জব ০২ঃ কবুতরের বাসস্থান তৈরী

এসএসসি(ভোকেশনাল) - পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং-২ দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | - | NCTB BOOK

জবের নাম : কবুতরের বাসস্থান তৈরী

যদিও প্রচলিত নিয়মে প্রতিজোড়া কবুতরের জন্য ১টি যোগ প্রয়োজন হয় কিন্তু বাচ্চা উৎপাদন ইত্যাদি বিষয় মাথায় রেখে প্রতি জোড়ার জন্য একটি অতিরিক্ত খোপ রাখা প্রয়োজন। কবুতরের বাসস্থান নিরাপদ, শক্ত খুঁটির উপর একক বা কলোনী আকারে তৈরী করা হয়।

পারদর্শিতা নির্ণায়ক / মানদণ্ড 

১. কবুতরের ঘরের দৈর্ঘ্য ও গ্রন্থ পরিমাপ করা

২. নিরাপদ ও আরামদায়ক বাসা তৈরী করা 

৩. ঘর তৈরির প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করা

 

(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE)

খ) প্রয়োজনীয় কাচামাল 

 

গ) প্রয়োজনীয় যন্ত্রপাতি:

কাজের ধারা: 

১) কবুতরের ঘরের মাপ নির্ধারণ কর। 

২) মাপ মোতাবেক টিনের চালা, বেড়ার কাঠ কাট। 

৩) শক্ত ঘরের ফ্রেম তৈরী কর। 

৪) মেঝের বিছানার জন্য ১/৪ ফাঁক রেখে মাচান তৈরী কর।

৫) ঘরের ফ্রেমের সাথে পর্যায়ক্রমে মাচা, বেড়া ও টিনের চাল সংযুক্ত কর । 

৬) প্রত্যেক জোড়া বাসস্থানের কবুতর যাতে উপরে নীচে উঠানামা করতে পারে সে জন্য ফাঁকা জায়গা রাখ ৷

৭) নিরাপত্তার জন্য ঘরের বাইরের দিকে একটি কমন দরজা রাখ বাকী অংশ তারজালি দিয়ে ঢেকে দাও । 

৮) ঘরের কাছাকাছি খুঁটির উপর পানির পাত্র রাখ ।

 

সতর্কতা: 

১. অবশ্যই তারজালি দিয়ে ঘরের সামনের অংশ ঢেকে দিতে হবে যাতে হিংস্র প্রাণির আক্রমন থেকে কবুতর রক্ষা পায়। 

২. কবুতরের বাসা উঁচু শক্ত খুঁটির উপর বসাতে হবে যেন ভেঙ্গে না যায় ও হিংস্র প্রাণির দ্বারা ক্ষতিগ্রস্থ না হয়।

 

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion