গুরুত্বপূর্ণ কনভেনশন

- সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK

জেনেভা কনভেনশন

জেনেভা কনভেনশন মূলত যুদ্ধাপরাধ সংক্রান্ত আন্তর্জাতিক ৪টি চুক্তি ও ৩টি প্রটোকলের সম্মনয়ে গৃহীত পদক্ষেপ। জেনেভা কনভেনশন “১৯৪৯ সালের একটি সন্ধিপত্রকে" নির্দেশ করে, যেটি সম্পাদিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিরূপ প্রতিক্রিয়া ও তার ফলাফল সরূপ। ১৯৪৯ সালে পূর্বের তিনটি কনভেনশন (১৮৬৪, ১৯০৬ ও ১৯২৯) সালে সম্পাদিত যা পরিমার্জন ও সম্প্রসারণ করা হয়। চতুর্থ কনভেনশনটি যোগ করা হয় ১৯৪৯ সালে। এটি "চারটি রেডক্রস কনভেনশন” নামেও পরিচিত।

 

১ম জেনেভা কনভেনশন

  • ১৮৬৪ সালে সম্পাদিত। 
  • প্রধান উদ্দেশ্য ছিল- যুদ্ধক্ষেত্রে আহত ও রোগাক্রান্ত সৈন্যদের অবস্থার সার্বিক উন্নতির লক্ষ্যে।

 

২য় জেনেভা কনভেনশন

  •  ১৯০৬ সালে সম্পাদিত।
  • প্রধান উদ্দেশ্য ছিল- সমুদ্রস্থ যুদ্ধক্ষেত্রে আহত, অসুস্থ এবং ধ্বংসপ্রাপ্ত জাহাজের সৈন্যদের অবস্থার সার্বিক উন্নতির লক্ষ্যে।

 

৩য় জেনেভা কনভেনশন

  • ১৯২৯ সালে সম্পাদিত। 
  • প্রধান উদ্দেশ্য ছিল- যুদ্ধবন্দিদের প্রতি আচরণ ও তাদের নিরাপত্তা এবং সুচিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে।

 

৪র্থ জেনেভা কনভেনশন

  • ১৯৪৯ সালে সম্পাদিত।
  • প্রধান উদ্দেশ্য ছিল- যুদ্ধাবস্থায় বেসামরিক জনগণকে রক্ষার জন্য ।

 

common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

'দুটি রেডক্রস কনভেনশন' নামে
'তিনটি রেডক্রস কনভেনশন' নামে
'চারটি রেডক্রস কনভেনশন' নামে
'পাঁচটি রেডক্রস কনভেনশন' নামে

রামসার কনভেনশন

Ramsar Convention হলো বিশ্বব্যাপী জৈবপরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস। ১৯৭১ খ্রিস্টাব্দে ইরানের রামসারে পৃথিবীর বিভিন্ন দেশসমূহ Convention on Waterland নামক একটি আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করে।

  • উদ্দেশ্য- জলাশয় ও জলাভূমি সংরক্ষণ। 
  • অনুষ্ঠিত হয়- রামসার, ইরান।
  • স্বাক্ষরিত হয়- ১৯৭১ সালে; কার্যকর হয়- ১৯৭৫ সালে।
  • বাংলাদেশে রামসার সাইট আছে- ৩টি; যথা: সুন্দরবন (১৯৯২), টাঙ্গুয়ার হাওর (২০০০), হাকালুকি হাওর (সর্বশেষ তালিকায় অন্তর্ভূক্ত)।
     
common.content_added_by

ভিয়েনা কনভেনশন

ওজোন স্তর সুরক্ষা জন্য ভিয়েনা কনভেনশন একটি বহুমুখী পরিবেশগত চুক্তি। এটি ১৯৮৫ সালের ভিয়েন কনফারেন্সের সম্মত হয়েছিল এবং ১৯৮৮ সালে কার্যকর হয়। সার্বভৌমত্বের শর্তানুযায়ী এটি সর্বকালের সর্বাধিক সফল চুক্তিগুলির মধ্যে একটি। এটা ওজোন স্তর (স্ট্রাটোমন্ডল) রক্ষা আন্তর্জাতিক প্রচেষ্টা জন্য একটি কাঠামো হিসাবে কাজ করে।

  • ভিয়েনা কনভেনশনের উদ্দেশ্য- ওজন স্তরের সুরক্ষা এবং সিএফসি গ্যাস উদগিরণের মানদন্ড নির্ধারণ।
  •  গৃহীত হয়- ১৯৮৫ সালে কিন্তু কার্যকর হয়- ১৯৮৮ সালে।
  • ১৯৯০ সালে বাংলাদেশ সমর্থন করে।
  • কনভেনশনটি দ্রুত বাস্তবায়নের জন্যই ১৯৮৭ সালে স্বাক্ষরিত হয়- মন্ট্রিল প্রটোকল (কানাডা)।
common.content_added_by

বাসেল কনভেনশন

  • গৃহীত হয়- ১৯৮৯ সালে। 
  • কার্যকর হয়- ১৯৯২ সালে।
  • স্থান- বাসেল, সুইজারল্যান্ড।
  • উদ্দেশ্য- বিপজ্জনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল ও সমুদ্রে নিক্ষেপের প্রবণতা নিয়ন্ত্রণ এবং বর্জ্যের সুষ্ঠু নিষ্কাশনের ব্যাপারে কর্ম পরিকল্পনা প্রণয়ন করা।
common.content_added_by

জীব ও বৈচিত্র সংরক্ষণ কনভেনশন

কনভেনশনটি ৫ জুন ১৯৯২ তারিখে রিও ডি জেনিরোতে আর্থ সামিটে স্বাক্ষরের জন্য খোলা হয়েছিল এবং ২৯ ডিসেম্বর ১৯৯৩ সালে কার্যকর হয়। মার্কিন যুক্তরাষ্ট্রই একমাত্র জাতিসংঘের সদস্য রাষ্ট্র যারা এই কনভেনশনটি অনুমোদন করেনি। এর দুটি সম্পূরক চুক্তি রয়েছে, কার্টাগেনা প্রটোকল এবং নাগোয়া প্রোটোকল । 

  • CBD-Convention on Biological Diversity
  •  স্বাক্ষরিত হয়- ১৯৯২ সালে; কার্যকর হয়- ১৯৯৩ সালে।
  • স্থান- রিও ডি জেনিরো, ব্রাজিল ।
  • বাংলাদেশ অনুমোদন করে- ১৯৯৪ সালে।
  • কনভেনশনটি কার্যকারিতা বৃদ্ধির জন্য ২০০০ সালে স্বাক্ষরিত হয় 'কার্টাগেনা প্রটোকল এবং ২০১০ সালে স্বাক্ষরিত হয় 'নাগোয়া প্রটোকল' ।
common.content_added_by

বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায়

  • UNFCCC-United Nations Framework Convention on Climate Change. 
  • UNCCC-Climate Change Conference
  • UNFCCC স্বাক্ষরিত হয়- ১৯৯২ সালে রিও ডি জেনিরোর ধরিত্রী সম্মেলনে, ব্রাজিলে। 
  • উদ্দেশ্য- বার্ষিক জলবায়ু সম্মেলন (Conference of the Parties) আয়োজন করা।
  • বাংলাদেশ স্বাক্ষর করে- ১৯৯২ সালে।
     
common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion