সঠিক ইলেকট্রিক্যাল ক্যাবল নির্বাচন (২.৪)

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ প্রথম পত্র (নবম শ্রেণি) | - | NCTB BOOK

২.৪ সঠিক ইলেকট্রিক্যাল ক্যাবল নির্বাচন

এই শিখনফল অর্জনের মাধ্যমে আমরা তার, ক্যাবল, ক্যাবলের বিভিন্ন প্রকার কোড, তারের কারেন্ট বহন ক্ষমতা (২.৪.৪-এ উল্লেখিত চার্ট) সম্পর্কে জানতে পারব ।

 

common.content_added_and_updated_by

তার (২.৪.১)

২.৪.১ তার (Wire )

ইন্সুলেশন বিহীন অথবা বিশেষ ধরনের ইন্সুলেশন দিয়ে আচ্ছাদিত এক খেই অথবা বহু খেই বিশিষ্ট অল্প কারেন্ট বহনকারী পরিবাহীকে তার বলে ।

তারের প্রকারভেদ

তার সাধারণত দুই প্রকার- 

  • সাধারণ তার 
  • খেই যুক্ত তার বা রজ্জু তার

রজ্জু তারের সুবিধা-

  • রজ্জু তার নমনীয় হয়। সামান্য বাঁকালেও এর কোন ইন্সুলেশন নষ্ট হয় না। তাছাড়া সহজে মাটিতে পাতানো যায়।
  • রজ্জু তারের সংযোগ খুব শক্ত ও দীর্ঘস্থায়ী হয়।
  • এক খেই বিশিষ্ট তার ওভার হেড লাইনে কম্পনের ফলে ভেঙ্গে যেতে পারে। কিন্তু রজ্জু তার কখনো কম্পনের ফলে ভেঙ্গে যায় না।
  • রজ্জু তারের ইন্সুলেশন খুব মজবুত হয়।

তারের সাইজ

ইলেকট্রিক্যাল কাজের জন্য তারের সাইজ নির্ধারন করতে হয়। অন্যথায় ইলেকট্রিক লোডের কাজের ব্যাঘাত ঘটতে পারে। তারের সাইজ গেজ (SWG) নাম্বারের সাহায্যে প্রকাশ করা হয়। যেমন ৩/২২, ৩/১৮, ১/১৮, ৭/১৮:, ৭/২২ ইত্যাদি। ৩/২২ এর অর্থ উক্ত তারের মধ্যে তিনটি খেই আছে যার প্রতিটি খেই ২২ গেজের। আবার তারের ডায়ামিটার ইঞ্চি অথবা মিলিমিটারের হতে পারে। যেমন ৩/২৯”, ৩/.৩৬” এবং ১/১.৪”, ১/১.৮” ইত্যাদি। ৩/০.২৯” বলতে বোঝায় উক্ত তারে তিনটি খেই এবং প্রতি খেই এর ডায়মিটার .২৯ ইঞ্চি । বর্তমানে ঘরবাড়ি এবং অফিস আদালতে ওয়্যারিং এর জন্য যে ক্যাবল ব্যবহার করা হয় তার সাইজ এভাবে লেখা হয়। যেমন ১.৫ mm2, ২.৫ mm2, ৪.০ mm2 ইত্যাদি।

তারের ব্যবহার 

তার সাধারনত ট্রান্সমিশন এবং ডিষ্ট্রিবিউশন ওভারহেড লাইনে, আর্থিং, গাই, মোটর এবং ট্রান্সফরমারের কয়েলে এবং ইলেকট্রনিক্স এর বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়।

 

 

common.content_added_by

ক্যাবল (২.৪.২)

২.৪.২ ক্যাবল (Cable)

ইন্সুলেশন যুক্ত এক খেই বা বহু খেই বিশিষ্ট বেশি কারেন্ট বহনকারী পরিবাহীকে ক্যাবল বলে। সংক্ষেপে ইন্সুলেশন যুক্ত কন্ডাক্টরকে ক্যাবল বলে। এ জাতীয় ইন্সুলেশনের জন্য সাধারণত পি. ভি. সি প্লাস্টিক ইন্সুলেশন, পেপার ইন্সুলেশন, সুপার টাফ রাবার ইন্সুলেশন, ওয়েদার পুরুফ ইন্সুলেশন ব্যবহৃত হয়ে থাকে ৷

ক্যাবলের প্রকারভেদ

কোর অনুযায়ী ক্যাবল পাঁচ প্রকার-

  • সিঙ্গেল কোর ক্যাবল 
  • টু ইন কোর ক্যাবল 
  • থ্রী কোর ক্যাবল
  • ফোর কোর ক্যাবল 
  • ফাইভ কোর ক্যাবল

ক্যাবলকে স্থাপন এবং গঠন অনুযায়ী দু'ভাগে ভাগ করা যায়-

  • এ্যারিয়্যাল ক্যাবল
  • আন্ডার গ্রাউন্ড ক্যাবল

আবরণের দিক থেকে ক্যাবলের প্রকারভেদ

  • L.S (Lead Cover or Sheathed Wire) 
  • C.T.S (Cab Tyre Sheathed) 
  • P.V.C (Polyvinyl Choloride) 
  • P.I.C (Paper Insulated Cable)
  • S.C.C (Single Cotton Covering Cable) 
  • T.R.S (Tough Rubber Sheathed Wires) 
  • M.I.C (Menaral Insulated Cable) 
  • V.I.R (Volcanized India Rubber Insulated Wires and Cable)

ভোল্টেজের বিচারে ক্যাবল ৫ প্রকার-

  • লো ভোল্টেজ বা এল টি ক্যাবল ২৫০v - ১০০০v পর্যন্ত 
  • হাই ভোল্টেজ বা এইচ. টি ক্যাবল ১০০০ v - ১১০০০ v পর্যন্ত 
  • সুপার টেনশন বা এস. টি ক্যাবল ১১০০ v - ৩৩০০০ v পর্যন্ত এ
  • ক্সট্রা হাই টেনশন বা এ. এইচ. টি ক্যাবল ৩৩০০০ V - ৬৬KV পর্যন্ত 
  • এক্সট্রা সুপার ভোল্টেজ ক্যাবল ৬৬ KV - ১৩২ KV পর্যন্ত

 

ক্যাবলের সাইজ 

মিলিমিটারের মান অনুযায়ী ক্যাবলের সাইজ-

 

ইঞ্চির মান অনুযায়ী ক্যাবলের সাইজ -

 

তার ও ক্যাবলের মধ্যকার পার্থক্য

 

common.content_added_by

তার ও ক্যাবলের বিভিন্ন প্রকার কোড (২.৪.৩)

২.৪.৩ তার এবং ক্যাবলের বিভিন্ন প্রকার কোড

BDS-Bangladesh Standard 

BS - British Standard 

ECC-Earth Continuty Conductor 

Re - Conductor of Single Solid Wire of Circular Cross Section 

Rm - Conductor of Multiple Stranded Wires of Circular Cross Section 

Sm - Conductor of Multiple Stranded Wires of Sector Shaped Cross Section

ক্যাবলের কোড (Cable Codes )

 

common.content_added_by

তারের কারেন্ট বহন ক্ষমতা চার্ট (২.৪.৪)

২.৪.৪ তারের কারেন্ট বহন ক্ষমতা চার্ট

 

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion