জব ৩ঃ হাঁসের ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্তকরণের দক্ষতা অর্জন

এসএসসি(ভোকেশনাল) - পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং-২ প্রথম পত্র (নবম শ্রেণি) | - | NCTB BOOK

জব ০৩: হাঁসের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্তকরণের দক্ষতা অর্জন।

পারদর্শিতার মানদণ্ড

  • হাঁসের ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা 
  • জীবাণুনাশক মিশ্রণের দক্ষতা অর্জন করা 
  • জীবাণুনাশক প্রয়োগ করে ঘর জীবাণুমুক্ত করা

(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)

(খ) প্রয়োজনীয় যন্ত্রপাতি

 

গ) প্রয়োজনীয় কাঁচামাল ( Raw materials)

কাজের ধারাঃ 

১) বিশ্বস্থ উৎস হতে জীবাণুনাশক সংগ্রহ কর। 

২) নিরাপত্তামূলক পোষাক (পিপিই) পরিধান করে নাও।

৩) ফরটি ঝাড়ু দিরে ভালোভাবে পরিস্কার করে নাও। 

৪) নির্দেশিত পরিমান পানি একটি বালতিতে নাও । 

৫) নির্দেশিত যাত্রায় জীবাণুনাশক ঐ পানিতে মেশাও। 

৬) মিশ্রণটি ভালোভাবে নাড়াচাড়া কর।

৭) তারপর জীবাণুনাশক মিশ্রিত পানি স্প্রে মেশিনে তোল । 

৮) এবার ঘরের মেঝে এবং দেয়ালে জীবাণুনাশক স্প্রে কর ।

 

সতর্কতাঃ 

১) জীবাণুনাশক অবশ্যই মাত্রা মোতাবেক মিশাতে হবে। 

২) জীবাণুনাশক যেন শরীরে না লাগে ও নিশ্বাসে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

 

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion