নেপাল

- সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
  • রাষ্ট্রীয় নামঃ The Federal Democratic Republic of Nepal
  • রাজধানীঃ কাঠমুন্ডু
  • ভাষাঃ নেপালী
  • মুদ্রাঃ রুপি

জেনে নিই

  • এশিয়ার স্থলবেষ্টিত দেশ- নেপাল ।
  • নেপালের প্রেসিডেন্টের সরকারী বাসভবনের নাম- শীতল নিবাস ।
  • নেপালর ২৪০ বছর রাজতন্ত্রের বিলোপ হয় ২৮ মে, ২০০৮ সালে।
  • নেপালের প্রজাতন্ত্র দিবস- ২৮ মে।
  • হিমালয়ের কন্যা হিসেবে অভিহিত করা হয়- নেপালকে।
  • নেপালের সর্বশেষ রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ্ ।
  • নেপালের সৈন্যদের বলা হয়- গুর্খা ।
  • মাওবাদী নেপালের একটি গেরিলা সংগঠন।
  • মাওবাদীরা সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন শুরু করে ১৯৯৬ সালে ।
  • নেপাল প্রজাতন্ত্রের প্রথম প্রধানমন্ত্রী- পুষ্প কমল দাহাল প্রচন্দ ।
  • নেপালের প্রথম প্রেসিডেন্ট- ডা. রামবরণ যাদব।
  • Mixed Electoral System দক্ষিন এশিয়ায় চালু করে- নেপাল ।
  • প্রথম সাফ গেমস (১৯৮৪) অনুষ্ঠিত হয় নেপালের কাঠমান্ডুতে।
common.content_added_by

# বহুনির্বাচনী প্রশ্ন

শের বাহাদুর ‍দিউবা
খরগ প্রসাদ অলি
বিদ্যা দেবী ভান্ডারি
হাজরা প্রসাদ
গিরিজা প্রসাদ কৈরালা
মনমোহন অধিকারী
সূর্য বাহাদুর থাপা
শের বাহাদুর দেউবা
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion