কর্মক্ষেত্রে কাজ করার জন্য প্রয়োজনীয় মালামাল (৩.১.৩)

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-২ দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | - | NCTB BOOK

৩.১.৩ কর্মক্ষেত্রে কাজ করার জন্য প্রয়োজনীয় মালামাল

ম্যাগনেটিক কন্টাক্টর (Magnetic Contactor)

যে ডিভাইস চুম্বক বলয়ের মাধ্যমে এপ্লায়েন্সেস সমুহকে বৈদ্যুতিক সংযোগ প্রদান করা হয় তাই ম্যাগনেটিক কন্টাক্টর। সাধারণত বেশি ক্ষমতা সম্পন্ন তিন ফেজ বৈদ্যুতিক লাইনে ব্যবহার হয়। ম্যাগনেটিক কন্ট্যাক্টর এর মাধ্যমে সিস্টেম কে নিরাপদ ভাবে চালনা করা হয়। এর মাধ্যমে কম অ্যাম্পিয়ারের সুইচ ব্যবহার করে বৃহৎ আকৃতির কমার্শিয়াল ইউনিট পরিচালনা করা হয়।

ম্যাগনেটিক কন্ট্যাক্টার এর অংশ সমূহ নিম্নে দেয়া হল-

ইলেকট্রিক কন্ট্যাক্টরের প্রকারভেদ (Types of electric contactors)

বিভিন্ন প্রকার বিদ্যুৎ ব্যবস্থা দিয়ে সিস্টেমের যন্ত্রপাতি পরিচালিত হয়। যেমন: এসি, ডিসি, সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ ইত্যাদি। বিদ্যুৎ ব্যবস্থার বিভিন্নতা, পরিচালনা, গোলের সংখ্যা ইত্যাদির উপর ভিত্তি করে কন্ট্যাক্টরের প্রকারভেদ করা হয়। ক) গোলের দিক থেকে কন্ট্যাক্টর চার প্রকারঃ

  • দুই পোল কন্ট্যাক্টর
  • তিন পোল কন্ট্যাক্টর 
  • চার পোল কন্ট্যাক্টর 
  • পাঁচ পোল কন্ট্যাক্টর

খ) পরিচালনার দিক থেকে কন্ট্যাক্টর দুই প্রকার:

  • হস্ত চালিত (Manual operated) 
  • স্বয়ংক্রিয় চালিত (Automatic operated)

গ) ফেজের উপর ভিত্তি করে কন্ট্যাক্টর দুই প্রকার:

১.সিঙ্গেল ফেজে ব্যবহৃত কন্ট্যাক্টর। 

২. থ্রি ফেজে ব্যবহৃত কন্ট্যাক্টর ।

ইলেকট্রিক কন্ট্যাক্টরের কার্যপ্রণালী

যে পদ্ধতিতে কন্ট্যাক্টর কার্যপোযোগি হয়ে সিষ্টেমের মোটর পরিচালনা করে তাকে ইলেকট্রিক কন্ট্যাক্টরের কার্যপ্রণালী বলে।

কন্ট্যাক্টরের অংশ সমূহ হল-

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion