পোর্টেবল ড্রিলের সাহায্যে ড্রিলিং (ব্যবহারিক-২ (ক))

এসএসসি(ভোকেশনাল) - ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-২ প্রথম পত্র (নবম শ্রেণি) | - | NCTB BOOK
common.please_contribute_to_add_content_into পোর্টেবল ড্রিলের সাহায্যে ড্রিলিং.
Content

ড্রিলিং যন্ত্রপাতি নির্বাচন (২.১)

১) পোর্টেবল ড্রিল,

২) ভাইস,

৩) ড্রিল বিট,

৪) সেন্টার পাঞ্চ,

৫) হ্যামার,

৬) স্টিল রুল,

৭) স্ক্রাইবার । 

common.content_added_by

ওয়ার্কপিস প্রস্তুতকরণ (২.২)

  • ওয়ার্কপিস লে-আউট করার সাজ-সরঞ্জাম ক্রাইবার, সেন্টার পাঞ্চ, স্টিল রুল ও হাতুড়ি নিতে হবে।
  •  লে-আউট করতে প্রথমে স্টিল রুল দিয়ে মাপ নিয়ে ক্রাইবারের দাগ দিতে হবে ।
  •  ড্রয়িং অনুসারে সেন্টার পাঞ্চ দিয়ে সঠিকভাবে পাঞ্চিং করতে হবে । 
common.content_added_by

ওয়ার্কপিস আটকানো (২.৩)

হ্যান্ড ডিলিং-এর জন্য সুবিধাজনক মাউন্টিং ডিভাইস নির্বাচন করে ওয়ার্কপিস স্থাপন ও আবদ্ধ করতে হবে । সাধারণত বহনযোগ্য মাউন্টিং যেমন- সি – ক্ল্যাম্প, হ্যান্ড ভাইস অথবা অন্য কোনো নির্ভরযোগ্য উপায়ে দৃঢ়ভাবে ওয়ার্কপিস অবশ্যই আবদ্ধ করতে হবে । 

common.content_added_by

ড্রিল বিট সেটকরণ (২.৪)

  • ছিল বিটের আকার সাধারণত তার শ্যাস্ত্রে চিহ্নিত থাকে। তবে অতি ছোট ব্যাসের ছিল বিটের আকার চিহ্নিত থাকে না । 
  •  অতি ছোট ব্যাসের আকার চিহ্নিত থাকে না বলে এটির আকার মেপে বের করতে হয়।
  •  ছিল বিটের আকার মাপার জন্য প্রধানত ছিল গেজ ব্যবহৃত হয়।
  •  ড্রিল বিটকে ড্রিলের চাক (Chuck) ঘুরিয়ে মেশিনে সেট করতে হবে।
  •  ঢাক মুরানো জন্য ডাক কি (Chuck key) ব্যবহার করতে হবে।

চিত্রঃ ব্যব ২/১ ড্রিলপেজ 

common.content_added_and_updated_by

ড্রিলিং সম্পন্নকরণ (২.৫)

  • যে স্থানে ড্রিল করতে হবে সেখানে সেন্টার পাঞ্চ দিয়ে চিহ্নিত করতে হবে ।
  • রেস্ট-এর উপর বা হাত দিয়ে চাপ নিতে হবে।
  • ডান হাত নিয়ে হ্যাভেল সুরাতে হবে।
  •  আস্তে আস্তে চাপ দিতে হবে।
  • থেমে থেমে ড্রিল করে কাজ শেষ করতে হবে।

চিত্রঃ ব্যব ২/২ পোর্টেবল ড্রিল মেশিন 

  •  হ্যান্ড ড্রিলিং খাড়াভাবে এবং অনুভূমিক অবস্থায় করা যায়।
  • যে সমস্ত কাজে সুবিধাজনকভাবে স্ট্যান্ডার্ড ড্রিলিং মেশিনে ড্রিল করা যায় না ডা ড্রিল করতে পোর্টেবল ড্রিলিং মেশিন ব্যবহৃত হয়।
  • এ মেশিন ১২.৭ মিমি পর্যন্ত ছিল বিট ধারণ করতে সক্ষম। হ্যান্ড ফিডিং এবং সাম্যাবস্থা বজার রেখে ড্রিলিং সম্পন্ন করতে হবে।

চিত্র : ব্যব ২/৩ অনুভূমিক অবস্থানে কার্যবস্তুর ওপর ড্রিল করা 

common.content_added_by

ড্রিলিং এর সময় ও পরে পরীক্ষাকরণ (২.৬)

১) ড্রিলিং মেশিনের সেফটি ডিভাইসগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। 

  •  ড্রিলিং শুরু করার পূর্বে একটি কেন্দ্রে অবশ্যই পাঞ্চ দিয়ে মার্ক করে নিতে হবে।
  • সাধারণত ত্রুটিপূর্ণভাবে গ্রাইন্ডিং করা সরু ড্রিলগুলো কেন্দ্রের বাইরে চলে যায়, কাজেই ড্রিল বিট সঠিকভাবে গ্রাইন্ডিং করে নিতে হবে।
  • ড্রিল বিট সঠিকভাবে গ্রাইন্ডিং করতে ছিল শ্যাপেনিং ডিভাইস ব্যবহার করা উচিত। ড্রিল বিট ধার দিতে এবং দুর্ঘটনা এড়াতে একে অবশ্যই ক্যাম্পিং করে নিতে হবে।
common.content_added_by

ত্রুটিপূর্ণভাবে গ্রাইন্ডিং এর কারণে - (২.৭)

  •  পয়েন্ট অ্যাঙ্গেল অসমান হবে।
  • একটি লিপ অপরটি অপেক্ষা বৃহত্তম হবে।
  •  ড্রিল করা গর্ভের ব্যাস বড় হবে।
  • পয়েন্ট অ্যাঙ্গেল অবশ্যই পরেন্ট অ্যাঙ্গেল গেজ নিয়ে পরীক্ষা করতে হবে।
  • যদি গর্ত কেন্দ্র হতে সরে যায় তবে প্রথমেই একে সংশোধন করে নিতে হবে। এতে গতটিকে যে দিকে সারাতে হবে সে দিকে একটি এড কেটে নেওয়া হয় ।
  • প্রয়োজনে বড় ড্রিল গর্ভ করার পূর্বে ছোট ড্রিল করে নিতে হয় ।
  • লম্বা চুল ঢিলা পোশাক সম্পর্কে অপারেটরকে অবশ্যই সতর্ক থাকতে হবে ।
  • ড্রিল বিটটি যাতে নষ্ট না হয় সে জন্য সঠিক ছিদ্রসম্পন্ন কাঠের ব্লকে সংরক্ষণ রাখা উচিত।

চিত্র : ব্যব ২/৪ কাঠের ব্লকের ছিদ্রের মধ্যে ড্রিল বিট রাখার কৌশল

common.content_added_by

প্রশ্নমালা-২(ক)

১) পোর্টেবল ড্রিল বলতে কী বোঝায় ?

২) ড্রিল বিটের আকার বা সাইজ কোথায় লেখা থাকে?

৩) ড্রিল গেজ দিয়ে কী মাপা হয় ?

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion