ভ্যাকুয়াম পাম্প (Vacuum Pamp)
সিস্টেমের বায়ু শুন্য করার জন্য ভ্যাকুয়াম পাম্প দরকার হয়। এই ক্ষেত্রে অবশ্যই বায়ুমণ্ডলীয় চাপ সমন্ধে ভালো ধারণা থাকা দরকার। বায়ুমণ্ডলীয় চাপ সাধারণত তিন প্রকার- অ্যাবসুলেট প্রেশার, অ্যাটমোসফেরিক প্রেশার, গেইল প্রেশার।
ভ্যাকুয়াম পাম্প দিরে, সিস্টেম থেকে আমরা অ্যাটমোসফেরিক প্রেশার শূন্য করি। বাবু শূন্য চাপমাপার যন্ত্রে থেকে ৩০ inHg, 0 থেকে ৭৬ cmHg এবং ০ থেকে ১০০Kpa মিটারের পায়ে দাগ কাটা থাকে। এখানে চাপের একক inHg ইঞ্চি অফ মারকারি, cmHg সেন্টিমিটার অফ মারকারি, Kpa কিলো প্যাসকেলে প্রকাশ করা হয় ।
Read more