহর এবং প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র ।
  • জেনেভা - সুইজারল্যান্ডের একটি স্বাস্থ্যকর স্থান। সূক্ষ্ম বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও ঘড়ি নির্মাণের জন্য প্রসিদ্ধ । এটি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনের কেন্দ্রস্থল।
  • ভিয়েনা - দানিয়ুব নদীর উপত্যকায় অবস্থিত ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী। এটি অস্ট্রিয়ার প্রধান শহর ও শিল্প কেন্দ্র। মস্কো, রো, প্যারিস, প্রভৃতি শহর থেকে ইউরোপের আটটি বিশিষ্ট রেলপথ এ শহরে এসে মিলিত হয়েছে। এজন্য ভিয়েনাকে ইউরোপের প্রদ্বার বলা হয়।
  • ড্যান্ডি যুক্তরাজ্যের উত্তর-পূর্ব উপকূলে স্কটল্যান্ডে অবস্থিত সামুদ্রিক বন্দর এবং পাট শিল্প কেন্দ্র।
  • ভেনিস পো নদীর মোহনায় প্রায় ১২৩ টি দ্বীপের উপর নির্মিত। এ শহর ইতালীর একটি প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র। ভেনিসের প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবী বিখ্যাত ।
  • জিব্রাল্টার- ভূ-মধ্য সাগরের তীরে জিব্রাল্টার প্রাণালীর মুখে ৪২৭ মিটার উচ্চতায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ব্রিটিশ সামরিক ঘাঁটি এবং নৌবহর কেন্দ্র।
  • হামবুর্গ – এলবা নদীর তীরে অবস্থিত হামবুর্গ জার্মানির বৃহত্তম বন্দর। কিয়েভ খাল দ্বারা এটি বারটি সাগরের সাথে যুক্ত।
  • ওয়েষ্ট মিনিষ্টার অ্যাবে – লন্ডনে ব্রিটিশ রাজা/রাণীদের অভিষেক অনুষ্ঠানের স্থান এবং বিশিষ্ট ব্যক্তিদের সমাধি ক্ষেত্র।ওয়েষ্ট মিনিষ্টার লন্ডনে অবস্থিত। এখানে ব্রিটিশ পার্লামেন্ট ভবন অবস্থিত।
  • মাদাম তুসো - লন্ডনে অবস্থিত। বিশিষ্ট ব্যক্তিদের মোম দ্বারা তৈরী মূর্তির সংগ্রহ কেন্দ্র। পৃথিবীর বিখ্যাত রাজনৈতিক, কবি, সাহিত্যিকসহ বিশিষ্ট ব্যক্তিদের মোমের মূর্তি এখানে সংরক্ষিত রয়েছে।
  • গ্রীনিচ লন্ডনে মানমন্দির ও হাসপাতালের জন্য প্রসিদ্ধ। মূল মধ্যরেখা এ স্থানের উপর দিয়ে গিয়েছে।
  • আল-হামরা - স্পেনে অবস্থিত, মুসলিম মুর শাসনামলে মুসলিম স্থাপত্যের আদর্শে নির্মিত মনোরম রাজপ্রাসাদ।
  • হাইড পার্ক - লন্ডনে অবস্থিত একটি বিখ্যাত পার্ক। এখানে স্বাধীনভাবে যে কেউ যে কোন বিষয়ে বক্তৃতা দিতে পারে বলে এর অপর নাম মুক্তাঙ্গন।
  • ক্রেমলিন - মস্কোতে অবস্থিত রুশ সরকারের প্রধান কার্যালয়। সুরম্য অট্টালিকা পরিবেষ্টিত। পূর্বে এটাকে জার সম্রাটগণ প্রাসাদ হিসেবে ব্যবহার করতেন
  • রেড স্কয়ার মস্কোর ক্রেমলিন প্রাসাদের পাশে অবস্থিত। এখানে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা ভলাদিমির ইলিচ লেনিনের সমাধি রয়েছে। স্পার্টা-গ্রীসের একটি প্রাচীন শহর। এখানে মালিকদের সাথে দাসদের প্রচন্ড যুদ্ধ হয়েছিল।
  • বার্লিন প্রাচীর – ১৯৬১ সালের ১৩ ও ১৪ আগস্ট পূর্ব ও পশ্চিম, বার্লিনের মধ্যে এই প্রাচীর নির্মিত হয়। পূর্ব জার্মান নাগরিকগণ যাতে পশ্চিম জার্মানে প্রবেশ করতে না পারে, সেজন্য তদানীন্তন পূর্ব জার্মান সরকার এ প্রাচীর নির্মান করেন। মূলত, বার্লিন প্রাচীর ঠান্ডা যুদ্ধের অন্যতম প্রতীকে পরিণত হয়েছিল। ১৯৮৯ সালে ইউরোপে সমাজতন্ত্রের পতনের পটভূমিতে বার্লিন প্রাচীরের পতন ঘটে। এবং জার্মান পুনঃএকত্রীকরণের পথ সুগম হয়।
common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion