ডিজিটাল মুদ্রা

- সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK

ডিজিটাল মুদ্রা হলো ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিশ্বের প্রথম ডিজিটাল মুদ্রা Bitcoin । যেমন- Bitcoin ( BTC), Litecoin (LTC), Ethereum (ETH), Ripple (XRP), Libra (ফেইজবুক) ইত্যাদি। বিশ্বের প্রথম দেশ হিসেবে বিট কয়েনকে বৈধ মুদ্রার (Currency) স্বীকৃতি দেয় এল সালভেদর। মধ্যপ্রাচ্যের দুই দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত লেনদেনের জন্য ডিজিটাল মুদ্রা আবের প্রবর্তনের ঘোষণা দিয়েছে। ২০০৯ সালে সাতোশি নাকামোতো (অজ্ঞাতনামা) বিট কয়েনের প্রচলন করেন। ১ এপ্রিল, ২০১৭ সালে জাপান আনুষ্ঠানিক ভাবে বিটকয়েনকে স্বীকৃতি দিয়েছে।

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion