গ্যাস ব্রেজিং (ব্যবহারিক-৫ (খ))

এসএসসি(ভোকেশনাল) - ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-২ প্রথম পত্র (নবম শ্রেণি) | - | NCTB BOOK
common.please_contribute_to_add_content_into গ্যাস ব্রেজিং.
Content

ওয়ার্কপিস প্রস্তুতকরণ (৫.৬)

  • ১.৫ মিমি পুরু এবং ৭০ মিমি x ২০০ মিমি দুই খণ্ড কপারশিটের ল্যাপ (lap) জোড়া তৈরি করার জন্যে নিতে হবে ।
  • ব্রাশ ও এম্যারি পেপার দ্বারা জবটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ।
common.content_added_by

নজল নির্বাচন করা (৫.৭)

ফিলার মেটাল নির্বাচন (৫.৮)

২ মিমি ব্যাস বিশিষ্ট ব্রোঞ্জ ফিলার রঙ নির্বাচন করতে হবে ।

common.content_added_by

ফ্লাক্স নির্বাচন (৫.৯)

  • বিভিন্ন ধাতু ব্রেজিং করার জন্য ব্রেজিং ফ্লাক্স কৌটাতে পাওয়া যায়। বেছে নাও ।
  • ফ্লাক্সকে ডিস্টিল ওয়াটারের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে এবং ব্রেজিং করার পূর্বে ব্রাশ দ্বারা কার্যস্থানে লাগাতে হবে।
common.content_added_by

গ্যাসের চাপ অ্যাডজাস্ট (৫.১০)

  • অক্সিজেন সিলিন্ডারের অ্যাডজাস্টিং হ্যান্ডেল ঘুরিয়ে কার্যচাপ ২-৩ পিএসআইতে অ্যাডজাস্ট কর ।
  •  অ্যাসিটিলিন সিলিন্ডারের অ্যাডজাষ্টিং হ্যান্ডেল ঘুরিয়ে কার্যচাপ ২-৩ পিএসআইতে অ্যাডজাস্ট করতে হবে।
common.content_added_by

সঠিক অগ্নিশিখা (Flame) তৈরি (৫.১১)

কপার ব্রেজিং করার জন্য নিয়ন্ত্রিত কার্বোরাইজিং শিখা তৈরি করতে হবে।

common.content_added_by

ওয়ার্কপিস ট্যাক (৫.১২)

ওয়ার্কপিস ল্যাপ জোড়ের জন্য একই সমতলে ল্যাপ অবস্থায় রাখ এবং ট্যাক কর ।

common.content_added_by

ব্রেজিং সম্পন্নকরণ (৫.১৩)

  • ব্লো-পাইপ নজলকে বৃত্তাকারে ঘুরিয়ে জোড়া স্থানে তাপ প্রয়োগ করতে হবে ।
  • ওয়ার্কপিস ঠিক ব্রেজিং টেম্পারেচারে পৌছাবার সাথে সাথে ফিলার রড প্রয়োগ করে সম্পন্ন কর । 
  • ব্রেজিং করার পর শতকরা পাঁচ ভাগ কস্টিক সোডাযুক্ত দ্রবণের মধ্যে ডুবালে, জবের ওপর থেকে লেগে থাকা ফ্রান্স সহজে দূর হয়ে যায় ।

চিত্র : ব্যব: ৫/২ ল্যাপ জোড়

common.content_added_by

ব্রেজিং নিরীক্ষণ (৫.১৪)

  • সমবিত্ত হলো কিনা দেখতে হবে
  • জোড়টি রো-হোল ও পোরোসিটি মুক্ত কিনা দেখতে হবে ।
  • সঠিক গলন হয়েছে কিনা দেখতে হবে।
common.content_added_by

প্রশ্নমালা-৫ (খ)

১. কপার ব্রেজিং করতে কোন প্রকার গ্যাস শিখা ব্যবহার করা হয়?

২. কপারকে ব্রেজিং করতে কি ফিলার মেটাল ব্যবহার করা হয়?

৩. ব্রেজিং এর সময় ফ্লাক্স ব্যবহার করা হয় কেন?

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion