কাজ শেষ করে কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারব (৪.৬)

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-২ দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | - | NCTB BOOK

৪.৬ কাজ শেষ করে কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারব।

এই শিখনফল অর্জনের মাধ্যমে আমরা কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন করার দক্ষতা অর্জন করতে পারব।

 

৪.৬.১ পরিষ্কার পরিচ্ছন্ন কাজের ধাপ

  • সব আবর্জনা এবং বর্জ্য অপসারণ করি 
  • পরিষ্কারের জন্য শুষ্ক ও ভেজা কাজগুলো ভাগ করে নেই 
  • শুষ্ক কাজগুলি আগে সম্পন্ন করে তারপর ভেজা কাজগুলি করি
  • উপর অংশের পরিষ্কারের কাজ, নিচের অংশ পরিষ্কারের আগে সম্পন্ন করি ( যেহেতু ধূলিকণা নিচে পড়ে) সবশেষে মেঝে পরিষ্কার করি (পরিষ্কার প্রক্রিয়া থেকে সব মা পরিষ্কার করার জন্য)
  • একটি রুম বা এলাকার চারপাশে সুষ্ঠুভাবে কাজ করি যেন কোনও সারফেস বা তল মিস না হয় বা কাজের ধাপ বাদ পরে না যায় 
  • সকল আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলি
  • কোন ধাতব পদার্থ থাকলে নির্দিষ্ট পাত্রে সংরক্ষণ করি 
  • একবারে কাজ শেষ করা সম্ভব হলে ক্লকওয়াইজ কাজ করি এবং এক্সিট দরজা পেছনে রেখে কাজ করি

 

৪.৬.২ Cleanning Meterials এর নাম সহ চিত্র দেখা হল- 

 

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion