জব ১ঃ রেফ্রিজারেন্ট রিকভারি করা

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-২ দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | - | NCTB BOOK

জব১ঃ রেফ্রিজারেন্ট রিকভারি করা

পারদর্শিতার মানদন্ড

  • স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) পরিধান করা 
  • প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা 
  • রেফ্রিজারেশন ইউনিটের টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী ব্যবহৃত রেফ্রিজারেন্ট রিকভারি করা
  • রেফ্রিজারেশন ইউনিটের সাথে রিকভারী ইউনিটের সংযোগ স্থাপন করা
  • বৈদ্যুতিক সংযোগ স্থাপনের মাধ্যমে রিকভারী ইউনিট চালু করে নির্ধারিত সিলিন্ডারে রেফ্রিজারেন্ট রিকভারি করা
  • কাজ শেষে ওয়ার্কপের নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিষ্কার করা
  • অব্যবহৃত মালামাল নির্ধারিত স্থানে সংরক্ষণ করা
  • ওয়েস্টেজ এবং স্ক্যাপ গুলো নির্ধারিত স্থানে ফেলা
  • কাজের শেষে চেক লিস্ট অনুযায়ী টুলস ও মালামাল জমা দেয়া

(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম

 

(খ) প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস, ইকুইপমেন্ট ও মেশিন)

 

(গ) মালামাল (Raw Materials )

(ঘ) কাজের ধারা

১। রিকভারি মেশিনে হোস পাইপ সংযোগ করো । 

ক. রিকভারি মেশিনের ইনলেট ও আউটলেট ক্যাপ খোল; 

খ. রিকভারি মেশিন ও সিলিন্ডারের সাথে ডবল গেইজ মেনিফোল্ডে হোস পাইপ স্থাপন করো ।

(ওয়াটার কুলারের লিকুইড লাইন থেকে ডবল গেজের মাঝের পোর্টে, ডবল গেজের কম্পাউন্ড পোর্ট থেকে রিকভারি মেশিনের ইনলেট পোর্টে, রিকভারি মেশিনের আউটলেট পোর্ট থেকে সিলিন্ডারের লিকুইড লাইনের সাথে) সংযোগ করো।

 

২। হোস পাইপটি পার্জিং করো।

ক. রিকভারি মেশিনের ইনলেট ও আউটলেট এর সিলেক্টর সুইচকে ওপেন পজিশনে সেট করো; 

খ. পাওয়ার সুইচ অন করো; 

গ. অপর সিলেক্টর সুইচকে পার্জ পজিশনে সেট করো; 

ঘ. স্টার্ট সুইচ অন কর (৩০ সেকেন্ডের মধ্যে সিলেক্টর সুইচকে রিকভারি পজিশনে সেট কর। পাইপটি অটোমেটিক ভাবে পার্জিং হয়ে যাবে)।

 

৩। রিকভারি কর।

ক. সিলিন্ডারের লিকুইড ভাল্বটি খুলে দাও; 

খ. কম্পাউন্ড গেজের কাটা জিরো (০) এর নিচে নেমে যাবে এবং রিকভারি মেশিনটি নিজেনিজেই বন্ধ হয়ে যাবে; 

গ. ডবল গেজের ভাল্বটি বন্ধ করো।

৪। রিকভারি মেশিন বন্ধ করো।

ক. সিলিন্ডারের লিকুইড ভাল্বটি বন্ধ করো; 

খ. স্টার্ট সুইচ ও পাওয়ার সুইচ সুইচকে অফ করো 

গ. রিকভারি পজিশনে সেট করা সিলেক্টিং সুইচকে পার্ল পজিশনে সেট করো; 

ঘ. রিকভারি মেশিনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করো; 

ঙ. হোস পাইপটি খুলে ফেল।

 

কাজের সতর্কতা

  • অবশ্যই নিরাপত্তা মূলক সরঞ্জাম ব্যবহার করে কাজ করতে হবে
  • কিছু রেফ্রিজারেন্টে আগুন ধরার সম্ভাবনা থাকে বিধায় সতর্কতার সাথে কাজটি করতে হবে
  • কাজটি করতে কোন প্রকার অসুবিধার সম্মুখীন হলে অবশ্যই শিক্ষক/ট্রেইনারকে জানাতে হবে

আত্মপ্রতিফলন

ওয়াটার কুলার ইউনিটের রেফ্রিজারেন্ট রিকভারি করার দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন করতে হবে।

 

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion