পঞ্চম শতাব্দীতে যখন রোমান সাম্রাজ্যের পতন ঘটে, তখন প্রদেশগুলো শান্তি-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়ে পরে এবং সেগুলো দস্যু | কবলিত হয়ে পরার ফলে পৃথিবীর ইতিহাসে প্রথম সামন্ত প্রথার | সূত্রপাত ঘটে ইতালিতে। পঞ্চম থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত সামন্ত সমাজব্যবস্থা শক্তিশালী রূপ লাভ করে, পরবর্তীতে রেঁনেসার মধ্য দিয়ে সামন্ত প্রথার বিলুপ্তি ঘটে। সান মারিনো ও ভ্যাটিকান সিটি নামের দুটি স্বাধীন রাষ্ট্র ইতালি অধিভুক্ত। ভ্যাটিকান সিটি, রোম শহরের সীমার মধ্যে একটি স্বাধীন দেশ, একটি শহরের মধ্যে একটি দেশের বিদ্যমান থাকার একমাত্র উদাহরণ এটি। এই কারণে রোমকে দুই রাষ্ট্রের রাজধানীও বলা হয়।
জেনে নিই
Read more