জব ৭ঃ ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফিকেশন সার্কিট তৈরি করা

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ প্রথম পত্র (নবম শ্রেণি) | - | NCTB BOOK

জব ৭: ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফিকেশন সার্কিট তৈরি করা

পারদর্শিতার মানদন্ড

• স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) পরিধান করা
• ইলেকট্রনিক্স সার্কিট তৈরি করা
• কাজ শেষে ওয়ার্কশপের নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিষ্কার করা
• অব্যবহৃত মালামাল নির্ধারিত স্থানে সংরক্ষণ করা
• ওয়েস্টেজ এবং ক্র্যাপ নির্ধারিত স্থানে ফেলা
• কাজের শেষে চেক লিস্ট অনুযায়ী টুলস ও মালামাল জমা দেয়া

(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম

২। সার্কিটে ডায়াগ্রাম অনুযায়ী ভায়োড, ক্যাপাসিটর, ট্রান্সফরমার সংযোগ করো।

. দু'টি ডায়ডের অ্যানোড, অপর দুইটি ডায়ডের ক্যাথোড আলাদা আলাদা সংযোগ করো:
খ. দুই সেট ডায়োডের খোলা প্রাপ্ত গুলি দু'টি দু'টি করে সংযোগ
গ. যে দুই প্রাপ্তে অ্যানোড- অ্যানোড এবং ক্যাথোড-ক্যাথোড সংযোগ হয়েছে সেই দুই প্রাপ্ত থেকে আউটপুট
নাও;
গ. যে দুই প্রাপ্তে অ্যানোড ক্যাথোড সংযোগ হয়েছে সেই দুই প্রান্তে ট্রান্সফরমারের স্টেপ ডাউন প্রান্তগুলো সংযোগ করো;

৩। আবার সার্কিটটি চেক কর।

ক. ট্রান্সফরমারের স্টেট্স আপ গ্রামে বিদ্যুৎ সরবরাহ দাও;

 খ. মিটারের সাহায্যে সার্কিটের আউটপুট পর্যবেক্ষন করো।

কাজের সতর্কতা

• অবশ্যই নিরাপত্তা মূলক সরঞ্জাম ব্যবহার করে কাজ করতে হবে।
• কাজটি করতে কোন প্রকার অসুবিধার সম্মুখীন হলে অবশ্যই শিক্ষক/ট্রেইনারকে জানাতে হবে।

 

আত্মপ্রতিফলন 

ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফিকেশন সার্কিট তৈরি করার দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন করতে হবে।

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion