গ্রাফিক্স ডিজাইন ও ফটো এডিটিং সফটওয়্যারের তুলনা

এইচএসসি (বিএমটি) ভোকেশনাল - ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস-২ গ্রাফিক্স ডিজাইন Graphics Design | - | NCTB BOOK

গ্রাফিক্স ডিজাইন ও ফটো এডিটিং সফটওয়্যারের মধ্যে তুলনা করে নিচে দেখানো হলো—

গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যারফটো এডিটিং সফটওয়্যার
গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়্যার একটি ভিজ্যুয়াল আর্ট যা লোগো, পোস্টার, ব্যানার, ক্যাটালগ, গ্রাফিক্স | ইত্যাদি গ্রাফিক্সের মাধ্যমে একটি বার্তা প্রকাশ করতে বা তথ্যমূলক কিছু তৈরি করতে ব্যবহৃত হয়।অন্যদিকে ফটো এডিটিং সফটওয়্যার ক্যামেরার মাধ্যমে | ছবি তোলার পর ছবি বা ছবির পোস্ট-প্রসেসিং যেমন— ক্রপ করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, কনট্রাস্ট পরিবর্তন, স্যাচুরেশন, এক্সপোজার ইত্যাদি কাজ করে।
গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়্যারের সাহায্যে একটি ভেক্টর ইলাস্ট্রেশন অঙ্কন করা হয় যা ডিজিটাল প্ল্যাটফর্মে ডিজিটালভাবে করা হয়।ফটো এডিটিং কিছু টুলস এবং ফটো এডিটিং সফটওয়্যারের কম্পোজিশন ব্যবহার করে ক্যামেরায় তোলা ফটোগ্রাফকে আরো আকর্ষণীয় করা।
গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়্যার মূলত ডিজিটাল বিশ্বের জন্য অন্যান্য ভিজ্যুয়াল তৈরিতে ব্যবহার করা যায়।ফটো এডিটিং সফটওয়্যার এর মূল উদ্দেশ্য হলো ক্যামেরায় তোলা ছবিকে পরিবর্তন করে ফটোগুলোকে পূর্বের চেয়ে সুন্দর করে তোলা ।

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion