পরিবেশ সংরক্ষণ ও ব্যবসায়

একাদশ- দ্বাদশ শ্রেণি - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | - | NCTB BOOK

ঢাকা বাংলাদেশের রাজধানী । স্বাধীন বাংলাদেশে এটা আমাদের গর্বের ধন । কিন্তু এই ঢাকার পরিবেশে যেভাবে বিপর্যয় ঘটেছে তাতে এই শহরের মানুষ এখন বাধ্য হয়ে এখানে বাস করছে বললে অত্যুক্তি হবে না । ভয়াবহ যানজট, হাঁটার রাস্তা সব ব্যবসায়ী ও হকারদের দখলে । বুক ভরে বিশুদ্ধ বাতাস নেয়ার সুযোগ সীমিত । ধুলা-বালি, গ্যাস-ধুয়া আর পরিবহণের নির্গত শিশায় বাতাস দূষিত। পরিবহণের গাড়ির উচ্চ শব্দের হর্ণ, কোলাহল ও হৈ চৈ মিলিয়ে শব্দ দূষণ মারাত্মক । খেলার মাঠ নেই । যা আছে তা পরিবহণ কোম্পানির গাড়ি রাখার আর ময়লা ফেলার ভাগাড় । ঢাকার চারদিকে নদী । কিন্তু তা মারাত্মকভাবে পানি দূষণের শিকার । ট্যানারি ও শিল্পের তরল বর্জ্য ফেলার সহজ ক্ষেত্রে পরিণত হয়েছে নদীগুলো । দুর্গন্ধে এখন এই নদীর পাশে বাস করাই কষ্টসাধ্য। এখন যদি বলা যায়, এই দূষণের পিছনে প্রত্যক্ষ দায় কাদের? দেখা যাবে উত্তর বেরিয়ে আসবে বেশির ভাগ দায় ব্যবসায়ী শ্রেণির । প্রশ্ন উঠতে পারে সরকার কী করছে? সরকারের ওপর দায় চাপিয়ে চোখ-কান বন্ধ করে ব্যবসায়ীরা এগুলো করবে এটাতো কাম্য নয় । সমাজের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তাদের দায় রয়েছে এটা কী তারা অস্বীকার করতে পারবে?

common.content_added_by
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion